এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি
পৌরনীতি ও নাগরিকতা * জীববিজ্ঞান
পৌরনীতি ও নাগরিকতা
দেওয়ান সামছুর রহমান
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
নাগরিক ও নাগরিকতা
[পূর্বে প্রকাশিত অংশের পর]
২১। আইন কাদের জন্য সমান ভাবে প্রযোজ্য?
ক. অসহায়দের জন্য খ. বড়লোকদের জন্য
গ. সবার জন্য ঘ. পুরোহিতদের জন্য
২২। কোন দুটি শব্দ ভিন্ন হলেও এদের পারস্পারিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ?
ক. আইন ও অধিকার খ. অধিকার ও সাম্যতা
গ. ভোগ ও কর্তব্য ঘ. অধিকার ও কর্তব্য
২৩। অধিকার ও কর্তব্য কোনটি থেকে উৎপত্তি লাভ করে?
ক. সমাজ বোধ খ. নাগরিক বোধ
গ. দায়িত্ববোধ ঘ. কর্তব্যবোধ
২৪। অধিকার ভোগ করলে কোনটি করতে হয়?
ক. দায়িত্বে অবহেলা করতে হয়
খ. কর্তব্য পালন করতে হয়
গ. অনুগত থাকতে হয়
ঘ. কর্তব্য এড়িয়ে যেতে হয়
২৫। রাষ্ট্র পরিচালনা করতে সরকারের কোনটির প্রচুর দরকার হয়?
ক. সেনাবাহিনীর খ. জনগণের
গ. অর্থের ঘ. জায়গার
২৬। নাগরিকের কর্তব্যকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. দু’ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
২৭। নাগরিকদের তথ্য জানার অধিকার থাকলেও কোন ধরনের তথ্য প্রকাশ বাধ্যতামূলক নয়?
i. বাংলাদেশের নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি
ii. তদন্তাধীন কোন বিষয় যা প্রকাশে তদন্ত কাজের বিঘ্ন ঘটতে পারে
iii. পরীক্ষার প্রশ্নপত্র বা পরীক্ষায় প্রদত্ত নম্বর সম্পর্কিত আগাম তথ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮। তথ্য প্রদানের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুরোধ প্রাপ্তির তারিখ হতে অনধিক কত কার্যদিবসের মধ্যে তথ্য সরবরাহ করবেন?
ক. ১০ কর্মদিবস খ. ২০ কর্মদিবস
গ. ৩০ কর্মদিবস ঘ. ৪০ কর্মদিবস
অনুচ্ছেদটি পড় এবং ২৯-৩০ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব হাফিজের মানিকগঞ্জে একটি দিয়াশলাই কারখানা আছে। তিনি তার কারখানার আয়ের উপর প্রতি বছর সরকার নির্ধারিত কর পরিশোধ করেন।
২৯। জনাব হাফিজের দায়িত্বটিকে কী বলা যায়?
ক. নৈতিক অধিকার
খ. আইনগত অধিকার
গ. নৈতিক কর্তব্য
ঘ. আইনগত কর্তব্য
৩০। জনাব হাফিজের উক্ত দায়িত্বটির সঙ্গে নিচের কোনটি অধিক সম্পর্কযুক্ত?
ক. রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি
খ. রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা
গ. নাগরিকের সামাজিক অধিকার রক্ষা
ঘ. নাগরিকের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা
৩১। একজন সুনাগরিকের অন্যতম বৈশিষ্ট্য হলো-
ক. সুদর্শন হওয়া খ. সম্পদশালী হওয়া
গ. বিবেকবান হওয়া ঘ. উচ্চ বংশীয় হওয়া
৩২। কিসের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হয়?
ক. ব্যক্তির খ. রাষ্ট্রের
গ. সমাজের ঘ. পরিবারের
৩৩। রাজনৈতিক অধিকার বলতে বোঝায়-
ক. স্বাধীনভাবে চলাফেরা খ. পরিবার গঠন করা
গ. ধর্মচর্চা করা ঘ. ভোটাধিকার
৩৪। আইনগত অধিকার হলো-
i. সামাজিক অধিকার
ii. রাজনৈতিক অধিকার
iii. অর্থনৈতিক অধিকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫। জীবন ধারণ, জীবনকে উন্নত করার অধিকারকে কী ধরনের অধিকার বলে?
ক. সামাজিক অধিকার খ. অর্থনৈতিক অধিকার
গ. রাজনৈতিক অধিকার ঘ. ধর্মীয় অধিকার
উত্তর : ২১.গ ২২.ঘ ২৩.ক ২৪.খ ২৫.গ ২৬.ক ২৭.ঘ ২৮.খ ২৯.ঘ ৩০.ক ৩১.গ ৩২.খ ৩৩.ঘ ৩৪.ঘ ৩৫.খ।
জীববিজ্ঞান
মো. বদরুল ইসলাম
সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
খাদ্য, পুষ্টি এবং পরিপাক
০১। ম্যাক্রো উপাদান কয়টি? উত্তর : ৯টি
০২। উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদানের সংখ্যা কত?
উত্তর : ১০টি
০৩। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কাকে বলে?
উত্তর : উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয় তাকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলে।
০৪। কয়টি অত্যাবশ্যকীয় মৌল উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে? উত্তর : ২টি
০৫। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজনীয় উপাদান কয়টি? উত্তর : ১৬টি
০৬। কয়টি অজৈব উপাদান উদ্ভিদের জন্য বেশি প্রয়োজন?
উত্তর : ১০টি
০৭। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার ক্ষেত্রে কার ভূমিকা রয়েছে? উত্তর : পটাশিয়াম
০৮। খাদ্য প্রস্তুতে বাধাপ্রাপ্ত হলে কোন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে?
উত্তর : শ্বসন
০৯। সুগারবিট এর মূল ও কাণ্ডের বৃদ্ধির জন্য কোন উপাদান প্রয়োজন? উত্তর : ক্লোরিন
১০। কোন উপাদানের অভাবে উদ্ভিদের বৃদ্ধি কম হয় এবং শীর্ষ ও পার্শ্বমুকুল মরে যায়? উত্তর : পটাসিয়াম
১১। রুটি তৈরির সময় কীসের চাপে রুটি ফাপা হয়?
উত্তর : কার্বন-ডাই-অক্সাইডের
১২। প্রাণীদেহে শক্তি পরিমাপের একক কী?
উত্তর : ক্যালরি
১৩। সাইটোক্রোমের সাংগঠনিক উপাদানের নাম কী?
উত্তর : আয়রন
১৪। কোন উপাদানের অভাবে উদ্ভিদের পাতা, ফুল ও ফল ঝরে যায়? উত্তর : ফসফরাস
১৫। কোন উপাদানের অভাবে ডাইব্যাক রোগ হয়?
উত্তর : সালফার
১৬। পাতার শীর্ষ ও কিনারা হলুদ হওয়ার কারণ কী?
উত্তর : পটাসিয়ামের অভাব
১৭। কোন উপাদানের অভাবে ফুলের কুঁড়ির জন্ম হয়?
উত্তর : বোরন
১৮। অতিরিক্ত কোন হরমোন নিঃসরণের ফলে টক্সিক গলগণ্ড রোগ হয়? উত্তর : থাইরক্সিন
১৯। কোন উপাদান ক্লোরোসিস রোগের জন্য দায়ী?
উত্তর : নাইট্রোজেন
২০। পাতার মৃত অঞ্চল সৃষ্টির জন্য দায়ী কোন উপাদান?
উত্তর : ফসফরাস
২১। ফুল ফোটার সময় উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যায় কোন উপাদানের অভাবে?
উত্তর : ক্যালসিয়াম
২২। কোন উপাদানের অভাবে উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার কমে যায়? উত্তর : ম্যাগনেসিয়াম
২৩। কোন উপাদানের অভাবে উদ্ভিদের পাতা বেগুনি রং ধারণ করে? উত্তর : ফসফরাস
২৪। কোন উপাদানের অভাবে কাণ্ড খসখসে হয়ে ফেটে যায়? উত্তর : বোরন
২৫। কোন উপাদানের অভাবে পাতার সবুজ রং হালকা হয়ে যায়? উত্তর : ম্যাগনেসিয়াম
২৬। DNA, RNA, ATP প্রভৃতির গাঠনিক উপাদানের নাম কী? উত্তর : ফসফরাস
২৭। মিশ্র আমিষে কত প্রকার অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড পাওয়া যায়? উত্তর : ৮ প্রকার
২৮। উৎস অনুযায়ী আমিষ কত প্রকার?
উত্তর : ২ প্রকার
২৯। আমিষে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে?
উত্তর : ১৬%
৩০। আমাদের খাদ্য তালিকায় কমপক্ষে কত ভাগ প্রাণিজ আমিষ থাকা দরকার? উত্তর : ২০ ভাগ
৩১। গঠন পদ্ধতি অনুসারে শর্করা কত প্রকার?
উত্তর : ৩ প্রকার
৩২। দ্বি-শর্করা কাকে বলে?
উত্তর : দুই অণুবিশিষ্ট শর্করাকে দ্বি-শর্করা বলে।
৩৩। দ্বি-শর্করার উৎস কী?
উত্তর : চিনি ও দুধ
৩৪। কোন খাদ্যে বহু অণুবিশিষ্ট গ্লুকোজ রয়েছে?
উত্তর : আলু
৩৫। সবুজ উদ্ভিদ কোন জাতীয় খাদ্য প্রস্তুত করে?
উত্তর : শর্করা
৩৬। সুক্রোজ ও ল্যাকটোজ কোন ধরনের শর্করা?
উত্তর : দ্বি-শর্করা
