Logo
Logo
×

টিউটোরিয়াল

নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

ফিন্যান্স ও ব্যাংকিং * ভূগোল ও পরিবেশ

ফিন্যান্স ও ব্যাংকিং

Icon

এইচ. এম. মতিউর রহমান

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা)

পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পটুয়াখালী

মূলধনী আয় ব্যয় প্রাক্কলন

সৃজনশীল ও জ্ঞানমূলক

২৭। মূলধন বাজেটিং প্রক্রিয়ায় বাট্টার হার হিসাবে কী ব্যবহার করা হয়? উত্তর : প্রতিষ্ঠানের মূলধন খরচ।

২৮। অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কী?

উত্তর : মূলধন বাজেটিং।

২৯। মূলধন বাজেটিং পদ্ধতির ২য় ধাপ কোনটি?

উত্তর : বাট্টা হার নির্ধারণ

৩০। মূলধন বাজেটিং প্রক্রিয়ায় বাট্টা হার হিসেবে ব্যবহার হয় কোনটি? উত্তর : মূলধন খরচ।

৩১। মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচনের উপায় কী?

উত্তর : বিনিয়োগ সুযোগ বা প্রকল্পের ধরন, ঝুঁকি এবং অন্যান্য বিষয় বিবেচনা করে সঠিক মূলধন বাজেটিং পদ্ধতি নির্ধারণ করতে হয়।

৩২। অভ্যন্তরীণ উপার্জন হার কী ? উত্তর : যে পদ্ধতি নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যকে সমান করে দেয় তাকে অভ্যন্তরীণ উপার্জন হার বলে।

৩৩। স্বাধীন প্রকল্প কী?

উত্তর : যখন একটি প্রকল্পের কোনো বিকল্প থাকে না তখন ঐ প্রকল্পটি স্বাধীন প্রকল্প হিসেবে গণ্য হয়।

৩৪। ব্যবসায়িক ঝুঁকি কী? উত্তর : কোম্পানির আয় হতে ব্যয় মিটাতে না পারার সম্ভাবনাকে ব্যবসায়িক ঝুঁকি বলে।

৩৫। বাট্টাকরণ প্রক্রিয়ায় ভবিষ্যতের নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করা হয়?

উত্তর : বাট্টাকরণ প্রক্রিয়ায় ভবিষ্যতের নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করা হয়।

৩৬। নগদ প্রবাহ কাকে বলে? উত্তর : কোম্পানিতে নগদ প্রবাহের আগমন ও নির্গমনকে নগদ প্রবাহ বলে।

৩৭। মূলধন বাজেটিংয়ের সহজ পদ্ধতি কোনটি?

উত্তর : গড় মুনাফার হার পদ্ধতি।

৩৮। প্রতিষ্ঠানে সাফল্য ও টিকে থাকা কিসের উপর নির্ভর করে? উত্তর : দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের উপর।

৩৯। ঋণ মূলধনের প্রধান উৎস কোনটি?

উত্তর : ব্যাংক থেকে ঋণ।

৪০। অবচয় কীভাবে পাওয়া যায়?

উত্তর : প্রকল্পের প্রাথমিক বিনিয়োগের পরিমাণকে প্রকল্পের আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে অবচয় পাওয়া যায়।

৪১। IRR-এর পূর্ণরূপ কী? উত্তর : IRR-এর পূর্ণরূপ হলো Internal Rate of Return.

৪২। উৎপাদন পদ্ধতির আধুনিকায়নের মূল উদ্দেশ্য কী? উত্তর : উৎপাদন পদ্ধতির আধুনিকায়নের মূল উদ্দেশ্য হলো উৎপাদন খরচ কমিয়ে মুনাফা বৃদ্ধি করা।

৪৩। কী থেকে প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ ঘটে?

উত্তর : প্রতিষ্ঠানের মোট অর্জিত আয় থেকে।

৪৪। সব প্রকল্পের মেয়াদ ও প্রাথমিক বিনিয়োগ সমান হলে পে-ব্যাক সময় পদ্ধতিতে কোন প্রকল্প বেছে নেয়া উচিত? উত্তর : সব প্রকল্পের মেয়াদ ও প্রাথমিক বিনিয়োগ সমান হলে যে প্রকল্পের পে-ব্যাক সময় কম সেটি গ্রহণ করা উচিত।

৪৫। দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের সঙ্গে যে প্রতিষ্ঠানটি জড়িত থাকে তাকে কী বলে? উত্তর : লিজিং কোম্পানি।

ভূগোল ও পরিবেশ

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক

গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

বায়ুমণ্ডল

১৯। মহাদেশীয় জলবায়ুর আরেক নাম কী?

ক) চরমভাবাপন্ন জলবায়ু খ) মৃদুভাবাপন্ন জলবায়ু গ) সমভাবাপন্ন জলবায়ু ঘ) বিষমভাবাপন্ন জলবায়ু

২০। সমগ্র বিশ্বের পানি সরবরাহের সর্ববৃহৎ ও স্থায়ী আধার কোনটি?

ক) নদী খ) সমুদ্র গ) পুকুর ঘ) ঝরনা

২১। বায়ু যে উষ্ণতায় ঘনীভূত হয় তাকে কী বলে?

ক) আর্দ্রতা খ) হিমাঙ্ক গ) শিশিরাঙ্ক ঘ) বাষ্পীভবন

২২। বায়ুর আর্দ্রতাকে কয়ভাবে প্রকাশ করা যায়?

ক) পাঁচ খ) চার গ) তিন ঘ) দুই

২৩। বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়?

ক) থার্মোমিটার খ) ফেদমিটার গ) হাইগ্রোমিটার ঘ) হাইড্রোমিটার

২৪। জলবায়ুর নিয়ামক কোনটি?

i. অক্ষাংশ ii. বায়ুপ্রবাহ iii. মৃত্তিকারগঠন

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

২৫। বাংলাদেশের কোন অঞ্চলের জলবায়ু মৃদুভাবাপন্ন?

i. কক্সবাজার ii. রাজশাহী iii. পটুয়াখালী

নিচের কোনটিসঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

২৬। আর্দ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ থাকে প্রায় শতকরা কত ভাগ?

ক) ১-৫ ভাগ খ) ২-৫ ভাগ

গ) ৩-৭ ভাগ ঘ) ৪-৮ ভাগ

২৭। স্বাভাবিক বৃষ্টিপাতকে প্রধানত কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?

ক) ৪টি খ) ৫টি গ) ৬টি ঘ) ৭টি

২৮। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর প্রতিদিনই বিকাল বা সন্ধ্যায় কোন ধরনের বৃষ্টি হয়ে থাকে?

ক) বায়ু প্রাচীরজনিত বৃষ্টি খ) শৈলোৎক্ষেপ বৃষ্টি গ) ঘূর্ণি বৃষ্টি ঘ) পরিচলন বৃষ্টি

২৯। বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে কোনটিকে?

ক) প্রচুর বৃষ্টিপূর্ণ স্থানকে খ) বৃষ্টিযুক্ত স্থানকে গ) প্রায় বৃষ্টিহীন স্থানকে ঘ) শিলাবৃষ্টিযুক্ত স্থানকে

৩০। সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায় কোন ধরনের বৃষ্টি?

ক) বায়ু প্রাচীরজনিত বৃষ্টি খ) শৈলোৎক্ষেপ বৃষ্টি গ) ঘূর্ণি বৃষ্টি ঘ) পরিচলন বৃষ্টি

৩১। মধ্য ইউরোপের বিভিন্ন দেশে শীতকালে কী ধরনের বৃষ্টি দেখা যায়?

ক) বায়ু প্রাচীরজনিত বৃষ্টি খ) শৈলোৎক্ষেপ বৃষ্টি

গ) পরিচলন বৃষ্টি ঘ) ঘূর্ণি বৃষ্টি

৩২। ভূপৃষ্ঠে বায়ুপ্রবাহের দিক নিয়ন্ত্রিত হয় কোন সূত্রানুসারে?

ক) হ্যালির সূত্র খ) ফেরেলের সূত্র গ) নিউটনের সূত্র ঘ) ফুকোর সূত্র

৩৩। নিয়ত বায়ু কয় প্রকার?

ক) দুই প্রকার খ) তিন প্রকার গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার

৩৪। বারিপাতের শ্রেণিভূক্ত কোনটি?

i. তুষার ii. তুহিন iii. বৃষ্টিপাত

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

৩৫। বৃষ্টিপাতের কারণ হলো-

i. বায়ুমণ্ডলের উষ্ণতা হ্রাস ii. বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতি iii. ঊর্ধ্বগমন

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

উত্তর : ১৮।খ ১৯।ক ২০।খ ২১।গ ২২।ঘ ২৩।গ ২৪।ঘ ২৫।খ ২৬।খ ২৭।ক ২৮।ঘ ২৯।গ ৩০।ঘ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম