Logo
Logo
×

টিউটোরিয়াল

ক্যাম্পাস সংবাদ

শান্ত-মারিয়ামে নৈতিকতা বিষয়ক সেমিনার

Icon

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ৩ মে ‘উচ্চ শিক্ষায় নৈতিকতা : পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুল আলম। এ সেমিনারে বক্তব্য দেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রখ্যাত চিত্রশিল্পী প্রফেসর মোস্তাফিজুল হক, বিশেষ অতিথি ফ্যাকাল্টি অব হিউম্যানেটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন প্রফেসর ড. সৈয়দ আজিজুল হক, রেজিস্ট্রার ড. পাড় মসিউর রহমান। এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম ড. ওয়ালিউর রহমান খান নদভী, উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ড. মনজুরুল হক, আইইএস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সাখাওয়াত হোসেন প্রমুখ। সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ ইসহাক। সেমিনারে সমাপনী বক্তব্য দেন বিভাগীয় কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন আযহারী। সেমিনারটি পরিচালনা করেন আইকিউএসি’র এডিশনাল ডিরেক্টর সহকারী অধ্যাপক মোহাম্মদ কামালউদ্দিন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম