জেএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা
বাংলা * বিজ্ঞান
ব্যাকরণ
উজ্জ্বল কুমার সাহা
প্রকাশ: ২৭ আগস্ট ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা
অভিধান
৬৩১. ‘লোক দিয়ে কাজ করালে নজর রাখতে হয়’- বাক্যে ‘লোক’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. মানুষ খ. জনসাধারণ
√গ. মজুর ঘ. জনতা
৬৩২. ‘দায়িত্বহীনতার জন্য তার কাজটি গেছে’- এ বাক্যে ‘কাজ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. টাকাকড়ি খ. সুফল
গ. চাকরি দেয়া √ঘ. চাকরি
৬৩৩. ‘কাপড়টির রং একেবারেই কাঁচা’- এ বাক্যে ‘কাঁচা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অপটু খ. অসিদ্ধ
√গ. অস্থায়ী ঘ. অপক্ব
৬৩৪. ‘পুলিশের ভয়ে সন্ত্রাসীরা গা ঢাকা দিয়েছে’- এ বাক্যে ‘গা ঢাকা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. দেশছাড়া খ. এলাকাছাড়া
গ. ভয়বোধ করা √ঘ. পলায়ন করা
৬৩৫. ‘অল্প আয়ে চলা খুব কঠিন’- এ বাক্যে ‘চলা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অতিবাহিত হওয়া খ. খরচ চালানো
√গ. জীবন নির্বাহ করা ঘ. মান বাঁচানো
৬৩৬. ‘ছেলেটির ওপর চোখ রেখ’- এ বাক্যে ‘চোখ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. চক্ষুশূল খ. সতর্ক হওয়া
√গ. দৃষ্টি রাখা ঘ. দৃষ্টি তুলে নেয়া
৬৩৭. ‘এতদিনে তার রাগ পড়েছে’- এ বাক্যে ‘পড়া’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. ক্ষমা খ. নীরব
গ. ভালো হওয়া √ঘ. কমে আসা
৬৩৮. ‘তিনি একজন পাকা লোক’- এ বাক্যে ‘পাকা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. ঝানু √খ. অভিজ্ঞ
গ. পক্ব ঘ. স্থায়ী
৬৩৯. ‘বুদ্ধিজীবীরা দেশের মাথা’- এ বাক্যে ‘মাথা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. মেধা খ. জ্ঞান
গ. অভিজ্ঞ √ঘ. শ্রেষ্ঠ
৬৪০. ‘গ্রামের লোকের ওপর তার হাত আছে’- এ বাক্যে ‘হাত’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. নজর খ. কুপ্রভাব
√গ. প্রভাব ঘ. অধিকার
৬৪১. কোনটি ‘পাহাড়’ শব্দের সমার্থক শব্দ নয়?
ক. পর্বত খ. শৈল
গ. গিরি √ঘ. ধরণী
৬৪২. ‘সুন্দর’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. জিৎ √খ. কুৎসিত
গ. কদাকার ঘ. কোনোটি নয়
৬৪৩. একই অর্থবহ ভিন্ন ভিন্ন শব্দই হচ্ছে-
ক. বচন খ. পদাশ্রিত নির্দেশক √গ. প্রতিশব্দ ঘ. বাগ্ধারা
৬৪৪. তনু, বপু, কলেবর শব্দ তিনটির একটি মূল সমার্থবোধক শব্দ কোনটি?
ক. বারিধি খ. কুঞ্জর
গ. নন্দন √ঘ. শরীর
৬৪৫. প্রতিশব্দের আরেক নাম কী?
ক. বিপরীত শব্দ খ. বাক্য সংকোচন
গ. বাগ্ধারা √ঘ. সমার্থক শব্দ
৬৪৬. সমান বা একই অর্থ বহন করে এমন শব্দকে কী বলে?
√ক. সমার্থক শব্দ খ. সমশব্দ
গ. বাগর্থ ঘ. সমোচ্চারিত শব্দ

