Logo
Logo
×

টিউটোরিয়াল

জানো: দুর্জনের ছলের অভাব হয় না

Icon

প্রকাশ: ২২ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এক গ্রামে এক দুষ্ট বিড়াল ছিল। সে গৃহস্থের বাড়িতে এটা ওটা চুরি করে খেত। একবার বিড়ালটা এক গৃহস্থের বাড়ি থেকে একটা মোরগ ধরে নিয়ে এলো। সে মোরগটাকে মেরে খেতে চাইল। মোরগটি বলল, ‘আমার কোনো দোষ আছে? শুধু শুধু আমাকে কেন মারবে?’ বিড়াল এবার বলল, ‘তুই মারাত্মক একটা আপদ। রাতে ডেকে মানুষকে স্বস্তিতে ঘুমাতে দিস না।’ মোরগটি উত্তরে বলল, ‘আমার ডাকে ঘুম ভাঙলে মানুষ সকাল সকাল তাদের দিনের কাজ শুরু করতে পারে।’ বিড়াল ভাবল কথাটা তো ঠিকই বলেছে। এবার সে বলল, ‘তুই তোর মা-বোনদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করিস।’ মোরগ বলল, ‘এতেই আমার মালিক খুশি হয়, তার সম্পদ বাড়ে বলে।’ বিড়াল এবার বিরক্তি প্রকাশ করে বলল, ‘না, তোর সঙ্গে এত বকবক করার সময় নেই। আমার পেটে অনেক খিদে। তোকে এখন আমি খাব।’

[ঈশপের গল্প থেকে]

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম