এসএসসি : বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
সহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় বন্দর নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা
১. তমদ্দুন মজলিশ গঠনের নেতৃত্ব দেন কে?
- অধ্যাপক আবুল কাশেম
২. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়বার গঠিত হয় কখন?
- ১৯৪৮ সালের ২ মার্চ।
৩. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কার নেতৃত্বে গঠিত হয়?- আব্দুল হামিদ খান ভাসানী।
৪. পূর্ববাংলা ভাষা কমিটি কত সালে গঠিত হয়?- ১৯৪৯ সালে।
৫. পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কখন?
- ১৯৪৭ সালের ১৪ আগস্ট।
৬. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়?- ১৯৪৭ সালে।
৭. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
- মোহাম্মদ আলী জিন্নাহ।
৮. বাংলাদেশের কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে?
- হামিদুর রহমান।
৯. ভাষা আন্দোলন কত সালে চূড়ান্ত রূপ লাভ করে?
-১৯৫২ সালে।
১০. কত সালে প্রথম শহিদ দিবস পালিত হয়?- ১৯৫৩ সালে।
১১. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?
- ২২৩টি।
১২. ১৯৫৬ সালের সংবিধান কত বছর পর্যন্ত কার্যকর ছিল?
- ২ বছর পর্যন্ত।
১৩. পাকিস্তান প্রতিষ্ঠাকালে মোট জনগোষ্ঠীর কত ভাগ বাংলা এবং উর্দু ভাষী ছিল?
- ৫৬% বাংলা এবং ৩.২৭% উর্দু
১৪. পাকিস্তানের দুই অংশে কোন কোন দিকে মিল ছিল না?
- ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদিতে
১৫. কারা ১৪৪ ধারা অমান্য করার সিন্ধান্তে অটুট থাকেন?
- আবদুল মতিন, অলি আহাদ, গোলাম মাহবুব
সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন
১. মৌলিক গণতন্ত্র ঘোষণা করেন কে?- আইয়ুব খান
২. আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র কয় স্তরবিশিষ্ট ছিল?
- চার স্তরবিশিষ্ট
৩. মৌলিক গণতন্ত্রের আদেশ জারি করা হয় কত সালে?
- ১৯৫৯ সালে
৪. কত সালে প্রথম ভারত-পাকিস্তান যুদ্ধ হয়?- ১৯৪৭ সালে
৫. ছয় দফা কর্মসূচি কোন সালে ঘোষণা করা হয়?-১৯৬৬ সালে
৬. ছয় দফা কর্মসূচি কোথায় ঘোষণা করা হয়?- লাহোরে
৭. আগরতলা ভারতের কোন রাজ্যের রাজধানী?- ত্রিপুরা
৮. ডি এ সি কী?- ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি
৯. আইয়ুব খানের নির্বাচনের মূলভিত্তি কী ছিল?
- মৌলিক গণতন্ত্র
১০. তমদ্দুন মজলিশ কী?
- ভাষা আন্দোলনের প্রথম সংগঠন
১১. কত সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?- ১৯৪৭ সালে
১২. পূর্ব পাকিস্তানের অধিবাসী পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ ছিল?- ৫৬%
১৩. ১৯৫৮ সালের ৭ অক্টোবর সামরিক আইন জারি করেন কে?
- ইস্কান্দার মির্জা
সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধ
১. কত তারিখে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?
- ১৯৭০ সালের ১০ এপ্রিল
২. শিখা চিরন্তন কী?
- ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত একটি স্মরণ স্থাপনা।
৩. মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি কী ছিল?- জনগণ
৪. জাতীয় পতাকার বৃত্তের লাল রং কিসের প্রতীক?
- মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহিদদের রক্তের প্রতীক।
৫. বুদ্ধিজীবী স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয় কত সালে?
- ১৯৭২ সালে।
৬. ১৯৭০ সালের নির্বাচনে কতজন প্রার্থী অংশ নেয়?
- ৭৮১ জন।
৭. অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করেন কে?
- রাও ফরমান আলী।
৮. সংবিধানের প্রথম ভাগে কী ছিল?- প্রজাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো।
৯. বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় শপথ প্রহণ করে?
- মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায়।
১০. ‘অপরাজেয় বাংলা’ কোথায় অবস্থিত?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে।
১১. জাতীয় সংগীতের রচয়িতা কে?- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
১২. বাংলাদেশের জাতীয় পতকার রূপকার কে?
-কামরুল হাসান।
১৩. অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কে নির্মাণ করেন?
- সৈয়দ আবদুল্লাহ খালিদ।
১৪. মুজিবনগর শহরের উপরাষ্ট্রপতি কে ছিলেন?
- সৈয়দ নজরুল ইসলাম।
১৫. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?
- সোহরাওয়ার্দী উদ্যান।
