Logo
Logo
×

টিউটোরিয়াল

এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র

Icon

ড. সনজিত পাল

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ

লক্ষ্মীবাজার, ঢাকা

সিরাজউদ্দৌলা

-সিকান্দার আবু জাফর

‘সিরাজউদ্দৌলা’ নাটকটি পড়ার সময় যে দিকগুলো ভালো করে খেয়াল করতে হবে :

[পূর্বে প্রকাশিত অংশের পর]

সিরাজের অদূরদর্শিতা ইংরেজরা ধরতে পারলেও সিরাজ কেন ইংরেজদের প্রতি বারবার ক্ষমাশীল হয়েছেন? দেশের প্রতি সিরাজের ভালোবাসা, স্ত্রীর প্রতি সিরাজের ভালোবাসা, দেশবাসীর প্রতি সিরাজের ভালোবাসা কেমন ছিল? অসহায় লবণচাষিদের প্রতি ইংরেজদের অত্যাচারের বিপরীতে সিরাজের দেশপ্রেম কতটা শক্ত ও বাস্তবসম্মত ছিল? পলাশি থেকে পালিয়ে রাজধানী মুর্শিদাবাদে গিয়েও সিরাজ কেন জনগণকে ইংরেজদের বিরুদ্ধে একত্রিত করতে পারলেন না? ক্লাইভ, ওয়াটস ও ওয়াটসনদের ষড়যন্ত্রের জাল কেন সিরাজ ভেদ করতে পারলেন না? ঘসেটি বেগম কেন সিরাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল? (প্রতিটি দৃশ্যে যে ঘটনা বর্ণিত হয়েছে তা নির্ভুলভাবে জানতে হবে। সিরাজউদ্দৌলা, মিরজাফর আলি খাঁ, ঘসেটি বেগম, রাইসুল জুহালা, মোহনলাল, মোহাম্মদি বেগ, ক্লাইভ, উমিচাঁদ ও লুৎফুন্নেসা চরিত্র ভালো করে জানতে হবে। এসব চরিত্রের বিস্তার, নাটকের দৃশ্য পরম্পরায় এদের ভূমিকা ভালো করে জানতে হবে।)

অনুধাবন প্রশ্ন :

১. পলাশির যুদ্ধে নবাবের পরাজয় হয়েছিল কেন?

২. পলাশির যুদ্ধের পর উমিচাঁদ পাগল হয়ে যায় কেন?

৩. ‘আজ আমরা সবাই সন্দেহ-দোলায় দুলছি’- কেন বলা হয়েছে?

৪. ‘বাংলার মসনদের জন্য আমি আপনার কাছে ঋণী’- ব্যাখ্যা কর।

৫. ‘স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি’- ব্যাখ্যা কর।

৬. রাইসুল জুহালা শিল্পীর ছদ্মবেশে ঘসেটি বেগমের বাড়ি গিয়েছিল কেন?

৭. রায়দুর্লভ সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছিল কেন?

৮. সিরাজ বাহিনী কলকাতা দুর্গ আক্রমণকালে ইংরেজরা সাদা পতাকা উড়িয়েছিল কেন?

৯. নবাব মিরজাফরের দরবারে উমিচাঁদ বিচার দিয়েছিল কেন?

১০. ইংরেজ ক্যাপ্টেন, কর্নেলরা সবাই দুর্গ থেকে পালিয়ে যায় কেন?

১১. ‘ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন’- ব্যাখ্যা কর।

১২. ‘তোমার সৈন্যদের মুক্তি দিচ্ছি, কিন্তু তুমি আমার বন্দি’- কাকে, কেন বন্দি করা হয়েছে?

১৩. ‘চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র’- ব্যাখ্যা কর।

১৪. ‘আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে’- কেন বলা হয়েছে?

১৫. পলাশির প্রান্তরে বাঙালির পরাজয় নিশ্চিত হওয়ার কারণ ব্যাখ্যা কর।

১৬. ‘শুধু ওই একটি পথেই আবার আমরা উভয়ে উভয়ের কাছাকাছি আসতে পারি’- ব্যাখ্যা কর।

১৭. ‘আসামির সে অধিকার থাকে নাকি’- কোন প্রসঙ্গে, কেন উক্তিটি করা হয়েছে?

১৮. রমণীর ছদ্মবেশ ত্যাগ করে ওয়াটস কেন বলেছিল ‘সরি টু ডিজাপয়েন্ট ইউ জেন্টলমেন’?

১৯. মোহনলালকে বিষ খাওয়ানো হয়েছিল কেন?

২০. ‘আমরা আপনার কর্তৃত্ব মানব না’- সপ্রসঙ্গ ব্যাখ্যা কর।

২১. ‘কাপুরুষ বাঙালির কথায় যুদ্ধ বন্ধ হবে না’- কোন প্রসঙ্গে, কেন বলা হয়েছে?

২২. নবাব সিরাজউদ্দৌলা মিরজাফর ও তার সহযোগীদের কয়েদখানায় আটক রাখতে চেয়েছিলন কেন?

২৩. কলকাতার দিক থেকে বিপদের আশঙ্কা নেই কেন?

২৪. ‘ভাংয়ের গেলাস এবং নাচওয়ালি ছাড়া সে আর কিছুই জানে না’- কার সম্পর্কে, কেন এমন বলা হয়েছে?

২৫. ‘নবাবের হুকুম অমান্য করা রাজদ্রোহিতার সামিল’- সপ্রসঙ্গ ব্যাখ্যা কর।

২৬. ‘আমরা এমন কিছু করলাম, যা ইতিহাস হবে’- কেন বলা হয়েছে?

২৭. শওকত জঙ্গ নবাব হলে কীভাবে সকলের উদ্দেশ্য সফল হবে?

ব্যাখ্যা কর। [চলবে]

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম