এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের প্রস্তুতি
জীববিজ্ঞান * বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
জীববিজ্ঞান
মো. বদরুল ইসলাম
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
কোষ বিভাজন
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১৭। কোন কোষ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোসোম একবার বিভাজিত হয়? - মাইটোসিস
১৮। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে কী বলে?
- ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল
১৯। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়? - অ্যানাফেজ
২০। প্রোফেজ পর্যায়ে ক্রোমোসোম কয় ভাগে বিভক্ত হয়?
- ২ ভাগে
২১। কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়? - প্রোফেজ
২২। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোসোমগুলো দুই মেরুর মাঝখানে অবস্থান করে? - মেটাফেজ
২৩। কোন ধাপে বাহুদ্বয় অনুগামী হয়? - প্রোফেজ
২৪। মাইটোসিস কোষ বিভাজন কয়টি ধাপে সম্পন্ন হয়?
- ৫
২৫। মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়? - মেটাফেজ
২৬। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো দুভাগে বিভক্ত হয়? - অ্যানাফেজ
২৭। কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়?
- প্রোফেজ
২৮। ‘V’ আকৃতির ক্রোমোজোমকে কী বলে? - মেটাসেন্ট্রিক
২৯। কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়?
- প্রো-মেটাফেজ
৩০। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কী? - J
৩১। কোন পর্যায়ে নিউক্লিওলাসের পুনঃআবির্ভাব ঘটে?
- টেলাফেজ
৩২। ‘I’-এর মতো আকার ধারণকারী ক্রোমোজোমগুলোকে কী বলে? - টেলাসেন্ট্রিক
৩৩। অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোসোমগুলোর আকার কেমন? - V, L, J আকারের
৩৪। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোসোম সর্বাধিক খাটো ও মোট হয়? - মেটাফেজ
৩৫। কোন ধাপে অপত্য ক্রোমোসোমগুলো পানি শোষণ করে সরু ও লম্বা হয়? - টেলাফেজ
৩৬। কোষ বিভাজনের প্রস্তুতিমূলক পর্যায়কে কী বলে?
- ইন্টারফেজ
৩৭। জীবদেহে ক্ষতস্থান পূরণ করতে কোন কোষ বিভাজন ভূমিকা রাখে? - মাইটোসিস
৩৮। অ্যানাফেজ পর্যায়ের সেন্ট্রোমিয়ার কত ভাগে বিভক্ত?
- ২ ভাগে
৩৯। কোন পর্যায়ে প্রোফেজের ঘটনাগুলো বিপরীতভাবে ঘটে? - টেলাফেজ
৪০। অ্যানাফেজ মাইটোসিসের কততম পর্যায়? - ৪র্থ
৪১। মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে? - মেটাফেজ
৪২। মস্তিষ্কের কোন অংশ দেহের পেশির টান নিয়ন্ত্রণ করে?
- সেরিবেলাম
৪৩। কোন পর্যায়ে সেন্ট্রামিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? - মেটাফেজ
৪৪। কোষ বিভাজনের কোন পর্যায়ে বিকর্ষণ শুরু হয়?
- মেটাফেজ
৪৫। জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনের কারণে? - মিয়োসিস
৪৬। মিয়োসিস কোষ বিভাজনে প্রতিটি অপত্য কোষে কতটি ক্রোমোজোম থাকে? - ২৩টি
৪৭। সরল বহুকোষী জীব কোন কোষ থেকে জীবন শুরু করে? - জাইগোট
৪৮। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপের শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়? - মেটাফেজ
৪৯। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কী হয়? - ক্যানসার
৫০। অ্যানাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমাটিডকে কী বলে?
- অপত্য ক্রোমোজোম
৫১। মাইটোসিসের ফলে কোন জীবের দৈহিক বৃদ্ধি ঘটে?
- বহুকোষী জীবের
৫২। মিয়োসিস পদ্ধতিতে মাতৃ-নিউক্লিয়াসের বিভাজন কয়বার ঘটে? - ২ বার
৫৩। কোন কোষ বিভাজনের ফলে প্রজাতির মধ্যে বৈচিত্র্য দেখা যায়? - মিয়োসিস
৫৪। স্পিন্ডল তন্তু কী?
- স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুগুলোই হলো স্পিন্ডল তন্তু।
৫৫। মিয়োসিস অর্থ কী? - হ্রাস করা
৫৬। আকর্ষণ তন্তু কাকে বলে?
- মাইটোসিসের প্রো-মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের যে নির্দিষ্ট তন্তুর সঙ্গে সংযুক্ত হয় তাকে আকর্ষণ তন্তু বলে।
৫৭। ক্যারিওকাইনেসিস কী?
- মাইটোসিস কোষ বিভাজনকালে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে।
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
সহিদুল ইসলাম
সিনিয়র শিক্ষক, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় বন্দর, নারায়ণগঞ্জ
বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৪৯. কর্নওয়ালিস কখন দশসালা বন্দোবস্তকে চিরস্থায়ী বলে ঘোষণা দেন?
ক. ১৭৯৩ সালের ২২ মার্চ
খ. ১৭৯৩ সালের ২৩ মার্চ
গ. ১৭৯৩ সালের ২৪ মার্চ
ঘ. ১৭৯৩ সালের ২৫ মার্চ
উত্তর : ক
৫০. চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কাদের স্বার্থ সুরক্ষিত হয়?
ক. কৃষকদের খ. জমিদারদের
গ. ধনীদের ঘ. দরিদ্রদের
উত্তর : খ
৫১. ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য কুঠি স্থাপন করে যেসব স্থানে-
i. সুরাট ii. আগ্রা
iii. আহমেদাবাদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii. খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ঘ
৫২. ইউরোপীয় বণিকরা কুঠি স্থাপন করে-
i. চৌল বন্দরে
ii. গোয়া বন্দরে
iii. বেসিন বন্দরে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ঘ
৫৩. ডাচরা বাণিজ্য কুঠি স্থাপন করে-
i. কালিকটে ii. বাঁকুড়ায় iii. নাগায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ক
৫৪. যে গ্রামগুলোকে কেন্দ্র করে কলকাতা নগরীর জন্ম হয়-
i. কলকাতা
ii. সুতানটি
iii. গোবিন্দপুর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ঘ
৫৫. ঘষেটি বেগমের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়-
i. রাজবল্লভ ii. শওকত জঙ্গ iii. মীর মদন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ক
৫৬. রবার্ট ক্লাইভ ছিল-
i. দূরদর্শী ii. সূক্ষ্ম iii. সুবুদ্ধিসম্পন্ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ক
৫৭. চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থায় উপকার হয়নি-
i. সরকারের
ii. প্রজাদের
iii. ইংরেজদের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ক
