Logo
Logo
×

টিউটোরিয়াল

উক্তি: অনুপ্রেরণামূলক

Icon

প্রকাশ: ২১ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

* যারা অপেক্ষা তারাই পায়। আর তারাই হারায়, যারা তাড়াহুড়ো করে।

- আব্রাহাম লিঙ্কন

* অনুকরণ করে কোনো মানুষ কখনোই বড়ো হতে পারে না- স্যামুয়েল জনসন

* আমার অভিধানে ‘অসম্ভব’ নামে কোনো শব্দ নেই। - নেপোলিয়ান

* ঈশ্বর আমাদের সাফল্য চান না, তিনি চান- আমরা যেন চেষ্টা করি।

- মাদার তেরেসা

* কয়েক টন ব্যক্তিত্বের চেয়ে এক আউন্স ধৈর্য অনেক দামি।

- মহাত্মা গান্ধী

* অনেক সময় মানুষ ভাবে এক, হয় আর এক। এর জন্যে তার ভাগ্য দায়ী নয়, দায়ী তার কর্ম। - কার্লাইল

* সাফল্য দিয়ে নয়, ব্যর্থতা থেকে আমি কতোবার ঘুরে দাঁড়িয়েছি- তা দিয়ে আমাকে বিচার করো।

- নেলসন মেন্ডেলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম