|
ফলো করুন |
|
|---|---|
আমরা প্রতিদিন নানা কাজে শক্তি ব্যবহার করি। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের মতো অনবায়নযোগ্য শক্তির উৎসের উপরই আমরা বেশি নির্ভরশীল। এসব শক্তির উৎস ব্যবহারের ফলে নিঃশেষ হলে তা আর সহজে তৈরি হয় না। তাই আমাদের শক্তির যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। শক্তির অপচয় পরিবেশের জন্য ক্ষতিকর। শক্তির যথাযথ ব্যবহার করে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি এবং পরিবেশ দূষণ কমাতে পারি। নিম্নোক্ত নিয়মগুলো মেনে আমরা শক্তি সংরক্ষণ করতে পারি-
* ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রপাতিগুলো বন্ধ রাখা। * প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে ফ্রিজের দরজা খোলা না রাখা। * বাড়িতে ছায়ার ব্যবস্থা করার জন্য গাছ লাগান। * বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করা। * গাড়ির বদলে যথাসম্ভব হাঁটা বা সাইকেল ব্যবহার করা।
