Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি ২০২৫ : বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

Icon

সহিদুল ইসলাম

প্রকাশ: ২২ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় বন্দর নারায়ণগঞ্জ

বিশ্বসভ্যতা

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১০৯. রোমানদের গুরুত্বপূর্ণ দেব-দেবী ছিল-

i. জুনো ii. নেপচুন iii. মঙ্গল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১০. রোম সাম্রাজ্যের তিন ভাগের শাসনের দায়িত্ব নেন-

i. অক্টোবিয়াস সিজার ii. লেপিডাস iii. মার্ক এন্টনি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. ii. ও iii. ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড় এবং ১১১ ও ১১২নং প্রশ্নের উত্তর দাও:

আনুশা ও ফাইজা বিভিন্ন সভ্যতা নিয়ে আলোচনা করছিল, আনুশা বলল, এমন এক সভ্যতা ছিল যেখানে সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক, ওই সময় মহিলারা বেশ সৌখিন ছিল এবং তারা আংটি, দুল, বিছা, চুড়ি, বালা ইত্যাদি ব্যবহার করত। ফাইজা এ বিষয়ে আরও জানতে চাইলে আনুশা তা ভালো ভাবে বুঝিয়ে দেন।

১১১. আনুশা কোন সভ্যতা নিয়ে আলোচনা করছিল?

ক. গ্রিক সভ্যতা খ. সিন্ধু সভ্যতা

গ. রোমান সভ্যতা ঘ. মিশরীয় সভ্যতা

১১২. উক্ত সভ্যতার গুরুত্বপূর্ণ দিক হলো, এ সময়-

i. সমাজ ধনী ও দরিদ্র দুই শ্রেণিতে বিভক্ত ছিল,

ii. তারা দেব-দেবী মনে করে বৃক্ষ, সাপ, পাথর, পশুপাখির উপাসনা করত,

iii. তারা কৃষি ব্যবস্থা জানত না।

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড় এবং ১১৩ ও ১১৪নং প্রশ্নের উত্তর দাও:

রাহাত টেলিভিশনে প্রত্নতত্ত্ববিদদের বিষয়ে প্রতিবেদন দেখছিল, সে ভাবল, সে যদি ইলিয়ড ও ওডিসি সংগ্রহ করতে পারত- তবে সে ওই যুগের মহাকাব্য বিষয়েও জানতে পারত।

১১৩. উদ্দীপকের বিষয়টি কোন সভ্যতার ইঙ্গিত বহন করে?

ক. রোমান খ. সিন্ধু সভ্যতা

গ. গ্রিক সভ্যতা ঘ. মিশরীয় সভ্যতা

১১৪. উক্ত সভ্যতাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এ সময়-

i. প্রথম গণতন্ত্রের সূচনা হয়,

ii. তারাই প্রথম চন্দ্র ও সূর্য গ্রহণের কারণ নির্ণয় করে,

iii. তারা অলিম্পিকে অংশগ্রহণ করে ক্রীড়ার উন্নয়ন করেন।

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii.

গ. ii ও iii. ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড় এবং ১১৫ ও ১১৬নং প্রশ্নের উত্তর দাও:

ইতিহাসের শিক্ষক জনাব আনোয়ার শ্রেণিকক্ষে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে কলোসিয়াম নাট্যশালার ভিডিও চিত্র দেখিয়ে শিক্ষার্থীদের প্রাচীন স্থাপত্যকলার চমৎকার বর্ণনা দিচ্ছিলেন। এ সময় নিপা এ বিষয়ে প্রশ্ন করলে তিনি ওই যুগের আরও অবদানের কথা সুন্দরভাবে বুঝিয়ে দেন।

১১৫. আনোয়ার সাহেব কোন সভ্যতা নিয়ে কথা বলছিলেন?

ক. সিন্ধু সভ্যতা খ. গ্রিক সভ্যতা

গ. রোমান সভ্যতা ঘ. মিশরীয় সভ্যতা

১১৬. বিশ্বসভ্যতার ইতিহাসে উক্ত সভ্যতার অবদান চিরস্মরণীয়, কারণ-

i. ফৌজদারী ও দেওয়ানী আইনগুলো সুষ্ঠুভাবে একসঙ্গে সাজানো হয়,

ii. বিশাল স্থাপত্য নির্মাণ হয়,

iii. বিজ্ঞানের অনেক উন্নতি হয়।

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii.

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর : ১০৯.ক ১১০.ঘ ১১১.ক ১১২.ঘ ১১৩.খ ১১৪.ঘ ১১৫.খ ১১৬.ক।

প্রাচীন বাংলার জনপদ

১. গুপ্ত যুগ শুরু হয় কখন?

ক. ৩য় শতক হতে খ. ৪র্থ শতক হতে

গ. ৫ম শতক হতে ঘ. ৬ষ্ঠ শতক হতে

২. কোন গ্রন্থে সর্বপ্রথম গৌড়ের নাম উল্লেখ দেখা যায়?

ক. পাণিনির গ্রন্থে খ. অর্থশাস্ত্র গ্রন্থে

গ. বাৎসায়নের গ্রন্থে ঘ. গৌড়ের গ্রন্থে

৩. কার শিলালিপি হতে প্রমাণ হয় গৌড়দেশ সমুদ্র উপকূল হতে বেশি দূরে ছিল না?

ক. গৌড়ের খ. হর্ষবর্ধনের

গ. গোপালের ঘ. নেপালের

৪. ৭ম শতকে শশাংকের রাজধানী ছিল-

ক. বিক্রমপুর খ. সোনার গা গ. কর্ণসুবর্ণ ঘ. পুন্ড্রনগর

৫. বঙ্গকে বলা হয়েছে-

ক. মগধ ও কলিঙ্গ জনপদের প্রতিবেশী

খ. সমতট জনপদের প্রতিবেশী

গ. হরিকেল জনপদের প্রতিবেশী

ঘ. পুন্ড্র জনপদের প্রতিবেশী

উত্তর : ১.খ ২.ক ৩.খ ৪.গ ৫.ক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম