নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
বাংলা দ্বিতীয়পত্র * ফিন্যান্স ও ব্যাংকিং
বাংলা দ্বিতীয়পত্র
উজ্জ্বল কুমার সাহা
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
শব্দের শ্রেণিবিভাগ
২৫৪. অর্থবিশিষ্ট ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে কী বলে?
ক. পদ খ. বাক্য √গ. শব্দ ঘ. ধ্বনি
২৫৫. ভাষার মূল উপকরণ কী?
ক. অক্ষর খ. ধ্বনি গ. বর্ণ √ঘ.শব্দ
২৫৬. অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. দুই √খ. তিন গ. চার ঘ. পাঁচ
২৫৭. মৌলিক শব্দ কোনটি?
ক. গায়ক খ. গোলাপি √গ. গোলাপ ঘ. হরিণ
২৫৮. যে সব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তাদের কী বলে?
ক. মৌলিক শব্দ খ. যোগরূঢ় শব্দ গ. রূঢ়ি শব্দ √ঘ. যৌগিক শব্দ
২৫৯. যৌগিক শব্দ কোনটি?
√ক. বাবুয়ানা খ. প্রবীণ গ. তৈল ঘ. জলধি
২৬০. ‘দৌহিত্র’ কোন শ্রেণির শব্দ?
ক. রূঢ়ি শব্দ √খ. যৌগিক শব্দ
গ. যোগরূঢ় শব্দ ঘ. দেশি শব্দ
২৬১. যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোন বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে কী বলে?
ক. যৌগিক শব্দ √খ. রূঢ়ি শব্দ
গ. যোগরূঢ় শব্দ ঘ. মৌলিক শব্দ
২৬২. ‘সন্দেশ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়গত অর্থ কী?
ক. অন্য দেশ খ. সুস্বাদু খাবার
√গ. সংবাদ ঘ. মিষ্টান্ন
২৬৩. গবেষণা কোন শ্রেণির শব্দ?
ক. যৌগিক শব্দ √খ.রূঢ়ি শব্দ
গ. যোগরূঢ় শব্দ ঘ. নবসৃষ্ট শব্দ
২৬৪. কোনটি রূঢ়ি শব্দের উদাহরণ?
ক. দৌহিত্র √খ. সন্দেশ গ. কর্তব্য ঘ.পঙ্কজ
২৬৫. কোনটি রূঢ়ি শব্দ?
ক. রাজপুত্র খ. কর্তব্য
√গ. প্রবীণ/প্রধান ঘ. গোলাপ
২৬৬. ‘সন্দেশ’ কোন শ্রেণির শব্দ?
ক. যৌগিক √খ. রূঢ়ি গ. দেশি ঘ. যোগরূঢ়
২৬৬. যোগরূঢ় শব্দ কোনটি?
ক. বাঁশি খ. পাঞ্জাবি √গ. পঙ্কজ ঘ. বাবুয়ানা
২৬৭. ‘রাজপুত’ কোন শব্দের উদাহরণ?
√ক. যোগরূঢ় শব্দ খ. মৌলিক শব্দ গ. রূঢ়ি শব্দ ঘ. যৌগিক শব্দ
২৬৮. ‘মহাযাত্রা’- কোন প্রকারের শব্দ?
ক. যৌগিক খ. রূঢ়ি গ.মৌলিক √ঘ. যোগরূঢ় শব্দ
২৬৯. ‘জলধি’ কোন শব্দ?
ক. রূঢ়ি শব্দ খ. যৌগিক শব্দ গ. মৌলিক শব্দ √ঘ. যোগরূঢ় শব্দ
পদ প্রকরণ
২৭০. “এ এক বিরাট সত্য”- এখানে ‘সত্য’ কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
√ক. বিশেষ্য খ. বিশেষণ
গ. অব্যয় ঘ. বিশেষণের বিশেষণ
ফিন্যান্স ও ব্যাংকিং
মোহাম্মদ মনিরুজ্জামান সরকার
সিনিয়র শিক্ষক,
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা
বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি
২৫. বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কোন সুযোগটি সৃষ্টি হয়? -কর্মসংস্থান।
২৬. বাণিজ্যিক ব্যাংক জনগণের মধ্যে কোন্ ধরনের প্রবণতা সৃষ্টি করে?
-সঞ্চয়ের প্রবণতা।
২৭. ব্যাংক ব্যবসায়ের উন্নয়নের সহায়ক উদ্দেশ্য কোন্টি? -মূলধন গঠন।
২৮. কোন ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে?
-বাণিজ্যিক ব্যাংক।
২৯. কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রা ব্যবস্থাপনায় সহযোগিতা করে কোন ব্যাংক? -বাণিজ্যিক ব্যাংক।
৩০. ব্যাংকে অর্থ জমা রাখার প্রধান কারণ কী?
-নিরাপত্তা।
৩১. বাণিজ্যিক ব্যাংককে অর্থ বাজারে কী বলা হয়?
-চালিকাশক্তি।
৩২. ব্যাংক জনগণের কাছ থেকে আমানত হিসেবে গ্রহণ করে কোনটি? -সঞ্চিত অর্থ
৩৩. বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ কোন্টি?
-ঋণ প্রদান করা।
৩৪. ব্যাংকের আয়ের উৎস কোনটি? -সুদ।
৩৫. ব্যাংক ব্যবসায়ীদের ঋণ দিয়ে কোন ধরনের কাজে সহায়তা করে? -উৎপাদনমূলক
৩৬. বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ কোনটি?
-নোট ইস্যু।
৩৭. কোন ব্যাংক সরাসরি মুদ্রা প্রচলন করে?
-কেন্দ্রীয় ব্যাংক।
৩৮. বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ কী?
-আমদানি-রফতানি কাজে সহায়তা করা।
৩৯. পরোক্ষভাবে মুদ্রা প্রচলন করে কে?
-বাণিজ্যিক ব্যাংক।
৪০. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের উন্নয়মূলক কাজ?
-অর্থনৈতিক।
৪১. মুদ্রাবাজারে নিয়ন্ত্রক কোন ব্যাংক?
-কেন্দ্রীয় ব্যাংক।
৪২. ব্যাংক মক্কেলের পক্ষ থেকে বাট্টার মাধ্যমে কোন কাজটি করে? -বিনিময় বিল ভাঙানো।
৪৩. বাণিজ্যিক ব্যাংক কীভাবে দেশের কৃষি উন্নয়নে ত্বরান্বিত করে?-ঋণ প্রদানের মাধ্যমে।
৪৪. কোনটি দেশের মূলধন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? -আমানত।
৪৫. বাণিজ্যিক ব্যাংক কীসের বিনিময়ে মক্কেলের অর্থ স্থানান্তর করে? - কমিশনে
