Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার্থীদের পৌরনীতি ও নাগরিকতা

Icon

দেওয়ান সামছুর রহমান

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

সংবিধান

সৃজনশীল নৈর্ব্যক্তিক

১। রাষ্ট্র পরিচালনার জন্য যেসব নিয়মাবলি রয়েছে, এদের সমষ্টিকে কী বলে?

ক. মূলনীতি খ. আইন গ. সংবিধান ঘ. দলিল

২। কোনটি রাষ্ট্রের দর্পণ বা আয়না স্বরূপ?

ক. জনগণ খ. সংবিধান গ. অর্থনীতি ঘ. সার্বভৌমত্ব

৩। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার-

ক. মৌলিক দলিল খ. গৌণ বিষয়

গ. আপেক্ষিক বিষয় ঘ. ক্ষুদ্র বিষয়

৪। রাষ্ট্র বিজ্ঞানের জনক বলা হয় কাকে?

ক. জ্যাঁ জ্যাক রুশো খ. ডারউইন

গ. জন রে ঘ. এরিস্টটল

৫। কত সালে ‘ম্যাগনাকার্টা’ সনদ প্রণয়ন করা হয়?

ক. ১২০৫ সালে খ. ১২১৫ সালে

গ. ১২৫০ সালে ঘ. ১২৫৭ সালে

৬। ইংল্যান্ডের কোন রাজা ১২১৫ সালে ‘ম্যাগনাকার্টা সনদ স্বাক্ষরে বাধ্য হন?

ক. রাজা জন খ. রবার্ট ব্রুশ

গ. রাজা হেরাল্ড ঘ. রবিনসন

৭। বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয়?

ক. ১৯৮২ খ. ১৯৮০ গ. ১৯৭৪ ঘ. ১৯৭২

৮। বাংলাদেশের সংবিধান কীভাবে প্রণীত হয়?

ক. অনুমোদনের মাধ্যমে খ. বিপ্লবের দ্বারা

গ. আলাপ আলোচনার মাধ্যমে ঘ. ক্রমবিবর্তনের মাধ্যমে

৯। কোন দেশের সংবিধান বিপ্লবের দ্বারা তৈরি হয়েছে?

i. রাশিয়া ii. কিউবা iii. চীন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০। ব্রিটেনের সংবিধান কীভাবে গড়ে উঠেছে?

ক. অনুমোদনের মাধ্যমে খ. বিপ্লবের দ্বারা

গ. আলাপ আলোচনার মাধ্যমে ঘ. ক্রমবিবর্তনের মাধ্যমে

১১। আলাপ-অলোচনার মাধ্যমে সংবিধান প্রণয়ন করা হয়েছে-

i. ভারতে ii. যুক্তরাষ্ট্রে iii. যুক্তরাজ্যে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২। লেখার ভিত্তিতে সংবিধান কয় ধরনের?

ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

১৩। সংশোধনের ভিত্তিতে সংবিধান কয় প্রকার?

ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

১৪। কোনটি লিখিত সংবিধানের বৈশিষ্ট্য?

ক. প্রগতির সহায়ক খ. জরুরি প্রয়োজনে সহায়ক

গ. সুস্পষ্টতা ঘ. বিপ্লবের সম্ভবনা কম

১৫। কোন দেশে অলিখিত সংবিধান প্রচলিত রয়েছে?

ক. যুক্তরাষ্ট্র খ. যুক্তরাজ্য

গ. ভারত ঘ. বাংলাদেশ

১৬। কোনটি দুস্পরিবর্তনীয় সংবিধানে পরিচালিত দেশ?

ক. চীন খ. সৌদি আরব

গ. বাংলাদেশ ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র

১৭। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল?

ক. ২২ খ. ২৪

গ. ৩৪ ঘ. ৪০

১৮। ১৯৭২ সালের কত তারিখ হতে বাংলাদেশের সংবিধান চূড়ান্তভাবে কার্যকর হয়?

ক. ১৬ ডিসেম্বর খ. ৪ নভেম্বর

গ. ১৯ অক্টোবর ঘ. ১৭ এপ্রিল

১৯। বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে?

ক. ১৫২ খ. ১৫৩ গ. ১৫৪ ঘ. ১৫৫

২০। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগে বিভক্ত?

ক. ৮টি খ. ১০টি গ. ১১টি ঘ. ১৫টি

২১। কত বছর বয়স থেকে বাংলাদেশের নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন?

ক. ১৫ খ. ১৭ গ. ১৮ ঘ. ২০

২২। বর্তমান জাতীয় সংসদের মেয়াদ কত বছর?

ক. পাঁচ খ. চার গ. তিন ঘ. দশ

২৩। কোনটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য-

i. সুস্পষ্ট ii. সংক্ষিপ্ত iii. জনকল্যাণকামী

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii

২৪। বর্তমানে জাতীয় সংসদ কত জন সদস্য নিয়ে গঠিত?

ক. ৩০০ খ. ৩৫০ গ. ৩৭০ ঘ. ৩৮০

২৫। বাংলাদেশের সংবিধানে কতটি সংশোধনী রয়েছে?

ক. ২০টি খ. ১৮টি গ. ১৬টি ঘ. ১৫টি

উত্তর : ১.গ ২.খ ৩.ক ৪.ঘ ৫.খ ৬.ক ৭.ঘ ৮.গ ৯.ঘ ১০.ঘ ১১.খ ১২.ক ১৩.ক ১৪.গ ১৫.খ ১৬.ঘ ১৭.গ ১৮.ক ১৯.খ ২০.গ ২১.গ ২২.ক ২৩.ঘ ২৪.খ ২৫.গ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম