এইচএসসি পরীক্ষার্থীদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: প্রথমপত্র
পপেল চন্দ্র সাহা
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সহকারী অধ্যাপক, আবুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী
ব্যবসায়ের মৌলিক ধারণা
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : ব্যবসায়ের বণ্টনকারী শাখা কোনটি এবং কেন?
উত্তর : ব্যবসায়ের বণ্টনকারী শাখা হলো বাণিজ্য।
শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত গ্রাহকের কাছে বণ্টন করাই ব্যবসায়ের কাজ। এক্ষেত্রে প্রাথমিক শিল্পে উৎপাদিত কাঁচামাল মাধ্যমিক শিল্পে এবং মাধ্যমিক শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীদের কাছে বাণিজ্যের মাধ্যমে বণ্টিত হয়। তাই বাণিজ্যকে ব্যবসায়ের বণ্টনকারী শাখা বলা হয়ে থাকে।
প্রশ্ন : উৎপাদনের বাহন কাকে বলে? বুঝিয়ে লেখ।
উত্তর : শিল্পকে উৎপাদনের বাহন বলে।
প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ বা ব্যবহার করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য ও সেবা উৎপাদনের সামগ্রিক কর্মপ্রচেষ্টাকে শিল্প বলে। শিল্প উৎপাদনের বাহন এবং ব্যবসায়ের উৎপাদনকারী শাখা। অর্থাৎ মানুষের প্রয়োজন পূরণের জন্য বিভিন্ন পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করাই শিল্পের কাজ। এ কারণেই শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়ে থাকে।
প্রশ্ন : মুনাফাকে কেন ঝুঁকি গ্রহণের প্রতিদান বা পুরস্কার বলা হয়?
উত্তর : ব্যবসায়ের আয় থেকে খরচ-ক্ষতি বাদ দিলে যা অবশিষ্ট থাকে- তাকেই মুনাফা বলে।
ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। একজন চাকরিজীবী স্থির আয়ের মানুষ। কিন্তু ব্যবসায়ীর আয় মুনাফা অর্জন সামর্থ্যরে ওপর নির্ভরশীল। মুনাফা হবে ধরে নিয়ে ব্যবসায়ী ব্যবসায় করলেও সেখানে আর্থিক অনিশ্চয়তা বা ঝুঁকি না নিলে ব্যবসায় করা যায় না। ঝুঁকি বেশি হলে মুনাফার পরিমাণও বেশি হওয়ার সম্ভাবনা থকে। তাই মুনাফাকে ঝুঁকি গ্রহণের প্রতিদান বা পুরস্কার বলা হয়।
প্রশ্ন : সামাজিক ব্যবসায় গুরুত্বপূর্ণ কেন?
উত্তর : যে ব্যবসায় গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন কিন্তু তার পেছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না বরং সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যই থাকে মুখ্য তাকে সামাজিক ব্যবসায় বলে। ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এ মুনাফা প্রাপ্তির জন্যই ব্যবসায়ীরা অর্থ বিনিয়োগ করে কিন্তু সামাজিক ব্যবসায় গড়ে তোলার পেছনে বিনিয়োগকারীদের উদ্দেশ্য থাকে একে সামাজিক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলে সমাজের মানুষের কল্যাণ সাধন করা। তাই সামাজিক ব্যবসায় গুরুত্বপূর্ণ।
