Logo
Logo
×

টিউটোরিয়াল

সাধারণ জ্ঞান

আগ্নেয়গিরি, মরুভূমি ও জলপ্রপাত

Icon

প্রকাশ: ০১ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

* ক্যারিসিম্বি কোন দেশের আগ্নেয়গিরির নাম? - কঙ্গো।

* এলব্রুজ আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত? - রাশিয়া।

* ওরিজাবা কোন দেশের আগ্নেয়গিরির নাম? - মেক্সিকো।

* পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কী?

- সাহারা মরুভূমি (আফ্রিকা)।

* সাহারা কোন ধরনের মরুভূমি? - খুবই উষ্ণ মরুভূমি।

* সাহারা মরুভূমিকে কার দুঃখ বলা হয়? - আফ্রিকার।

* সিরিয়া ও সৌদি আরবের সঙ্গে কোন মরুভূমির অবস্থান?

- অ্যারাবিয়ান মরুভূমি।

* রুবাল খালি মরুভূমির অবস্থান কোথায়? - সৌদি আরব।

* থর মরুভূমি কোন ধরনের মরুভূমি? - উষ্ণ মরুভূমি।

* গোবি কী? - একটি মরুভূমির নাম।

* গোবি কোন দেশের মরুভূমির নাম? - মঙ্গোলিয়া।

* গ্রেট আমেরিকান কী? - একটি মরুভূমি।

* পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কী? - অ্যাঞ্জেল ফলস্।

* অ্যাঞ্জেল জলপ্রপাতটি কোথায় অবস্থিত? - ভেনিজুয়েলায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম