Logo
Logo
×

টিউটোরিয়াল

জানো: সাধারণ জ্ঞান

Icon

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

* অ্যাঞ্জেল জলপ্রপাতটির উচ্চতা কত?

- ১০০০ মিটার (প্রায়)।

* আয়তনে সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি?

- নায়াগ্রা জলপ্রপাত।

* নায়াগ্রা জলপ্রপাত কোন দেশে অবস্থিত?

- আমেরিকা-কানাডায়।

* পৃথিবীর দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত কোনটি? - তুগেলা।

* তুগেলা জলপ্রপাতের অবস্থান কোথায়? - দক্ষিণ আফ্রিকায়।

* পানি পতনের দিক থেকে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত কোনটি? - গুয়রাইয়া।

* গুয়রাইয়া জলপ্রপাত থেকে পানি পতনের পরিমাণ কত?

- গড়ে ৪,৭০,০০০ কিউসেক।

* গুয়রাইয়া জলপ্রপাতের উচ্চতা কত? - ১৩০ ফুট।

* গুয়রাইয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? - ব্রাজিলে।

* সুদারল্যান্ড জলপ্রপাত কোথায় অবস্থিত?

- নিউজল্যান্ডে।

* ভিক্টোরিয়া জলপ্রপাতের অবস্থান কোথায়?

- জিম্বাবুয়েতে।

* আপার ইয়োসেমাইট জলপ্রপাত কোথায় অবস্থিত?

- মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম