এইচএসসি ২০২৫ : উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন
মেহেদী হাসান
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রভাষক, গণউদ্যোগ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ লাকসাম, কুমিল্লা
উৎপাদন ব্যবস্থাপনা
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৪১. সরকারি ডাক সেবা দানকারী প্রতিষ্ঠান কোনটি?
ক. সুন্দরবন কুরিয়ার সার্ভিস খ. কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস
গ. বাংলাদেশ ডাক বিভাগ ঘ. এসএ পরিবহন বিভাগ
৪২. ব্যাংকিং সেবা খাতের আধুনিক সেবা হলো-
i. ইন্টারনেট ব্যাংকিং ii. ফাস্টট্র্যাক iii. মোবাইল ব্যাংকিং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩. মোটেল কী ধরনের সেবা খাত?
ক. বিনোদন খাত খ. আমদানি-রপ্তানি খাত
গ. পর্যটন খাত ঘ. অন্যান্য খাত
উদ্দীপকটি পড়ে ৪৪ ও ৪৫ নং প্রশ্নের উত্তর দাও:
মিস জেসিকা হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড টুরিজমের উপর পড়াশোনা শেষ করে তার এলাকার একটি দর্শনীয় স্থানের পাশে ‘কাশবন’ নামে একটি আধুনিক ও উন্নত মানের রিসোর্ট চালু করেন। দর্শনার্থীরা এ ধরনের উন্নত মানের রিসোর্টে সময় কাটাতে পেরে আনন্দিত।
৪৪. উদ্দীপকে ‘কাশবন’ রিসোর্টটি কোন সেবা খাতের মধ্যে পড়ে?
ক. পর্যটন সেবাখাত খ. বিনোদন সেবাখাত
গ. সমাজসেবা খাত ঘ. অন্যান্য সেবাখাত
৪৫. উদ্দীপকে ‘কাশবন’ রিসোর্টটি যেভাবে দেশের অর্থনীতিতে অবদান রাখছে-
i. রাজস্ব আয় বৃদ্ধি করে ii. দর্শনার্থীদের সন্তুষ্ট করে
iii. কর্মসংস্থান সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৬. প্রতিষ্ঠানের ইতিবাচক অগ্রগতির প্রমাণ দেয় কোনটি?
ক. উৎপাদন খ. উৎপাদনশীলতা
গ. ব্যবস্থাপনা ঘ. ক্রেতাকেন্দ্রিকতা
৪৭. উৎপাদনশীলতার চ্যালেঞ্জ নয় কোনটি?
ক. অদক্ষ কর্মী খ. নিম্ন মনোবল
গ. উন্নত কাঁচামাল ঘ. অপর্যাপ্ত মূলধন
৪৮. মানসম্পন্ন পণ্য উৎপাদনের ফলে-
i. ক্রেতা সন্তুষ্টি বৃদ্ধি পায় ii. বিক্রয় বৃদ্ধি পায়
iii. প্রতিযোগিতা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০ নং প্রশ্নের উত্তর দাও:
‘ফাইভ স্টার সিমেন্ট কোম্পানি’ মানুষের চাহিদার কথা চিন্তা করে সবার ক্রয় ক্ষমতার আওতায় সিমেন্ট তৈরি করে। এ ছাড়াও প্রতিষ্ঠানটি সরকারি ও বেসরকারি বড় বড় নির্মাণ প্রকল্পের চাহিদার আলোকে তাদের সিমেন্টের মান পরিবর্তন করে থাকে।
৪৯. ‘ফাইভ স্টার সিমেন্ট কোম্পানি’ বড় বড় প্রকল্পের চাহিদার আলোকে সিমেন্ট উৎপাদন করাকে কী বলে?
ক. ক্রেতা ভ্যালু খ. ক্রেতা সন্তুষ্টি
গ. কাস্টমাইজেশন খ. স্ট্যান্ডার্ডাইজেশন
৫০. ‘ফাইভ স্টার সিমেন্ট কোম্পানি’ চাহিদার আলোকে তাদের সিমেন্টের মান পরিবর্তন করার ফলে-
i. ক্রেতার আনুগত্য বাড়ে ii. প্রতিযোগিতা বাড়ে
iii. বিক্রয় বাড়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৫১ ও ৫২ নং প্রশ্নের উত্তর দাও:
মি. আকাশ আরএক্স ফার্মার একজন উৎপাদন ব্যবস্থাপক। উৎপাদন প্রণালী নিয়ন্ত্রণ ও গতিশীলতা আনতে তিনি CPM ও PERT পদ্ধতি প্রয়োগ করেছেন। এতে তার প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন হয়েছে।
৫১. মি. আকাশের ব্যবহৃত পদ্ধতিটির পূর্ণরূপ কোনটি?
ক. Critical Program Method
খ. Critical Path Method
গ. Critical Policy Method
ঘ. Criteria Path Method
৫২. CPM ও PERT পদ্ধতিগুলো প্রয়োগের ফলে উৎপাদনের ক্ষেত্রে-
i. সমস্যা নির্ণয় করা যায় ii. দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়
iii. গতিশীলতা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৩. উৎপাদন লজিস্টিকস বহির্ভূত কোনটি?
ক. কাঁচামাল খ. পদ্ধতি গ. কর্মী ঘ. পরিকল্পনা
৫৪. ABC পদ্ধতিটি কোথায় ব্যবহৃত হয়?
ক. উৎপাদন নিয়ন্ত্রণে খ. মান নিয়ন্ত্রণে
গ. মজুদ মাল নিয়ন্ত্রণে ঘ. পণ্য উন্নয়নে
৫৫. কার্য গবেষণার অন্তর্ভুক্ত হলো-
i. ন্যূনতম ব্যয় ii. মজুদ মাল নিয়ন্ত্রণ iii. প্রক্রিয়া অনুসন্ধান
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii
উত্তর : ৪১গ ৪২ঘ ৪৩গ ৪৪ক ৪৫খ ৪৬খ ৪৭গ ৪৮ক ৪৯গ ৫০খ ৫১খ ৫২ঘ ৫৩ঘ ৫৪গ ৫৫খ।
