|
ফলো করুন |
|
|---|---|
* আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না।
* নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়।
* অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মতো বিড়ম্বনা আর হয় না।
* সংসারে সাধু-অসাধুর মধ্যে প্রভেদ এই যে, সাধুরা কপট আর অসাধুরা অকপট।
* সময়ের সমুদ্রে আছি, কিন্তু একমুহূর্ত সময় নেই।
* নিজের গুণহীনতার বিষয়ে অনভিজ্ঞ এমন নির্গুণ শতকরা নিরানব্বই জন, কিন্তু নিজের গুণ একেবারে জানে না এমন গুণী কোথায়?
