Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার্থীদের জীববিজ্ঞান

Icon

মো. মাসুদ খান

প্রকাশ: ২৬ আগস্ট ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

জীবনীশক্তি

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৪০। কোন ধরনের উদ্ভিদের সালোকসংশ্লেষণে প্রথম স্থায়ী পদার্থ অক্সালিক এসিড?

উত্তর : C4 উদ্ভিদের

৪১। ব্ল্যাকম্যান কোন ধরনের বিজ্ঞানী ছিলেন?

উত্তর : শরীরতত্ত্ববিদ

৪২। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কয় প্রকার?

উত্তর : ২ প্রকার

৪৩। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কী?

উত্তর : পাতার মেসোফিল টিস্যু

৪৪। ভুট্টা, আখ, মুথা ঘাস, অ্যামারন্থাস ইত্যাদি কোন ধরনের উদ্ভিদ? উত্তর : C4 উদ্ভিদ

৪৫। সূর্যালোক ও ক্লোরোফিলের সাহায্যে পানির বিয়োজনকে কী বলা হয়?

উত্তর : ফটোলাইসিস

৪৬। সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন কে?

উত্তর : ব্ল্যাকম্যান

৪৭। ব্ল্যাকম্যান কত সালে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন?

উত্তর : ১৯০৫ সালে

৪৮। ক্যালভিন চক্রে অস্থায়ী কী তৈরি হয়?

উত্তর : কিটো এসিড

৪৯। ক্লোরোফিল আলোক রশ্মি থেকে কী শোষণ করে?

উত্তর : ফোটন

৫০। পাইরুভিক এসিড অসম্পূর্ণরূপে জারিত হয়ে কী উৎপন্ন করে?

উত্তর : ল্যাকটিক এসিড

৫১। সালোকসংশ্লেষণের উপজাত দ্রব্যের নাম লিখ।

উত্তর : অক্সিজেন ও পানি

৫২। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থটি কত কার্বনবিশিষ্ট?

উত্তর : ৩

৫৩। সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়ে কী উৎপন্ন হয়?

উত্তর : কার্বোহাইড্রেট

৫৪। সালোকসংশ্লেষণের আলোকনির্ভর পর্যায়ে কী উৎপন্ন হয়? উত্তর : ATP

৫৫। কোন আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয়?

উত্তর : লাল

৫৬। হ্যাচ ও স্ম্যাক চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কী?

উত্তর : অক্সালো এসিটিক এসিড

৫৭। কত সালে হ্যাচ ও স্ম্যাক চক্র আবিষ্কৃত হয়?

উত্তর : ১৯৬৬ সালে

৫৮। ATP এবং NADPH + H+ কে কী বলা হয়?

উত্তর : আত্তীকরণ শক্তি

৫৯। সালোকসংশ্লেষণের হার কীসের উপর নির্ভর করে?

উত্তর : উদ্ভিদের পাতার বয়স ও সংখ্যার উপর

৬০। কোন ধরনের উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার বেশি?

উত্তর : C4 উদ্ভিদের

৬১। C3 গতিপথ বলতে কোন চক্র বুঝায়?

উত্তর : ক্যালভিন চক্র

৬২। C3 গতিপথ আবিষ্কারকের নাম কী?

উত্তর : ক্যালভিন বেনসন

৬৩। ক্যালভিন তার আবিস্কারের জন্য কত সালে নোবেল পুরস্কার পান?

উত্তর : ১৯৬১ সালে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম