এইচএসসি ২০২৫ : পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র
সাধন সরকার
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয় মুন্সীগঞ্জ
নৈর্ব্যক্তিক প্রস্তুতি
১। নিচের কোনটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান?
ক. ইতিহাস খ. অর্থনীতি গ. সমাজবিজ্ঞান ঘ. পৌরনীতি
২। সভ্যতার বিকাশে আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান কোনটি?
ক. পরিবার খ. রাষ্ট্র গ. সমাজ ঘ. বিদ্যালয়
৩। সুশাসনের প্রধান চাবিকাঠি কোনটি?
ক. দায়বদ্ধতা খ. সততা গ. সাম্য ঘ. জবাবদিহিতা
৪। পৌরনীতির পরিধি ও বিষয়বস্তুর অন্তর্ভুক্ত হলো-
i. সামাজিক বিষয় ii. রাজনৈতিক বিষয়
iii. নাগরিকের অধিকার ও কর্তব্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। নিচের কোনটি সমাজ ও রাষ্ট্রের ভিত্তি?
ক. স্বাধীনতা খ. সাম্য গ. মূল্যবোধ ঘ. চাহিদা
৬। পরিবারকে কী ধরনের সংগঠন বলা হয়?
ক. রাজনৈতিক খ. সামাজিক গ. অর্থনৈতিক গ. সাংস্কৃতিক
নিচের উদ্দীপকটি পড় এবং ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
কবির সবাইকে ‘আপনি’ বলে সম্বোধন করেন। একদিন এক বৃদ্ধা রাস্তা পার হতে পারছিল না বলে তিনি বৃদ্ধাকে রাস্তা পার হতে সহযোগিতা করেন।
৭। কবিরের আচরণে কোন ধরনের মূল্যবোধ ফুটে উঠেছে?
ক. কৃতজ্ঞতাবোধ খ. পরমতসহিষ্ণুতা
গ. আত্মসংযম ঘ. সৌজন্যবোধ
৮। কবির সাহেবের আচরণ দৃঢ় করে-
i. নৈতিক মূল্যবোধ ii. ধর্মীয় মূল্যবোধ iii. সামাজিক মূল্যবোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। আইনগত অধিকার কত ধরনের?
ক. পাঁচ খ. ছয় গ. সাত ঘ. আট
১০। মানবাধিকারের সৃষ্টি কোথা থেকে?
ক. যুদ্ধ থেকে খ. প্রেম-ভালোবাসা থেকে
গ. মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকে
ঘ. মায়া-মমতা থেকে
১১। মানবাধিকারের মুখপত্র কোনটি?
ক. জাতিসংঘ খ. সার্ক গ. আসিয়ান ঘ. ইউনেস্কো
১২। মৌলিক অধিকার সংবিধানে সন্নিবেশিত আছে-
i. ভারতে ii. আমেরিকায় iii. ব্রিটেনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। গণতন্ত্রের প্রাণ কোনটি?
ক. গণমাধ্যম খ. আমলাতন্ত্র
গ. রাজনৈতিক দল ঘ. চাপসৃষ্টিকারী গোষ্ঠী
১৪। নেতৃত্ব ব্যক্তির কোন ধরনের গুণ?
ক. সামাজিক খ. রাজনৈতিক গ. মানবীয় ঘ. ধর্মীয়
১৫। নেতৃত্ব কত প্রকার?
ক. ২ খ. ৪ গ. ৯ ঘ. ১১
নিচের উদ্দীপকটি পড় এবং ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
জনি এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে চিন্তিত। সমস্যা নিরসনে তিনি এলাকার বিভিন্ন মানুষদের সংগঠিত করেন। তার ডাকে জনসাধারণ সাড়া দেয়। তার নির্দেশনা সবাই মেনে চলে।
১৬। জনির মধ্যে কোন ধরনের নেতৃত্বের বিকাশ ঘটেছে?
ক. রাজনৈতিক খ. সম্মোহনী গ. সামাজিক ঘ. প্রশাসনিক
১৭। প্রথম কোন দেশে গণতন্ত্রের সূত্রপাত ঘটে?
ক. চীনে খ. আমেরিকা গ. রাশিয়া ঘ. গ্রিস
১৮। গণতন্ত্র হচ্ছে-
i. জনগণের শাসন ii. জনগণের জন্য iii. জনগণের দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। বাংলাদেশের আইনসভা কত কক্ষবিশিষ্ট?
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার
২০। সংবিধানের অভিভাবক কে?
ক. শাসন বিভাগ খ. আইন বিভাগ
গ. বিচার বিভাগ ঘ. সেনাবাহিনী
২১। জাতীয় রাষ্ট্রের প্রবক্তা কে?
ক. ম্যাকাইভার খ. এরিস্টটল
গ. জন লক ঘ. ম্যাকিয়াভেলি
২২। জাতীয়তার উপাদান কয়টি?
ক. ৩ খ. ৫ গ. ৭ ঘ. ৯
২৩। বাংলাদেশে জাতীয়তাবাদের উপাদান-
i. ভাষাগত ঐক্য ii. ধর্মগত ঐক্য iii. ভৌগোলিক ঐক্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪। জাতীয়তার ভিত্তিতে সৃষ্ট রাষ্ট্রের নাম কী?
ক. শক্তিশালী রাষ্ট্র খ. জাতি রাষ্ট্র
গ. জাতীয়তাবাদী রাষ্ট্র ঘ. বংশগত রাষ্ট্র
২৫। জাতীয়তার ধারণা সাধারণত কীরূপ?
ক. মানসিক খ. অবাস্তব গ. বাস্তব ঘ. বাহ্যিক
উত্তর : ১.ঘ ২.ক ৩.ঘ ৪.ঘ ৫.গ ৬.খ ৭.ঘ ৮.ক ৯.খ ১০.গ ১১.ক ১২.খ ১৩.গ ১৪.ক ১৫.খ ১৬.খ ১৭.ঘ ১৮.ঘ ১৯.ক ২০.গ ২১.ঘ ২২.গ ২৩.ঘ ২৪.খ ২৫.ক।
