Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার্থীদের কৃষিশিক্ষা

Icon

দেওয়ান সামছুর রহমান

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

নারায়ণগঞ্জ

কৃষি ও জলবায়ু

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২৪। আউশ মৌসুমে ব্রি ধান ৫৫-এর জীবনকাল কতদিন?

ক. ১০০ খ. ১১৫ গ. ১৩০ ঘ. ১৪৫

২৫। ধানের কোন জাতটির রোগ ও পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা রয়েছে?

ক. ব্রি ধান ৪৭ খ. ব্রি ধান ৫৩

গ. ব্রি ধান ৫৪ ঘ. ব্রি ধান ৮

২৬। বারি সরিষা ১০ জাতের গাছের জীবনকাল কত দিন?

ক. ৭৫-৮০ খ. ৮০-৮৫ গ. ৮৫-৯০ ঘ. ৯০-৯৫

২৭। জলাবদ্ধতা সহ্য করতে পারে নিচের কোন ফসলটি?

ক. বি আর ২৮ খ. বি আর ৫৭

গ. পাবনাই ঘ. বট কেনাফ

২৮। জলবায়ু উন্নয়নে দীর্ঘমেয়াদি ব্যবস্থা কী?

ক. গাছ রোপণ খ. কলকারখানা বন্ধ

গ. গাড়ি বন্ধ ঘ. গ্রিন হাউস তৈরি

২৯। লবণাক্ততা সহনশীল মাছ কোনটি?

ক. পুঁটি খ. ইলিশ গ. ভেটকি ঘ. কৈ

৩০। উপকূলীয় এলাকার শতকরা প্রায় কত ভাগ জমি বিভিন্ন মাত্রায় প্লাবিত হয়?

ক. ৪০ খ. ৫০ গ. ৬০ ঘ. ৭০

৩১। প্রতি বছর বন্যার কারণে কত ভাগ জমি প্লাবিত হয়?

ক. ২০% খ. ২৫% গ. ৩০% ঘ. ৩৫%

৩২। গ্লাইকোফাইটস জাতীয় উদ্ভিদ কোনটি?

ক. শিম খ. মুলা গ. বেগুন ঘ. মরিচ

৩৩। বাংলাদেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ের পরিমাণ কত?

ক. ৪.৩ মিলিয়ন হেক্টর খ. ৪.৪ মিলিয়ন হেক্টর গ. ৪.৫ মিলিয়ন হেক্টর ঘ. ৪.৭ মিলিয়ন হেক্টর

৩৪। বাংলাদেশে ২০১১-১২ সালের মাছের উৎপাদন প্রায় কত লাখ টন ছিল?

ক. ৩০.৩০ খ. ৩২.৬২ গ. ৩৪.৭৮ ঘ. ৩৪.৮৮

৩৫। পানির ভৌত গুণাগুণ হলো-

i. তাপমাত্রা ii. পানির স্বচ্ছতা iii. অক্সিজেন

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii

৩৬। উদ্ভিদের খাপ খাইয়ে নেওয়ার কৌশল হলো-

i. অভিযোজন ii. প্রতিস্থাপন iii. সংস্থাপন

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii

৩৭। ধানের খরা সহিষ্ণু জাত হচ্ছে-

i. ব্রি ধান ৫৬ ii. ব্রি ধান ৫৭ iii. ব্রি ধান ৫৮

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও ii ঘ. i, ii ও iii

৩৮। মধ্যম লবণাক্ততা সহনশীল ফসলগুলো হলো-

i. মরিচ ii. মটর iii. ভুট্টা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও ii ঘ. i, ii ও iii

৩৯। দেশে বন্যার কারণ হলো-

i. অতিবৃষ্টি ও নদীবাহিত পানি

ii. পাহাড়ি ঢল

iii. জলাশয়ের আধিক্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও ii ঘ. i, ii ও iii

৪০। ফসলের খরা পরিহারকরণ কৌশল হলো-

i. পাতা ঝরানো ii. প্রস্বেদন হার বাড়ানো iii. পাতার ওপর লিপিড জমা করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও ii ঘ. i, ii ও iii

উত্তর : ২৪.ক ২৫.ঘ ২৬.গ ২৭.ঘ ২৮.ক ২৯.গ ৩০.ক

৩১.ক ৩২.ক ৩৩.ঘ ৩৪.খ ৩৫.গ ৩৬.ক ৩৭.ক ৩৮.ঘ ৩৯.ক ৪০.খ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম