|
ফলো করুন |
|
|---|---|
সাধারণ মানুষ প্রাচীনকাল থেকে রোগব্যাধি উপশমে বিভিন্ন ধরনের উদ্ভিদ ব্যবহার করে উপকৃত হচ্ছেন। এমন কয়েকটি ভেষজ উদ্ভিদ-
থানকুনি : থানকুনি পেটের অসুখ হলে এটি বেশি কার্যকর।
তুলসী : সাধারণ সর্দি-কাশিতে এর রস বেশ উপকারী।
কালোমেঘ : ছোট ছেলেমেয়েদের জ্বর, অজীর্ণ ও লিভার ভালো রাখতে এটি খাওয়ানো হয়।
বাসক : কাশি নিরাময়ে অধিক ব্যবহৃত হয়।
সর্পগন্ধা : সর্পগন্ধার মূলের বা ফলের রস উচ্চ রক্তচাপে ব্যবহৃত হয়। পাগলের চিকিৎসায়ও এটি ব্যবহার করা হয়ে থাকে।
বহেড়া : হাঁপানি রোগের জন্য বিশেষ উপকারী এটি। চুল পড়া বন্ধ করে।
হরীতকী : রক্তশূন্যতা, পিত্তরোগ, হৃদরোগ ইত্যাদি নিরাময়ে কার্যকরি ভূমিকা রাখে।
আমলকী : পেটের পীড়া, বদহজম ও কাশিতে উপকারী।
