Logo
Logo
×

টিউটোরিয়াল

এইচএসসি পরীক্ষার্থীদের আইসিটি

Icon

মো. ফয়সাল আহম্মেদ ফরাজী

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সহকারী উপাধ্যক্ষ ও আইসিটি প্রভাষক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর

বায়োমেট্রিক্স

[পূর্বে প্রকাশিত অংশের পর]

ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্সের সুবিধা

১. সঠিকতা (অ্যাকিউরিসি) অত্যন্ত উচ্চমানের।

২. সবচেয়ে সস্তা, উন্নত ও সহজলভ্য বায়োমেট্রিক্স (Biometrics) ডিভাইস।

৩. সহজে ব্যবহারযোগ্য এবং এর ডেটাবেজ মেইনটেইনে অল্প মেমোরির প্রয়োজন হয়ে থাকে।

ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্সের অসুবিধা

১. হাতের আঙুলে ময়লা বা দাগ প্রভৃতি লাগার কারণে বায়োমেট্রিক্স ডিভাইসে সঠিক ফলাফল পেতে দেরি হতে পারে বা অকৃতকার্য হতে পারে। যেমন- শ্রমিকরা যেহেতু সবসময় হাতের কাজ করে তাই তাদের জন্য ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স (Biometrics) সমস্যার সৃষ্টি করে।

২. বয়স বৃদ্ধি পেলে হাতের আঙুলের ছাপ পরিবর্তিত হয় বিধায় বিশেষ করে শিশুদের জন্য এ প্রযুক্তি কার্যকর নয়।

ফিঙ্গারপ্রিন্ট রিডারের ব্যবহার

১. বিভিন্ন অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কল-কারখানা প্রভৃতি স্থানে উপস্থিতি নির্ণয়ে সর্বাধিকভাবে ব্যবহৃত হয়।

২. মোবাইল, ল্যাপটপ প্রভৃতি ডিভাইসে প্রবেশের ক্ষেত্রে বায়োমেট্রিক নিরাপত্তা হিসাবে ব্যবহৃত হয়।

৩. ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের ক্ষেত্রে।

৪. বর্ডার নিয়ন্ত্রণে পাসপোর্ট যাচাইয়ের ক্ষেত্রে।

৫. আদমশুমারির রিপোর্ট তৈরির ক্ষেত্রে।

ফেইস রিকগনিশন সিস্টেম (Facial Recognition System)

যে বায়োমেট্রিক্স (Biometrics) পদ্ধতিতে মানুষের মুখের জ্যামিতিক আকার ও গঠনকে পরীক্ষা করে উক্ত ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয় তাকে ফেইস রিকগনিশন সিস্টেম বলে। এক্ষেত্রে কোনো ব্যক্তির সরাসরি মুখের ছবিকে কম্পিউটারে সংরক্ষিত ছবির সঙ্গে তুলনা করা হয়। এ পদ্ধতিতে দুই চোখের মধ্যবর্তী দূরত্ব, নাকের দৈর্ঘ্য ও ব্যাস, চোয়ালের কৌণিক পরিমাণ ইত্যাদি পরিমাপের মাধ্যমে ব্যক্তিকে শনাক্ত করা হয়।

ফেইস রিকগনিশন সিস্টেম যেভাবে কাজ করে

ফেইস রিকগনিশন পদ্ধতিতে একটি সাধারণ ডিজিটাল ক্যামেরার সামনে মাত্র কয়েক সেকেন্ড দাঁড়ালে এটি ওই ব্যক্তির মুখের একটি ইমেজ নিয়ে তা সংযুক্ত কম্পিউটারে প্রেরণ করে। কম্পিউটার কেবল ওই মুখের কিছু নির্দিষ্ট বিষয় যেমন- চোখ, মুখ ও নাকের দূরত্ব, এদের অবস্থান ইত্যাদি ডেটা নিয়ে একটি নিউমেরিক কোড তৈরি করে। অতঃপর প্রাপ্ত নিউমেরিক ডেটাকে পূর্বে ওই ব্যক্তির ফেইস থেকে জেনারেট করা নিউমেরিক কোডের সঙ্গে মিলিয়ে ব্যক্তিটিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করে।

ফেইস রিকগনিশন বায়োমেটিক্সের সুবিধা

১. অনধিকার প্রবেশমূলক নয়।

২. তুলনামূলক সস্তা প্রযুক্তি।

৩. সহজে ব্যবহারযোগ্য।

৪. সঠিক ফলাফল পাওয়া যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম