৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৫০)
বাংলাভাষা ও সাহিত্য
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
১. কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?
ক. দাঁড়ি খ. কমা
গ. কোলন ঘ. ড্যাস
২. ‘বৈজ্ঞানিক’ উপন্যাসটি কে রচনা করেছেন?
ক. প্রেমের মিত্র
খ. নারায়ণ গঙ্গোপাধ্যায়
গ. গোলাম কুদ্দুস
ঘ. আকবর হোসেন
৩. কোনটি উপন্যাস?
ক. বাংলার কাব্য খ. বৃত্তসংহার কাব্য
গ. মহাশ্মশান ঘ. দিবারাত্রির কাব্য
৪. কোনটি শুদ্ধ?
ক. শ্রদ্ধাঞ্জলী খ. সমিচীন
গ. উপযোগিতা ঘ. দীর্ঘজীবী
৫. কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোন জেলা?
ক. ঢাকা খ. বরিশাল
গ. কুমিল্লা ঘ. বর্ধমান
৬. কবি আহসান হাবিবের কবিতার বৈশিষ্ট্য কী?
ক. প্রকৃতি প্রেম খ. আত্মমগ্নতা
গ. গভীর জীবনবোধ ঘ. বাস্তব জীবনবোধ
৭. জসীমউদ্দীনের ‘আসমানী’ চরিত্রটির বাড়ি কোথায়?
ক. গোপালগঞ্জ খ. ফরিদপুর
গ. রাজবাড়ী ঘ. মাদারীপুর
৮. কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
ক. বৃন্দ খ. কুপ
গ. বর্গ ঘ. দাম
৯. কবি বুদ্ধদেব বসুর মতে রবীন্দ্রর অনুবিশ্ব-
ক. সোনার তরী খ. ক্ষণিকা
গ. মানসী ঘ. গীতাঞ্জলী
১০. আগুনের পরশমনি উপন্যাসের উপজীব্য-
ক. ভাষা আন্দোলন খ. মুক্তিযুদ্ধ
গ. বঙ্গভঙ্গ আন্দোলন ঘ. তেভাগা আন্দোলন
১১. ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’- গানটির রচয়িতা কে?
ক. আব্দুল লতিফ
খ. নজরুল ইসলাম বাবু
গ. আলতাফ মাহমুদ
ঘ. গোবিন্দ হালদার
১২. ‘ভাটিয়ালী’ কোন অঞ্চলের গান?
ক. রংপুর খ. দিনাজপুর
গ. ময়মনসিংহ ঘ. বরিশাল
১৩. ‘নয়নচারা’ কোন শ্রেণির রচনা?
ক. উপন্যাস খ. কাব্য
গ. গল্প ঘ. নাটক
১৪. জহির রায়হানের প্রকৃত নাম বা আসল নাম কী ছিল?
ক. মুহম্মদ জহির খ. জহির রায়হান
গ. জহিরুল্লাহ ঘ. মোহাম্মদ জহিরুল্লাহ
১৫. কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয়?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. জীবনানন্দ দাশ
১৬. ‘কালকূট’ কার ছদ্মনাম?
ক. জসীমউদ্দীন খ. প্রমথ চৌধুরী
গ. সমরেশ বসু ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১৭. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
ক. সোনার তরী খ. মনসী
গ. বনফুল ঘ. শেষের কবিতা
১৮. ‘সাতনরী হার’ কাব্যগ্রন্থটির রচয়িতা-
ক. কামাল চৌধুরী
খ. আসাদ চৌধুরী
গ. আবু জাফর ওবায়দুল্লাহ
ঘ. আবু হেনা মোস্তফা কামাল
১৯. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন?
ক. আপনি সপরিবার আমন্ত্রিত
খ. আপনি সপরিবারে আমন্ত্রিত
গ. আপনি স্বপরিবারে আমন্ত্রিত
ঘ. আপনি স্বপরিবার আমন্ত্রিত
২০. কোনটি অপপ্রয়োগ দোষে দুষ্ট নয়?
ক. সস্ত্রীক খ. অশ্রুজল
গ. অধীনস্থ ঘ. প্রতিযোগ
উত্তর : ১ক ২খ ৩ঘ ৪ঘ ৫গ ৬ঘ ৭খ ৮ঘ ৯গ ১০খ ১১ক ১২গ ১৩গ ১৪ঘ ১৫গ ১৬গ ১৭গ ১৮গ ১৯খ ২০ঘ।
গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
