Logo
Logo
×

টিউটোরিয়াল

এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র

Icon

ড. সনজিত পাল

প্রকাশ: ০১ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীবাজার, ঢাকা

লালসালু

-সৈয়দ ওয়ালীউল্লাহ

অনুধাবন প্রশ্ন :

১. মজিদ আওয়ালপুরের পিরকে তাড়াতে চায় কেন?

২. মজিদ দ্বিতীয় বিয়ে করতে চায় কেন?

৩. মজিদ আমেনা বিবির প্রতি ক্রুদ্ধ কেন?

৪. মজিদের কাছে শিলাবৃষ্টির অর্থ কী? বুঝিয়ে লেখ।

৫. ‘হাসুনির মায়ের অন্তর তখন খুশিতে টলমল।’ - কেন?

৬. ‘দেখে মজিদের চোখ অন্ধকারে চকচক করে’- বলতে কী বোঝানো হয়েছে?

৭. মজিদ হাসুনিকে পোষ্য সন্তান রাখতে চায় না কেন?

৮. মজিদের প্রশ্নে আক্কাস একেবারে অপ্রস্তুত হয়ে যায় কেন?

৯. গারো পাহাড়ের শ্রমক্লান্তি হাড় বের করা দিনের কথা ভাবলে মজিদ কেন শিউরে ওঠে?

১০. ‘এত করেও যার মনে ভয় হয় নাই, তাকেই এবার ভয় হয় মজিদের’- ব্যাখ্যা কর।

১১. তার আনুগত্য ধ্রুবতারার মতো অনড়, তার বিশ্বাস পর্বতের মতো অটল’- বুঝিয়ে দাও।

১২. ‘সময়ে-অসময়ে মিথ্যা কথা না বললে নয়’- কেন বলা হয়েছে?

১৩. খেতমজুরেরা ধান কাটতে কাটতে বুক ফাটিয়ে গান গায় কেন?

১৪. এত শ্রম-এত কষ্ট তবু ভাগ্যেও ঠিক ঠিকানা নেই- বলতে কী বোঝানো হয়েছে?

১৫. ‘খোদার এলেমে বুক ভরে না তলায় পেট শূন্য বলে’- বলতে কী বোছানো হয়েছে?

১৬. ‘এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়, সচ্ছলতায় শিকড়গাড়া বৃক্ষ’- বলতে কী বোঝানো হয়েছে?

১৭. মজিদের প্রতি রহিমার বিশ্বাস কীভাবে ভঙ্গ হলো?

১৮. ‘মনে হয় এটা খোদাতালার বিশেষ দেশ’- ব্যাখ্যা কর।

১৯. ‘লতার মতো মেয়েটি যেন এ সংসারে ফাটল ধরিয়ে দিতে এসেছে’- ব্যাখ্যা কর।

২০. ‘সে-স্বপ্নই তাকে নিয়ে এসেছে এত দূরে’- ব্যাখ্যা কর।

২১. ‘আমার জানি মউত অয়’- কোন প্রসঙ্গে, কেন বলা হয়েছে?

২২. ‘জাঁদরেল পিরেরা যখন আশপাশ এসে আস্তানা গড়েন, তখন মজিদ কিন্তু শঙ্কিত হয়ে ওঠে’- কেন?

২৩. ‘জোরে হাইসনা বইন, মাইন্ষে হুনবো’- কোন প্রসঙ্গে, কেন বলা হয়েছে?

২৪. ‘গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ’- বলতে কী বোঝানো হয়েছে?

২৫. আক্কাস স্কুল প্রতিষ্ঠা করতে চায় কেন?

২৬. জমিলা মজিদকে ভাবিয়ে তোলে কেন?

২৭. মজিদ বজ্রাহত হওয়ার ভান করে কেন? ব্যাখ্যা কর।

২৮. জমিলার জন্য কেন মজিদের মায়া হয়?

২৯. কালু মিয়ার মার খাওয়ার কারণ ব্যাখ্যা কর।

৩০. ‘তুমি জায়নামাজে ঘুমাইছ? তোমার দিলে একটু ভয়ডর হইব না?’- ব্যাখ্যা কর।

৩১. দরগার কোলে বসে মজিদ অনেক অশ্রু বিসর্জন করেছিল কেন?

৩২. ‘অমন মানুষ ভালো লাগে না তার’- কোন প্রসঙ্গে, কেন বলা হয়েছে?

৩৩. ‘দলিল দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতাআলার কালাম জাল হয় না’- বলতে কী বোঝানো হয়েছে?

৩৪. হাসুনির মার কান্নার ভঙ্গিতে মুখ ঢাকার কারণ বর্ণনা কর।

৩৫. ‘এরা তাই দেশ ত্যাগ করে’- কারা এবং কেন দেশ ত্যাগ করে?

৩৬. মজিদ মহব্বতনগরে কেন প্রবেশ করে?

৩৭. রহিমা সন্তান পোষ্য রাখতে চায় কেন?

৩৮. ‘দৃষ্টি বাইরের পানে, মস্ত নদীটির ওপারে, জেলার বাইরে- প্রদেশেরও’- ব্যাখ্যা কর।

৩৯. খালেক ব্যাপারী ও মজিদের পথ এক কেন?

৪০. মজিদ চিৎকার করে গ্রামের লোকদের গালাগালি করছিল কেন?

৪১. রহিমা শীর্ণ মানুষটির পেছনে মাছের পিঠের মতো মাজারটির বৃহৎ ছায়া দেখে কেন? ব্যাখ্যা কর।

৪২. ‘হঠাৎ এমন এক প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হয় যে, সে বুঝে উঠতে পারে না তাকে কীভাবে দমন করতে হবে’- ব্যাখ্যা কর।

৪৩. মজিদের মুখটা ভয়ে কালো হয়ে গেছে কেন?

৪৪. ‘মানুষের মধ্যে শয়তান আছে, ফেরশতাও আছে’- ব্যাখ্যা কর।

৪৫. ‘সে চোখে বিন্দুমাত্র খোদার ভয় নেই- মানুষের ভয় তো দূরের কথা’- ব্যাখ্যা কর।

৪৬. খালেক ব্যাপারী তার স্ত্রীকে তালাক দেয় কেন?

৪৭. জমিলা মজিদের মুখে থুথু দেয় কেন?

৪৮. ‘বিবি, কারে বিয়া করলাম? তুমি কী বদদোয়া দিছিলানি?’- কেন বলা হয়েছে?

৪৯. ‘ওঠানামা আছে, দিকে পরিবর্তন আছে, শেষ নেই’- সপ্রসঙ্গ ব্যাখ্যা কর।

৫০. দুই তানিতে যে প্রচুর তফাৎ আছে, সে কথা খালেক ব্যাপারী বোঝাতে পারে না কেন?

৫১. ‘ওস্তাদের মার শেষ কাটালে’- বলতে কী বোঝানো হয়েছে?

৫২. মজিদ আমেনা বিবিকে তালাক দিতে বলেছিল কেন?

৫৩. ‘বিবি, আমাগো যদি পোলাপাইন থাকত’- বলতে কী বোঝানো হয়েছে?

৫৪. ‘এমন শুভ কাম আর ফেলাইয়া রাখা ঠিক না’- ব্যাখ্যা কর।

৫৫. ‘কি গো ধলা মিয়া, বুঝলান নি আমার কথাডা’- ব্যাখ্যা কর।

৫৬. কোন কথাটা মনে হতেই মজিদের দাঁত কড়মড় করে ওঠে এবং কেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম