Logo
Logo
×

টিউটোরিয়াল

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের গণিত প্রস্তুতি

Icon

মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক, কে এইচ আইডিয়াল স্কুল, দক্ষিণ মুগদা, ঢাকা

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অধ্যায়-২ : ভাগ

সঠিক উত্তরটিতে টিক (√) চিহ্ন দাও :

১. ৯৯০০০ কে ১০ দ্বারা ভাগ করলে কত হবে?

(ক) ৯৯ (খ) ৯৯০ (গ) ৯৯০০ (ঘ) ৯৯.০

২. কোনো ভাগ অঙ্কে ভাজ্য ২০১৫০ এবং ভাজক ১০০০ হলে, ভাগশেষ?

(ক) ৫০ (খ) ১৫০ (গ) ২০ (ঘ) ২০.১৫

৩. ৪৪৫০০ কে ১০০ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?

(ক) ৪৫ (খ) ৪৪৫ (গ) ৪৫৪ (ঘ) ৪৪৫০

৪. ৫টি আমের দাম ৭৫ টাকা হলে ১টির দাম কত?

(ক) ৩৭৫ টাকা (খ) ১৭৫ টাকা (গ) ৩০ টাকা (ঘ) ১৫ টাকা

৫. ৬টি পেনসিলের দাম ২৪ টাকা হলে, ১টি পেনসিলের দাম কত?

(ক) ৪ টাকা (খ) ৬ টাকা (গ) ৮ টাকা (ঘ) ৩ টাকা

৬. ৯৩৫০০ ÷ ১০০=?

(ক) ৯০৫ (খ) ৯৩৫ (গ) ৯৫২ (ঘ) ৯৫৩

৭. দৈনিক ১২০ কিমি সাইকেল চালিয়ে কোনো ব্যক্তি ৪৮০ কিমি পথ কত দিনে যেতে পারবে?

(ক) ৩ দিন (খ) ৩০ দিন (গ) ৪ দিন (ঘ) ৪০ দিন

৮. ৩৩৪টি আম ১৫ জনের মধ্যে ভাগ করে দিলে কয়টি আম থাকবে?

(ক) ২টি (খ) ৪টি (গ) ৬টি (ঘ) ৮টি

৯. ৯৯০০০ কে ১০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?

(ক) ৯৯ (খ) ৯৯০ (গ) ৯৯.০ (ঘ) ৯৯০০

১০. নিচের কোনটি নিঃশেষে বিভাজ্য?

(ক) ৭২ ÷ ৯ (খ) ৭২ ÷ ৭ (গ) ৭২ ÷ ৬ (ঘ) ৭২ ÷ ৫

১১. ভাজ্য ৫৪০০, ভাগফল ২৭০ হলে ভাজক কত?

(ক) ২০ (খ) ২৫ (গ) ৫৪ (ঘ) ২৭

১২. আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগফল ভাজ্যের কোন দিকে থাকে?

(ক) ডানে (খ) বামে (গ) উপরে (ঘ) নিচে

১৩. ভাজ্য ৭৮৯, ভাগশেষ ৯ ও ভাজক ২৬ হলে ভাগফল কত?

(ক) ৪০ (খ) ৩০ (গ) ৫০ (ঘ) ৬০

১৪. ৪৯৮২ কে ১০০ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?

(ক) ৪৯ (খ) ৮৩ (গ) ৯৪ (ঘ) ৮২

১৫. কোন প্রক্রিয়াকে গুণের বিপরীত প্রক্রিয়া বলা হয়?

(ক) যোগ (খ) বিয়োগ (গ) ভাগ (ঘ) কোনোটিই নয়

১৬. কোনো সংখ্যাকে ৭০০ দ্বারা গুণ করলে ৯১০০ হবে?

(ক) ১৫ (খ) ১৩ (গ) ১২ (ঘ) ১৪

১৭. শূন্যকে ৫০ দ্বারা ভাগ করলে কত হবে?

(ক) ১ (খ) ৫০ (গ) ০ (ঘ) ৫

১৮. ৩০০৬০ ÷ = ৬০; খালি ঘরে কত হবে?

(ক) ৫১ (খ) ৫০১ (গ) ১০৫ (ঘ) ৫১০

১৯. ৯৫টি চকোলেট ১০ জন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি অবশিষ্ট থাকবে?

(ক) ৯টি (খ) ২টি (গ) ৪টি (ঘ) ৫টি

২০. একটি সংখ্যার ১২ গুণ ১৪৪০। সংখ্যাটি কত?

(ক) ১২০ (খ) ১০০ (গ) ১৩০ (ঘ) ১৮০

২১. ভাজক ৫৬ এবং ভাজক ভাগশেষের ৪ গুণ হলে ভাগশেষ কত?

(ক) ৬০ (খ) ১৪ (গ) ১৫ (ঘ) ২২৪

২২. নিচের কোন সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য?

(ক) ৫০৩ (খ) ৫৫২ (গ) ২২৫ (ঘ) ৬৫৪

২৩. চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?

(ক) ৯৯ (খ) ৯ (গ) ৯০ (ঘ) ১০০

২৪. দুটি সংখ্যার গুণফল ৬২৫০০। একটি সংখ্যা ২৫০ হলে অপরটি কত?

(ক) ২৭৫ (খ) ২৫০ (গ) ৩৫০ (ঘ) ২২৫

২৫. ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল কত হবে?

(ক) ৫ (খ) ০ (গ) ১০ (ঘ) ১

উত্তর : ১.গ ২.খ ৩.খ ৪.ঘ ৫.ক ৬.খ ৭.গ ৮.খ ৯.ঘ ১০.ক ১১.ক ১২.গ ১৩.খ ১৪.ঘ ১৫.গ ১৬.খ ১৭.গ ১৮.খ ১৯.ঘ ২০.ক ২১.খ ২২.গ ২৩.ক ২৪.খ ২৫.ঘ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম