Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার্থীদের ভূগোল ও পরিবেশ

Icon

দেওয়ান সামছুর রহমান

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

নারায়ণগঞ্জ

মহাবিশ্ব ও আমাদের পৃথিবী

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৮১। মহাবিষুব বলা হয় কোনটিকে?

ক. শারদ বিষুবকে খ. মকর ক্রান্তিকে গ. বসন্ত বিষুবকে ঘ. কর্কটক্রান্তিকে

৮২। পুরো প্রথিবীকে কয়টি গোলার্ধে ভাগ করা হয়েছে?

ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি

৮৩। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোথায়?

ক. ১৮০˚ দ্রাঘিমা রেখায় খ. সুমেরুবৃত্তে ঘ. দক্ষিণ গোলার্ধে ঘ. উত্তর গোলার্ধে

৮৪। সূর্যকে প্রদক্ষিণের সময় পৃথিবী আপন মেরুরেখাকে কক্ষপথের সঙ্গে কত ডিগ্রি কোনে হেলিয়ে রাখে?

ক. ২৩.৫˚ খ. ৪৫˚ গ. ৬৬.৫˚ ঘ. ৯০˚

৮৫। বাংলাদেশের সঙ্গে প্রিনিচ মান সময়ের পার্থক্য কত?

ক. ৪ ঘণ্টা খ. ৬ ঘণ্টা গ. ৮ ঘণ্টা ঘ. ১২ ঘণ্টা

৮৬। কোনটি কুমেরু বৃত্ত?

ক. ৬৬.৫˚ দক্ষিণ অক্ষরেখা

খ. ২৩.৫˚ দক্ষিণ অক্ষরেখা

গ. ৬৬.৫˚ উত্তর অক্ষরেখা

ঘ. ২৩.৫˚ উত্তর অক্ষরেখা

৮৭। পৃথিবী তার নিজ মেরুদণ্ডের ওপর অবর্তন করতে সময় নেয়

ক. ২৪ ঘণ্টা খ. ২৩ ঘণ্টা

গ. ২৩ ঘণ্টা ৫৬ মি. ৪ সে. ঘ. ২৩ ঘণ্টা ৪ মি. ৫৬ সে

৮৮। ‘পৃথিবীর উত্তর দক্ষিণ চাপা, মাঝখানে সামান্য স্ফীত’ পৃথিবীর আবর্তনের ফলেই এমন আকৃতি- কার মত এটি?

ক. নিউটন খ. প্লুটো গ. গ্যালিলিও ঘ. ফুকো

৮৯। উত্তর গোলার্ধে যখন বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে তখন কোন কাল?

ক. শীতকাল খ. বসন্ত কাল

গ. গ্রীষ্মকাল ঘ. শরৎকাল

৯০। পৃথিবীর আবর্তন পথ কী ধরনের?

ক. অধিবৃত্তাকার খ. উপবৃত্তাকার গ. বৃত্তাকার ঘ. সমতল

৯১। অধিবর্ষের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কত দিনে গণনা করা হয়?

ক. ২৮ দিনে খ. ২৯ দিনে

গ. ৩০ দিনে ঘ. ৩১ দিনে

৯২। পৃথিবী ও নক্ষত্রদের মধ্যে এবং নক্ষত্রদের পরস্পরের দূরত্ব কোন এককে মাপা হয়?

ক. কিঃমিঃ খ. মাইল

গ. মাইক্রোমিটার ঘ. আলোকবর্ষ

৯৩। নিচের কোনটি একটি উপগ্রহ?

ক. পৃথিবী খ. মঙ্গল গ. চাঁদ ঘ. বুধ

৯৪। ১৮০˚ দ্রাঘিমা রেখা পৃথিবীর পশ্চিম বা পূর্ব গোলার্ধের তারিখ বিভাজিকার কাজ করলে তাকে কী বলে?

ক. বিষুব রেখা খ. আন্তর্জাতিক তারিখ রেখা গ. মূল মধ্যরেখা ঘ. দ্রাঘিমা রেখা

৯৫। বিষুব রেখার মান কত?

ক. ০˚ খ. ২৩.৫˚ গ. ৬৬.৫˚ ঘ. ৯০˚

৯৬। ধূমকেতু হলো-

i. এক প্রকার জ্যোতিষ্ক ii. দেখতে গোলাকৃত iii. একটি মাথা ও একটি লেজ আছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৯৭। ভবিষ্যতে কবে হ্যালির ধূমকেতু দখা যাবার সম্ভাবনা রয়েছে?

ক. ২০২১ সালে খ. ২০৫০ সালে গ. ২০৬২ সালে ঘ. ২০৮৬ সালে

৯৮। প্রতি সেকেন্ডে তিন লাখ কিলোমিটার বেগে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে কী বলে?

ক. একবর্ষ খ. মহাবর্ষ

গ. বর্ষপঞ্জী ঘ. এক আলোক বর্ষ

৯৯। ০˚ দ্রাঘিমার ঠিক উল্টো দিকে-

i. ১৮০˚ পূর্ব দ্রাঘিমা রেখা ii. বিষুবরেখা iii. ১৮০˚ পশ্চিম দ্রাঘিমা রেখা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

১০০। আন্তর্জাতিক তারিখ রেখা ফিজি ও চ্যাথাম দ্বীপপুঞ্জে কী পরিমাণ বেঁকে গিয়েছে?

ক. ১১˚ পূর্ব খ. ১১˚ পশ্চিম গ. ১২˚ পূর্ব ঘ. ১২˚ পশ্চিম

উত্তর : ৮১.গ ৮২.ক ৮৩.ঘ ৮৪.গ ৮৫.খ ৮৬.ক ৮৭.গ ৮৮.ক ৮৯.ঘ ৯০.খ ৯১.খ ৯২.ঘ ৯৩.গ ৯৪.খ ৯৫.ক ৯৬.গ ৯৭.গ ৯৮.ঘ ৯৯.গ ১০০.ক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম