এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের প্রস্তুতি
পদার্থবিজ্ঞান * পৌরনীতি ও নাগরিকতা
পদার্থবিজ্ঞান
মো. বদরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বল
১। ঘর্ষণ কী?
- একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের ওপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শ তলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়, এ বাধাকে ঘর্ষণ বলে।
২। সাম্য বল কাকে বলে?- কোনো বস্তুর ওপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় অর্থাৎ বস্তুটি সাম্যবস্থায় থাকে, তবে ওই বলগুলোকে সাম্য বল বলে।
৩। বল কাকে বলে?
- যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় অথবা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে।
৪। জড়তা কী?- বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে জড়তা বলে।
৫। স্পর্শ বল কী?- যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন তাকে স্পর্শ বল বলে।
৬। অস্পর্শ বল কী?- দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তা-ই অস্পর্শ বল।
৭। ঘর্ষণ বল কাকে বলে?- একটি বস্তু যখন অন্য একটি বস্তুর ওপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন ঘর্ষণের কারণে যে বাধা বলের সৃষ্টি হয়, তাকে ঘর্ষণ বল বলে।
৮। অভিকর্ষ বল কাকে বলে?
- পৃথিবী যখন কোনো বস্তুর ওপর মহাকর্ষ বল প্রয়োগ করে তখন তাকে অভিকর্ষ বল বলে।
৯। মহাকর্ষ বল কাকে বলে?
- মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বলে।
১০। অসাম্য বল কাকে বলে?
- কোনো বস্তুর ওপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য না হয় অর্থাৎ বস্তুটি সাম্যবস্থায় না থাকে, তবে ওই বলগুলোকে অসাম্য বল বলে।
১১। ভর কাকে বলে?
- বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে ওই বস্তুর ভর বলে।
১২। ভরবেগ কাকে বলে?
- ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে।
১৩। ভর কোন রাশি?- ভর একটি স্কেলার রাশি।
১৪। ভরবেগ কোন রাশি?- ভরবেগ একটি ভেক্টর রাশি।
১৫। চারটি মৌলিক বলের মধ্যে তুলনামূলকভাবে দুর্বলতম বল কোনটি?- মহাকর্ষ বল।
১৬। মৌলিক বল কাকে বলে?- যেসব বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না তাদেরকে মৌলিক বল বলে।
১৭। বল ও ত্বরণ সম্পর্কিত নিউটনের গতির সূত্র কয়টি?
- ৩টি।
১৮। নিউটনের গতির ১ম সূত্রটি লিখ।- বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে।
১৯। নিউটনের গতির ২য় সূত্রটি লিখ।
- বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।
২০। নিউটনের গতির ৩য় সূত্রটি লিখ।
- প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।
২১। 50kg ভরের একটি বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে এর ত্বরণ 4 msˉ² হবে?- 200N
২২। ঘর্ষণ সাধারণত কত প্রকার ও কী কী?
- ঘর্ষণ সাধারণত চার প্রকার। যথা- (ক) স্থিতি ঘর্ষণ
(খ) পিছলানো ঘর্ষণ (গ) আবর্ত ঘর্ষণ (ঘ) প্রবাহী ঘর্ষণ।
২৩। আবর্ত ঘর্ষণ কাকে বলে?- যখন একটি বস্তু অপর একটি তলের ওপর দিয়ে গড়িয়ে চলে তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ বলে।
২৪। প্রবাহী ঘর্ষণ কাকে বলে?
- যখন কোনো বস্তু যে কোনো প্রবাহী পদার্থ যেমন : তরল বা বায়বীয় পদার্থের মধ্যে গতিশীল থাকে তখন যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে প্রবাহী ঘর্ষণ বলে।
২৫। ঘাত বল কী?- খুব অল্প সময়ের জন্য যে বল প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে।
২৬। ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটি লিখ।
- একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না।
২৭। তাড়িতচৌম্বক বল কিরূপ বল?- মৌলিক বল।
২৮। নিউটনের অমর গ্রন্থ ‘ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিলিপিয়া ম্যাথমেটিকা’র মূল উপজীব্য কী ছিল?- বস্তুর গতি।
২৯। সাম্য বলের বাস্তব উদাহরণ কোন প্রতিযোগিতায় দেখতে পাওয়া যায়?
- রশি টানাটানি।
পৌরনীতি ও নাগরিকতা
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন
সৃজনশীল নৈর্ব্যক্তিক
১। পৃথিবীতে মহাদেশের সংখ্যা কয়টি?
ক. ৫টি খ. ৬টি গ. ৭টি ঘ. ৮টি
২। সার্কের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি?
ক. ৫টি খ. ৬টি গ. ৭টি ঘ. ৮টি
৩। সার্কের যাত্রা শুরু কত সাল থেকে?
ক. ১৯৭১ সালে খ. ১৯৭২ সালে
গ. ১৯৮০ সালে ঘ. ১৯৮৫ সালে
৪। সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামোতে কয়টি স্তর রয়েছে?
ক. পাঁচটি খ. চারটি গ. তিনটি ঘ. দুইটি
৫। শুরুতে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা কত ছিল?
ক. ৮টি খ. ৭টি গ. ৬টি ঘ. ৫টি
৬। সার্ক সচিবালয় কোন দেশে অবস্থিত?
ক. ভারত খ. নেপাল গ. ভুটান ঘ. বাংলাদেশ
৭। সার্কের প্রধানকে কী বলা হয়?
ক. সেক্রেটারি জেনারেল খ. মহাসচিব
গ. চেয়ারম্যান ঘ. সভাপতি
৮। দক্ষিণ এশিয়ার জনসংখ্যা কত?
ক. ১০০ কোটি খ. ১২০ কোটি
গ. ১৫০ কোটি ঘ. ১৭৫ কোটি
৯। ১৯৮৫ সালে কোথায় প্রথম সার্কের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়?
ক. ঢাকায় খ. কাঠমুন্ডুতে
গ. নয়াদিল্লিতে ঘ. থিম্পুতে
১০। সার্ক গঠনের প্রথম উদ্যোগ নেন কে?
ক. ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী
খ. মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মামুন আবদুল গাইয়ুম
গ. পাকিস্তানের বেনজির ভুট্টো
ঘ. বাংলাদেশের প্রয়াত প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান
১১। সার্কভুক্ত দেশগুলো হলো-
i. চীন ii. ভারত iii. আফগানিস্তান
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমস্যা হলো-
i. দারিদ্র্য ii. নিরক্ষরতা iii. জনসংখ্যার আধিক্য
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। ১৯৮৫ সালে কার উদ্যোগে ঢাকায় আনুষ্ঠানিকভাবে সার্কের কাজ শুরু হয়?
ক. হুসেইন মুহম্মদ এরশাদ
খ. জিয়াউর রহমান
গ. আবদুস সাত্তার
ঘ. আবু সাদাত মোহাম্মদ সায়েম
১৪। কত বছরের ব্যবধানে পৃথিবীতে দুটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়?
ক. ২০ খ. ২৫ গ. ২৭ ঘ. ৩০
১৫। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল কবে?
ক. ১৯১০-১২ সালে খ. ১৯১২-১৯১৫ সালে
গ. ১৯১৪-১৯১৮ সালে ঘ. ১৯২০-২৪ সালে
১৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কত সালে?
ক. ১৯১৮ খ. ১৯২৫ গ. ১৯৩৪ ঘ. ১৯৩৯
১৭। লিগ অব নেশনস কত সালে গঠিত হয়েছিল?
ক. ১৯১১ খ. ১৯১৮ গ. ১৯২০ ঘ. ১৯৩৯
১৮। হিরোশিমা ও নাগাসাকি শহর কোন দেশে অবস্থিত?
ক. জাপান খ. কোরিয়া গ. জার্মান ঘ. চীন
১৯। জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে কবে?
ক. ১৯৩৯ সালের ১০ সেপ্টেম্বর
খ. ১৯৪১ সালের ১৪ অক্টোবর
গ. ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
ঘ. ১৯৪৯ সালের ২৯ নভেম্বর
২০। শুরুতে জাতিসংঘের সদস্য সংখ্যা কত ছিল?
ক. ৪৭ খ. ৫০ গ. ৮৯ ঘ. ৯৩
২১। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. দুবাই খ. নিউইয়র্ক
গ. লন্ডন ঘ. প্যারিস
২২। জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে?
ক. কমিশনার খ. সেক্রেটারি
গ. সচিব ঘ. মহাসচিব
উত্তর : ১.গ ২.ঘ ৩.ঘ ৪.ক ৫.খ ৬.খ ৭.ক ৮.গ ৯.ক ১০.ঘ ১১.গ ১২.ঘ ১৩.ক ১৪.খ ১৫.গ ১৬.ঘ ১৭.গ ১৮.ক ১৯.গ ২০.ক ২১.খ ২২.ঘ।
