Logo
Logo
×

টিউটোরিয়াল

৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৬০)

বাংলা ভাষা ও সাহিত্য

Icon

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১. নজরুল কোন দৈনিক পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন?

ক. সাপ্তাহিক বিজলী খ. ধূমকেতু

গ. দৈনিক নবযুগ ঘ. লাঙ্গল

২. বাংলা সাহিত্যে কাকে ‘ছন্দের জাদুকর’ বলা হয়?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. প্রমথ চৌধুরী

গ. সত্যেন্দ্রনাথ দত্ত ঘ. শামসুর রাহমান

৩. যাদের বসতবাড়ি আছে কিন্তু কৃষিজমি নেই, তাদের কী বলে?

ক. বর্গা চাষি খ. ক্ষুদ্র চাষি

গ. ভূমিহীন চাষি ঘ. প্রান্তিক চাষি

৪. ‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’ কবিতাটি কার লেখা?

ক. আবু জাফর ওবায়দুল্লাহ

খ. শামসুর রাহমান

গ. হাসান হাফিজুর রহমান

ঘ. নির্মলেন্দু গুণ

৫. ‘চৈতালী’ কাব্যের রচয়িতা কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. কাজী নজরুল ইসলাম

গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ্

ঘ. শামসুর রাহমান

৬. ‘না প্রেমিক না বিপ্লবী’ কার লেখা?

ক. সৈয়দ শামসুল হক খ. শামসুর রাহমান

গ. নির্মলেন্দু গুণ ঘ. কাজী নজরুল ইসলাম

৭. চর্যাপদের বয়স আনুমানিক কত বছর?

ক. ৮০০ খ. ১০০০ গ. ১১০০ ঘ. ১২০০

৮. পদাবলির প্রথম কবি কে?

ক. শ্রীচৈতন্য খ. বিদ্যাপতি

গ. চণ্ডীদাস ঘ. জ্ঞানদাস

৯. মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?

ক. নাসির মাহমুদ খ. আলাওল

গ. সৈয়দ সুলতান ঘ. শাহ গরীবউল্লাহ

১০. ‘কবর’ কবিতাটি কার লেখা?

ক. মুনীর চৌধুরী খ. বেগম রোকেয়া

গ. ফররুখ আহমদ ঘ. জসীম উদ্দীন

১১. ‘জমিদার দর্পণ’ নাটকটির নাট্যকার কে?

ক. দীনবন্ধু মিত্র

খ. তারাচরণ সিকদার

গ. মীর মশাররফ হোসেন

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

১২. জসীম উদ্দীনের ‘আসমানী’ চরিত্রটির বাড়ী কোথায়?

ক. গোপালগঞ্জ খ. ফরিদপুর

গ. রাজবাড়ি ঘ. মাদারীপুর

১৩. মর্সিয়া শব্দের অর্থ কী?

ক. শোকগাথা খ. শোকগীতি

গ. ক্রন্দনধ্বনি ঘ. প্রচলিত গীতি

১৪. ‘সপ্তপয়কর’ গ্রন্থটি কার লেখা?

ক. শাহ মুহম্মদ সগীর খ. দৌলত উজীর

গ. শাকের মুহম্মদ ঘ. আলাওল

১৫. ‘Sultana's Dream’ গ্রন্থটি কার লেখা?

ক. বেগম রোকেয়া খ. জসীম উদ্দীন

গ. মধুসূদন দত্ত ঘ. দীনবন্ধু মিত্র

১৬. ‘অশ্রুমালা’ কাব্যগ্রন্থটি কার লেখা?

ক. কায়কোবাদ খ. শাহ মুহম্মদ সগীর

গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১৭. দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?

ক. লীলাবতী খ. জামাই বারিক

গ. কমলে কামিনী ঘ. নবীন তপস্বিনী

১৮. নিচের কোনটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের উপন্যাস?

ক. মতিচুর খ. অবরোধবাসিনী

গ. কুহেলিকা ঘ. পদ্মরাগ

১৯. ‘অন্নদামঙ্গল কাব্য’ কে লিখেছেন?

ক. বিপ্রদাস পিপিলাই

খ. ভারতচন্দ্র রায়গুণাকর

গ. কানা হরিদত্ত

ঘ. মালাধর বসু

২০. কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়ই পরিচিত-

ক. রাম বসু এবং ভোলা ময়রা

খ. অ্যান্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়

গ. সাবিরিদ খান এবং দশরথি রায়

ঘ. আলাওল ও ভারতচন্দ্র

উত্তর : ১.গ, ২.গ, ৩.গ, ৪.খ, ৫.ক, ৬.গ, ৭.খ, ৮.খ, ৯.খ, ১০.ঘ, ১১.গ, ১২.খ, ১৩.খ, ১৪.ঘ, ১৫.ক, ১৬.ক, ১৭.খ, ১৮.ঘ, ১৯খ, ২০ক।

গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম