|
ফলো করুন |
|
|---|---|
অভ্যাস অনুযায়ী নাসিরুদ্দিন হোজ্জা একবার খোলা কুয়ার পাশে বসে গোসল করছিলেন। পাশে রাখা সাবানদানিতে নতুন সাবান রয়েছে। হোজ্জা ভাবছিলেন, আজ অনেকদিন পর ভালো করে সাবান মেখে গোসল করবেন। এই মনে করে তিনি সাবানটা হাতে নিতে গেলেন, তার আগেই একটি কাক এসে ছোঁ মেরে সাবানটি নিয়ে উড়ে চলে গেল। নাসিরুদ্দিন হতভম্বের মতো কিছুক্ষণ চেয়ে থেকে চিন্তা করলেন। তারপর তার মুখ উজ্জ্বল হাসিতে ভরে উঠল। এক প্রতিবেশী তা দেখতে পেয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কী ব্যাপার মোল্লা সাহেব- সাবান কাকে নিয়ে যাওয়ার পরও আপনি হাসছেন কেন? নাসিরুদ্দিন হোজ্জা অম্লান বদনে উত্তর দিলেন- দেখুন, কাকটা আমার চেয়েও অনেক কালো এবং কুৎসিত। আমার মনে হয় আমি নিশ্চিত, সাবানটা আমার চেয়ে ওরই বেশি দরকার। তাই সে আমার কাছ থেকে এটি ছিনিয়ে নিতে বাধ্য হয়েছে!
