Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের প্রস্তুতি

পদার্থবিজ্ঞান

Icon

মো. বদরুল ইসলাম

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা

বল

১। ঘর্ষণ কী?

উত্তর : একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শ তলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়, এ বাধাকে ঘর্ষণ বলে।

২। সাম্য বল কাকে বলে?

উত্তর : কোনো বস্তুর ওপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় অর্থাৎ বস্তুটি সাম্যবস্থায় থাকে, তবে ওই বলগুলোকে সাম্য বল বলে।

৩। বল কাকে বলে?

উত্তর : যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় অথবা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে।

৪। জড়তা কী?

উত্তর : বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে জড়তা বলে।

৫। স্পর্শ বল কী?

উত্তর : যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন তাকে স্পর্শ বল বলে।

৬। অস্পর্শ বল কী?

উত্তর : দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তা-ই অস্পর্শ বল।

৭। ঘর্ষণ বল কাকে বলে?

উত্তর : একটি বস্তু যখন অন্য একটি বস্তুর ওপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন ঘর্ষণের কারণে যে বাধা বলের সৃষ্টি হয়, তাকে ঘর্ষণ বল বলে।

৮। অভিকর্ষ বল কাকে বলে?

উত্তর : পৃথিবী যখন কোনো বস্তুর ওপর মহাকর্ষ বল প্রয়োগ করে তখন তাকে অভিকর্ষ বল বলে।

৯। মহাকর্ষ বল কাকে বলে?

উত্তর : মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বলে।

১০। অসাম্য বল কাকে বলে?

উত্তর : কোনো বস্তুর ওপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য না হয় অর্থাৎ বস্তুটি সাম্যবস্থায় না থাকে, তবে ওই বলগুলোকে অসাম্য বল বলে।

১১। ভর কাকে বলে?

উত্তর : বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে ওই বস্তুর ভর বলে।

১২। ভরবেগ কাকে বলে?

উত্তর : ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে।

১৩। ভর কোন রাশি?

উত্তর : ভর একটি স্কেলার রাশি।

১৪। ভরবেগ কোন রাশি?

উত্তর : ভরবেগ একটি ভেক্টর রাশি।

১৫। চারটি মৌলিক বলের মধ্যে তুলনামূলকভাবে দুর্বলতম বল কোনটি? উত্তর : মহাকর্ষ বল।

১৬। ভরের মাত্রা কী?

উত্তর : ভরের মাত্রা হলো- M

১৭। বল ও ত্বরণ সম্পর্কিত নিউটনের গতির সূত্র কয়টি?

উত্তর : ৩টি।

১৮। নিউটনের গতির ১ম সূত্রটি লিখ।

উত্তর : বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে।

১৯। নিউটনের গতির ২য় সূত্রটি লিখ।

উত্তর : বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।

২০। নিউটনের গতির ৩য় সূত্রটি লিখ।

উত্তর : প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

২১। 50 kg ভরের একটি বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে এর ত্বরণ 4 ms-2 হবে?

উত্তর : 200N

২২। ঘর্ষণ সাধারণত কত প্রকার ও কী কী?

উত্তর : ঘর্ষণ সাধারণত চার প্রকার। যথা- (ক) স্থিতি ঘর্ষণ (খ) পিছলানো ঘর্ষণ (গ) আবর্ত ঘর্ষণ (ঘ) প্রবাহী ঘর্ষণ।

২৩। আবর্ত ঘর্ষণ কাকে বলে?

উত্তর : যখন একটি বস্তু অপর একটি তলের উপর দিয়ে গড়িয়ে চলে তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ বলে।

২৪। প্রবাহী ঘর্ষণ কাকে বলে?

উত্তর : যখন কোনা বস্তু যে কোনো প্রবাহী পদার্থ যেমন- তরল বা বায়বীয় পদার্থের মধ্যে গতিশীল থাকে তখন যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে প্রবাহী ঘর্ষণ বলে।

২৫। ঘাত বল কী?

উত্তর : খুব অল্প সময়ের জন্য যে বল প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে।

২৬। ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটি লিখ।

উত্তর : একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না।

২৬। মৌলিক বল কাকে বলে?

উত্তর : যেসব বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না তাদেরকে মৌলিক বল বলে।

২৭। নিউটনের অমর গ্রন্থ ‘ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিলিপিয়া ম্যাথমেটিকা’র মূল উপজীব্য কি ছিল?

উত্তর : বস্তুর গতি।

২৮। তাড়িতচৌম্বক বল কিরূপ বল?

উত্তর : মৌলিক বল।

২৯। সাম্য বলের বাস্তব উদাহরণ কোন প্রতিযোগিতায় দেখতে পাওয়া যায়?

উত্তর : রশি টানাটানি।

কৃষিশিক্ষা

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

নারায়ণগঞ্জ

কৃষি ও জলবায়ু

১। প্রতি বছর দেশে কত লাখ হেক্টর জমি খরার সম্মুখীন হয়?

ক. ৫-১০ খ. ১০-২০ গ. ২০-৩০ ঘ. ৩০-৪০

২। বাংলাদেশের দীর্ঘস্থায়ী খরায় কবলিত হয় কখন?

ক. ১৯৭১ সালে খ. ১৯৮৮ সালে

গ. ১৯৯৯ সালে ঘ. ২০১২ সালে

৩। ব্রি ধান ৪৭ জাতের জীবনকাল কত দিন?

ক. ১২৫ খ. ১৩০ গ. ১৪৮ ঘ. ১৫২

৪। তাপমাত্রা বৃদ্ধির ফলে কোন ফসলে রোগের আক্রমণ বেড়ে যায়?

ক. গম খ. ধান

গ. ভুট্টা ঘ. পাট

৫। হ্যালোফাইটস জাতীয় উদ্ভিদ কোনটি?

ক. শিম খ. তুলা গ. কেওরা ঘ. বাইন

৬। নিচের কোনটি খরা সহিষ্ণু ফসল?

ক. তাল খ. নারিকেল গ. কমলা ঘ. তরমুজ

৭। খরা সহিষ্ণু কোন আখের জাতটির ফলন সর্বোচ্চ?

ক. ঈশ্বরদী ৩৩ খ. ঈশ্বরদী ৩৫

গ. ঈশ্বরদী ৩৭ ঘ. ঈশ্বরদী ৩৯

৮। ব্রি ধান ৫৫ জাতটির বোরো মৌসুমে জীবনকাল কত দিন?

ক. ৯০ দিন খ. ১০০ দিন গ. ১৩৫ দিন ঘ. ১৪৫ দিন

৯। গম চাষের জন্য মাটির অম্লত্ব ক্ষারত্বেও মাত্রা কত হতে হবে?

ক. ৪.০-৫.০ খ. ৫.০-৬.০ গ. ৬.০-৭.০ ঘ. ৭.০-৮.০

১০। নিচের কোনটি খরা সহিষ্ণ ফসল?

ক. খেজুর খ. কূল গ. লাউ ঘ. গম

১১। নিচের কোনটি মধ্যম লবণাক্ততা সহিষ্ণ জাত?

ক. তুলা খ. লেবু গ. যব ঘ. তাল

১২। বৈশ্বিক উষ্ণতার ফলে কোন অঞ্চলে আবাদি জমি বৃদ্ধি পাবে?

ক. এশিয়া খ. আমেরিকা

গ. সাইবেরিয়া ঘ. নেপাল

১৩। মরুভূমির অঞ্চলে খরা এড়ানো উদ্ভিদ কেমন হয়?

ক. ক্ষীণজীবী খ. দীর্ঘজীবী গ. পরজীবী ঘ. মিথোজীবী

১৪। ফসলের খরা প্রতিরোধ কৌশলকে কয়ভাবে ভাগ করা যায়?

ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

১৫। আমাদের দেশে একমাত্র কোন নদীতে রুই জাতীয় মাছ প্রাকৃতিকভাবে ডিম পাড়ে?

ক. পদ্মা খ. মেঘনা গ. যমুনা ঘ. হালদা

১৬। প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য কমে যাওয়ার কারণ কী?

ক. পোনা নিধন খ. চাষ পদ্ধতির পরিবর্তন

গ. পানির ভৌত পরিবর্তন ঘ. জলবায়ুর পরিবর্তন

১৭। বন্যার সময় কীভাবে মাছ চাষ করা যেতে পারে?

ক. পুকুরের পাড় উঁচু করে

খ. নদীতে বাঁধ দিয়ে

গ. চৌবাচ্চায় ঘ. খাঁচায়

১৮। কোন জাতের আখে উচ্চমাত্রায় চিনি থাকে?

ক. ঈশ্বরদী ৩১ খ. ঈশ্বরদী ৩২

গ. ঈশ্বরদী ৩৭ ঘ. ঈশ্বরদী ৩৮

১৯। বারি আলুর ফলন হেক্টরপ্রতি কত টন?

ক. ২৫-৩০ টন খ. ৩০-৩৫ টন

গ. ৩৫-৪০ টন ঘ. ৪০-৪৫ টন

২০। ৩৫ জাতের আখের ফলন হেক্টরপ্রতি কত টন?

ক. ৯০ টন খ. ৯৪ টন গ. ৯৮ টন ঘ. ১০২ টন

২১। খরা সহনশীল মাছ কোনটি?

ক. কালবাউস খ. তেলাপিয়া গ. ভেটকী ঘ. মৃগেল

২২। অভিযোজন অর্থ কী?

ক. সবকিছু মেনে চলা

খ. কিছু নিয়ম মেনে চলা

গ. নিজেকে খাপ খাইয়ে নেওয়া

ঘ. নিজেকে রক্ষা করা

২৩। লবণাক্ততা সহিষ্ণু ধান কোনটি?

ক. ব্রি ধান ৩৬ খ. ব্রি ধান ৪০

গ. ব্রি ধান ৫০ ঘ. ব্রি ধান ৫৭

২৪। আউশ মৌসুমে ব্রি ধান ৫৫-এর জীবনকাল কতদিন?

ক. ১০০ খ. ১১৫ গ. ১৩০ ঘ. ১৪৫

২৫। ধানের কোন জাতটির রোগ ও পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা রয়েছে?

ক. ব্রি ধান ৪৭ খ. ব্রি ধান ৫৩

গ. ব্রি ধান ৫৪ ঘ. ব্রি ধান ৮

২৬। বারি সরিষা ১০ জাতের গাছের জীবনকাল কত দিন?

ক. ৭৫-৮০ খ. ৮০-৮৫ গ. ৮৫-৯০ ঘ. ৯০-৯৫

উত্তর : ১.ঘ ২.গ ৩.ঘ ৪.ক ৫.গ ৬.ঘ ৭.ক ৮.ঘ ৯.গ ১০.গ ১১.গ ১২.গ ১৩.ক ১৪.গ ১৫.ঘ ১৬.ঘ ১৭.ক ১৮.ঘ ১৯.ক ২০.খ ২১.খ ২২.গ ২৩.খ ২৪.ক ২৫.ঘ ২৬.গ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম