এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের প্রস্তুতি
পদার্থবিজ্ঞান * ভূগোল ও পরিবেশ
পদার্থবিজ্ঞান
মো. বদরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গতি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৭০। রৈখিক গতি কাকে বলে?
- কোনো বস্তু যদি একটি সরলরেখা বরাবর গতিশীল হয় তাহলে তার গতিকে রৈখিক গতি বলে।
৭১। পর্যায়বৃত্ত গতি কাকে বলে?
- কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে।
৭২। স্পন্দন গতি বা কম্পন বা দোলন গতি কাকে বলে?
- পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে স্পন্দন বা দোলন বা কম্পন গতি বলে।
৭৩। তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে?
- অতি অল্প সময়ের ব্যবধানে যে কোনো মুহূর্তে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যে দ্রুতি পাওয়া যায় তাকে তাৎক্ষণিক দ্রুতি বলে।
৭৪। সুসম দ্রুতি কাকে বলে?
- কোনো বস্তু তার গতিকালে যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে সেই দ্রুতিকে সুসম দ্রুতি বলে।
৭৫। অসম দ্রুতি কাকে বলে?
- কোনো বস্তু তার গতিকালে যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে তাহলে সেই দ্রুতিকে অসম দ্রুতি বলে।
৭৬। সুষম ত্বরণ কাকে বলে?
- কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে সেই ত্বরণকে সুষম ত্বরণ বলে। যেমন অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ।
৭৭। অসম ত্বরণ তাকে বলে?
- কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সমান না থাকে, তাহলে সে ত্বরণকে অসম ত্বরণ বলে। সাইকেল, রিকশার ত্বরণ অসম ত্বরণ।
৭৮। অভিকর্ষ কাকে বলে?
- কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণকে অভিকর্ষ বলে।
৭৯। অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?
- অভিকর্ষ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে।
৮০। পড়ন্ত বস্তুর ১ম সূত্রটি লিখ।
- স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সব বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে।
৮১। পড়ন্ত বস্তুর ২য় সূত্রটি লিখ।
- স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে (t) প্রাপ্ত বেগ (v) ঐ সময়ের সমানুপাতিক।
৮২। পড়ন্ত বস্তুর ৩য় সূত্রটি লিখ।
- স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব (h) অতিক্রম করে তা ওই সময়ের (t) বর্গের সমানুপাতিক।
৮৩। বেগ কোন রাশি?- বেগ একটি ভেক্টর রাশি।
৮৪। বেগের একক কী?- বেগের একক ms-1।
৮৫। বেগের মাত্রা কী?- বেগের মাত্রা MT-1
৮৬। ত্বরণ কোন রাশি?- ত্বরণ একটি ভেক্টর রাশি।
৮৭। ত্বরণের একক কী?- ত্বরণের একক ms-2।
৮৮। মন্দন কোন রাশি?- মন্দন একটি ভেক্টর রাশি।
৮৯। যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, তাকে কী বলে?- মূলবিন্দু।
৯০। ট্রেন লাইনের পাশে দাঁড়ালে এক ব্যক্তির সাপেক্ষে চলন্ত ট্রেনের যাত্রীরা কিরূপ গতিশীল?
- আপেক্ষিক গতিশীল।
৯১। কোনো বস্তু যদি সরলরেখা বরাবর গতিশীল হয়, তাহলে তার গতিকে কী বলে?- রৈখিক গতি।
৯২। একটি সোজা সড়কে কোনো গাড়ির গতি কোন গতি?
- রৈখিক গতি।
৯৩। দিকের বিবেচনায় রাশি কত ভাগে বিভক্ত?
- ২ ভাগে।
৯৪। একটি বস্তু বৃত্তাকার পথে সম্পূর্ণ পথে একবার ঘুরে এলে তার সরণ কত?- শূন্য।
৯৫। অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণকে কী বলে?- সুষম ত্বরণ।
৯৬। সমবেগে চলমান বস্তুর ত্বরণের মান কত?- শূন্য।
৯৭। কোন বিজ্ঞানী পড়ন্ত বস্তুর সূত্রাবলি আবিষ্কার করেন?
- গ্যালিলিও।
৯৮। ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় অভিকর্ষজ ত্বরণের মান তত- ?
- কমতে থাকে।
ভূগোল ও পরিবেশ
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
বাংলাদেশের যোগাযোগ
ব্যবস্থা ও বাণিজ্য
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
[পূর্বে প্রকাশিত অংশের পর]
২১। বাংলাদেশের সর্বমোট কতটি রেল স্টেশন রয়েছে?
ক. ৪৪৩টি খ. ৪০৩টি গ. ৩৯৪টি ঘ. ৩৯০টি
২২। বাংলাদেশের আমদানির ৮ শতাংশ বাণিজ্য সম্পন্ন হয় কোন বন্দর দিয়ে?
ক. চট্টগ্রাম খ. মংলা গ. পায়রা ঘ. পতেঙ্গা
২৩। শুধু বর্ষাকালে ব্যবহৃত নৌপথের পরিমাণ কত?
ক. ১৫০০ কি.মি. খ. ২০০০ কি.মি.
গ. ৩০০০ কি.মি. ঘ. ৩৬০০ কি.মি.
২৪। বাংলাদেশের পণ্যের আমদানিকারক দেশ হিসাবে-
i. প্রথম স্থানে আমেরিকা যুক্তরাষ্ট্র
ii. দ্বিতীয় স্থানে জার্মানি iii. তৃতীয় স্থানে যুক্তরাজ্য
নিচের কোনটি সঠিক
ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii
২৫। বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের ২০১৩ সালের হিসাব অনুযায়ী-
i. জাতীয় মহাসড়ক ৩,৫৩৮ কি.মি.
ii. আঞ্চলিক মহাসড়ক ৪,২৭৮ কি.মি.
iii. ইট বা কাঁচা সড়ক ১৩,৬৩৮ কি.মি.
নিচের কোনটি সঠিক
ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii
২৬। বাংলাদেশে ব্রডগেজ রেলপথের পরিমাণ কত?
ক. ৫০০ কি.মি. খ. ৬০০ কি.মি.
গ. ৬৫৯ কি.মি. ঘ. ৭২৮ কি.মি.
২৭। বর্তমানে কয়টি রেলওয়ে ফেরি চালু রয়েছে?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
২৮। মংলা বন্দর দিয়ে কত শতাংশ রপ্তানি বাণিজ্য সম্পন্ন হয়?
ক. ৮৫ ভাগ খ. ৮০ ভাগ গ. ৭৫ ভাগ ঘ. ৬০ ভাগ
২৯। বাংলাদেশের পণ্য আমদানির ক্ষেত্রে ভারতের অবস্থান কততম?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
৩০। কোনটি শিল্পজাত পণ্য?
ক. তুলা খ. কাঁচা পাট গ. সুতা ঘ. গম
৩১। নারায়ণগঞ্জ কোন নদীর তীরে গড়ে ওঠা বন্দর?
ক. কর্ণফুলী খ. বুড়িগঙ্গা
গ. হালদা ঘ. শীতলক্ষা
৩২। বাংলাদেশে কয়টি আন্তর্জাতিক বিমান বন্দর রয়েছে?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৩৩। বাংলাদেশে লঞ্চঘাটের সংখ্যা কয়টি?
ক. ৩২০টি খ. ৩৪৫টি
গ. ৩৭৬টি ঘ. ৩৯৮টি
৩৪। বাংলাদেশের পণ্য যেসব দেশে রপ্তানি হয়-
i. জাপান ii. নেদারল্যান্ডস iii. কানাডা
নিচের কোনটি সঠিক
ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii
৩৫। বাংলাদেশ যেসব দেশ থেকে পণ্য আমদানি করে-
i. মালয়েশিয়া ii. ভারত iii. তাইওয়ান
নিচের কোনটি সঠিক
ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii
৩৬। ২০১২-১৩ অর্থবছরে দেশের মোট আমদানির শতকরা ১৮.৯৮ ভাগ কোন দেশ থেকে আসে?
ক. ভারত খ. চীন
গ. কোরিয়া ঘ. মালয়েশিয়া
৩৭। আন্তর্জাতিক বাণিজ্য কয় ধরনের?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৩৮। মংলা বন্দর দিয়ে মোট রপ্তানির প্রায় কত শতাংশ বাণিজ্য সম্পন্ন হয়?
ক. ১০ খ. ১৩ গ. ১৫ ঘ. ১৮
৩৯। বাংলাদেশের অভ্যন্তরীণ বিমানবন্দর নাই কোন স্থানটিতে?
ক. যশোর খ. সৈয়দপুর
গ. কক্সবাজার ঘ. খুলনা
৪০। বাংলাদেশের প্রধান প্রাথমিক রপ্তানি পণ্য হলো-
ক. চাল খ. তৈরি পোশাক
গ. চা ঘ. হিমায়িত খাদ্য
উত্তর : ২১। ক ২২। খ ২৩। গ ২৪। ঘ। ২৫। ঘ ২৬। গ ২৭। ক ২৮। খ ২৯। খ ৩০। গ ৩১। ঘ ৩২। খ ৩৩। গ ৩৪। গ ৩৫। ঘ ৩৬। খ ৩৭। ক ৩৮। খ ৩৯। ঘ ৪০। ঘ
