৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (২৭)
বাংলাভাষা ও সাহিত্য
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
১. ‘নোলক’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. সোনালী কাবিন খ. রূপসী বাংলা
গ. লোক-লোকান্তর ঘ. নক্সী কাঁথার মাঠ
২. ‘হাকন্দপুরাণ’ কাব্যগ্রন্থটি কার লেখা?
ক. ময়ূরভট্ট খ. বিজয়গুপ্ত
গ. রামপ্রসাদ ঘ. ঘনরাম চক্রবর্তী
৩. ‘ক্ষ্ম’এর বিশ্লিষ্ট রূপ কোনটি?
ক. ক + ষ + ণ খ. ক + ষ + ম
গ. ক + ক্ষ + ম ঘ. ক + ক্ষ + ণ
৪. ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের পটভূমি কী?
ক. ভাষা আন্দোলন খ. মুক্তিযুদ্ধ
গ. পানিপথের যুদ্ধ ঘ. পলাশীর যুদ্ধ
৫. ‘আমড়াগাছি করা’ বলতে কী বোঝায়?
ক. টালবাহানা করা খ. ছটফট করা
গ. বিশৃঙ্খলা করা ঘ. তোষামোদ করা
৬. বাংলা গীতিকবিতার প্রাচীনতম নিদর্শন কোনটি?
ক. চর্যাপদ খ. শ্রীকৃষ্ণকীর্তন
গ. মঙ্গলকাব্য ঘ. শূন্যপুরাণ
৭. ‘আমার এমন কিছু নেই যা তোমাকে দিতে পারি’- এটি কোন শ্রেণির বাক্য?
ক. সরল খ. জটিল
গ. যৌগিক ঘ. অনুজ্ঞাসূচক
৮. কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. দোলন-চাঁপা খ. বিষের বাঁশি
গ. সাম্যবাদী ঘ. অগ্নিবীণা
৯. কোন বাক্যে অর্থগত অপপ্রয়োগ লক্ষণীয়?
ক. তোমার কথার পরিপ্রেক্ষিতে এ কথা আমি বলেছি
খ. উল্লেখ করা প্রত্যেকটি শব্দই তৎসম
গ. আমার স্ত্রী গভীর নিদ্রায় শায়িত
ঘ. হত্যা মামলার আসামি রায়ের জন্য অপেক্ষা করছে
১০. মধ্যযুগের কবি নন কে?
ক. চন্দ্রাবতী খ. আবদুল হাকিম
গ. ভবানীপ্রসাদ ঘ. প্রমথনাথ বিশী
১১. ‘জাফরানী রং পায়রা’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. জহির রায়হান খ. শওকত ওসমান
গ. সুফিয়া কামাল ঘ. আহসান হাবীব
১২. ‘বন্দনা’ এর বিপরীত শব্দ কোনটি?
ক. প্রবঞ্চনা খ. যাতনা
গ. গঞ্জনা ঘ. বেদনা
১৩. ‘কিত্তনখোলা’ নাটকটি কার লেখা?
ক. মুনীর চৌধুরী খ. মমতাজউদ্দীন আহমদ
গ. সৈয়দ শামসুল হক ঘ. সেলিম আল দীন
১৪. ‘খনার বচন’ কী সংক্রান্ত?
ক. কৃষি খ. ব্যবসা
গ. শিল্প ঘ. রাজনীতি
১৫. কাজী নজরুল ইসলাম রচিত ‘রাজবন্দীর জবানবন্দী’ একটি-
ক. নাটক খ. প্রবন্ধগ্রন্থ
গ. গল্প ঘ. উপন্যাস
১৬. ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।’- কে বলেছেন?
ক. সঞ্জীব চট্টোপাধ্যায় খ. বঙ্কিম চট্টোপাধ্যায়
গ. শাহ মুহম্মদ সগীর ঘ. আলাওল
১৭. ‘কালকূট’ কোন লেখকের ছদ্মনাম?
ক. বলাইচাঁদ মুখোপাধ্যায়
খ. সমরেশ বসু
গ. প্রমথ চৌধুরী ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
১৮. ‘নক্সী কাঁথার মাঠ’ বইয়ের লেখক কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. কবি গোলাম মোস্তফা
গ. কবি জসীমউদ্দীন
ঘ. মীর মশাররফ হোসেন
১৯. ‘জাহান্নাম হইতে বিদায়’ শওকত ওসমান রচিত একটি-
ক. ছোটগল্প খ. উপন্যাস
গ. নাটক ঘ. প্রবন্ধ
২০. শহিদ বুদ্ধিজীবী সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার পেশায় কী ছিলেন?
ক. সাংবাদিক খ. আমলা
গ. রাজনীতিবিদ ঘ. প্রকৌশলী
উত্তর : ১ক ২ক ৩খ ৪গ ৫ক ৬খ ৭খ ৮ঘ ৯গ ১০ঘ ১১ঘ ১২গ ১৩ঘ ১৪ক ১৫খ ১৬ক ১৭খ ১৮গ ১৯খ ২০ক।
গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
