Logo
Logo
×

টিউটোরিয়াল

৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৪৩)

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

Icon

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১. কত সালে বাংলাদেশ ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড’ গঠিত হয়?

ক. ২০০৮ খ. ২০০৯

গ. ২০১১ ঘ. ২০১২

২. অক্ষরেখায় বাংলাদেশের অবস্থান কত?

ক. ২০০৩৪´ -২৬০৩৮´ (উত্তর)

খ. ৮৮০০১´ -৯২০৪১´ (পূর্ব)

গ. ২৩০৩৪´ -২৯০৩৮´ (উত্তর)

ঘ. ৮২০০১´ -৮৬০৪১´ (পূর্ব)

৩. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত সে.মি.?

ক. ২০১ খ. ২০৩

গ. ২০৭ ঘ. ২১০

৪. ‘বিশ্ব পরিবেশ দিবস’ পালিত হয় কবে?

ক. ২৩ মার্চ খ. ৩১ মে

গ. ৫ জুন ঘ. ১১ জুলাই

৫. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কতটি রাজ্য রয়েছে?

ক. ৪টি খ. ৫টি

গ. ৬টি ঘ. ৭টি

৬. বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের শতকরা হার কত?

ক. ২০.৭১% খ.০.৮০%

গ. ০.৪১% ঘ.০.০৩%

৭. বাংলাদেশের অর্থনৈতিক একান্ত অঞ্চল কত নটিক্যাল মাইল?

ক. ১২০ খ. ২৫০ গ. ২০০ ঘ. ৩৫০

৮. বাংলাদেশে ‘বন্যপ্রাণী অভয়ারণ্য’ কতটি রয়েছে?

ক. ২০টি খ. ২২টি গ. ২৪টি ঘ. ২৫টি

৯. বাংলাদেশের উপকূলীয় অংশে বঙ্গোপসাগরের দৈর্ঘ্য কত?

ক. ৬১৫ কি.মি. খ. ৭০৪ কিমি.

গ. ৭১৬ কি.মি. ঘ. ৭২২ কিমি.

১০. ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০’-এর জন্য কয়টি হটস্পট চিহ্নিত করা হয়েছে?

ক. ৪টি খ. ৬টি

গ. ৮টি ঘ. ১০টি

১১. দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান কতটি?

ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি

১২. ‘Sendai Framework for Disaster Risk Reduction’ গৃহীত হয়-

ক. ২০১৫ খ. ২০১৬

গ. ২০১৭ ঘ. ২০১৮

১৩. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময়ের প্রয়োজন-

ক. ৮ মিনিট ১৫ সেকেন্ড

খ. ৮ মিনিট ১৭ সেকেন্ড

গ. ৮ মিনিট ১৯ সেকেন্ড

ঘ. ৮ মিনিট ২১ সেকেন্ড

১৪. কোনো একটি অঞ্চলের সাধারণত কত বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে?

ক. ১০-১৫ বছর খ. ১৫-২০ বছর

গ. ২০-২৫ বছর ঘ. ৩০-৪০ বছর

১৫. ‘গর্জনশীল চল্লিশ’-এর অবস্থান কোনটি?

ক. ৩৫০-৪০০ দক্ষিণ খ. ৩৫০-৪০০ উত্তর

গ. ৪০০-৪৭০ দক্ষিণ ঘ. ৪০০-৪৭০ উত্তর

১৬. বন অধিদপ্তরের তথ্যমতে, বাংলাদেশের বনভূমির পরিমাণ মোট আয়তনের কত শতাংশ?

ক. ১৮.২৩% খ. ১৭.৮২%

গ. ১৬.৪৭% ঘ. ১৫.৫৮%

১৭. মূল মধ্যরেখা থেকে ৫০ পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত মিনিট হবে?

ক. ১৫ খ. ২০

গ. ২৫ ঘ. ৩০

১৮. কর্কটক্রান্তি রেখার অক্ষাংশ কত?

ক. ২৩.৫০ উত্তর খ. ২৩.৫০ দক্ষিণ

গ. ৬৬.৫০ উত্তর ঘ. ৬৬.৫০ দক্ষিণ

১৯. বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমানা কত?

ক. ২৮০ কি.মি. খ. ৩১০ কি.মি.

গ. ৩৩১ কি.মি. ঘ. ৩৫৬ কি.মি.

২০. ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?

ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি

উত্তর : ১খ ২ক ৩খ ৪গ ৫খ ৬ক ৭গ ৮গ ৯গ ১০খ ১১খ ১২ক ১৩গ ১৪ঘ ১৫গ ১৬ঘ ১৭খ ১৮ক ১৯ক ২০খ।

গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম