এসএসসির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সাধন সরকার, শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা
১. নদনদী কোন ধরনের সম্পদ?
ক. আন্তর্জাতিক খ. ব্যক্তিগত
গ. সমষ্টিগত ঘ. জাতীয়
২. মূলধনের মালিককে কী প্রদান করা হয়ে থাকে?
ক. সুদ খ. মজুরি গ. মুনাফা ঘ. মূলধন
৩. উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদিত উপাদানকে কী বলে?
ক. শ্রম খ. মুনাফা গ. সংগঠন ঘ. মূলধন
৪. বাংলাদেশের অর্থব্যবস্থায়-
i. শ্রমিকরা মজুরি কম পান
ii. আয় বৈষম্য প্রকট
iii. শ্রমিক শোষণ বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. কোন অর্থনৈতিক ব্যবস্থায় শ্রমিক শোষণ হয়?
ক. সমাজতান্ত্রিক খ. ইসলামি গ. ধনতান্ত্রিক ঘ. মিশ্র
৬. সম্পদ কত ধরনের?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৭. জাতীয় সম্পদের উৎস কয়টি?
ক. ৫ খ. ৪ গ. ৩ ঘ. ২
৮. কোন অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো ব্যক্তিমালিকানাধীন?
ক. মিশ্র খ. ইসলামি গ. ধনতান্ত্রিক ঘ. সমাজতান্ত্রিক
৯. কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কী বলে?
ক. উপযোগ খ. চাহিদা গ. বণ্টন ঘ. উৎপাদন
১০. সম্পদের অপ্রাচুর্যতার অর্থ কী?
ক. যোগানের সীমাবদ্ধতা
খ. দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা
গ. জনগণের চাহিদা ঘ. চাহিদার সীমাবদ্ধতা
১১. ‘প্রযুক্তি’ কোন ধরনের সম্পদ?
ক. ব্যক্তিগত খ. আন্তর্জাতিক
গ. সমষ্টিগত ঘ. জাতীয়
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
খুলনা পেপার মিলে আখের ছোবড়া কাজে লাগিয়ে কাগজ তৈরি করা হয়। মিলে তৈরিকৃত কাগজ বাংলাদেশে কাগজের চাহিদা অনেকাংশে পূরণ করে।
১২. উদ্দীপকে পেপার মিলে কাগজ তৈরির প্রক্রিয়াকে কী বলে?
ক. ভোগ খ. চাহিদা গ. বণ্টন ঘ. উৎপাদন
১৩. উক্ত পেপার মিলে শ্রমিকরা কাজ করার মাধ্যমে পায়-
i. মূলধন ii. শিল্প দ্রব্য iii. মজুরি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. নিচের কোনটি অর্থনীতির ভাষায় উৎপাদন?
ক. কিছু তৈরি করা খ. সংরক্ষণ করা
গ. উপযোগ বৃদ্ধি করা ঘ. সংরক্ষণ করা
১৫. কোন অর্থনৈতিক ব্যবস্থাটি সারা বিশ্বে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য?
ক. ধনতান্ত্রিক খ. ইসলামি গ. সমাজতান্ত্রিক ঘ. মিশ্র
১৬. উৎপাদনের অপরিহার্য উপাদান হলো-
i. শ্রম ii. সংগঠন iii. মূলধন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি?
ক. ভোগকারীর স্বাধীনতা
খ. যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক
গ. কৃষকের স্বাধীনতা ঘ. ব্যক্তিমালিকানা
১৮. মুক্তবাজার অর্থনৈতিক ব্যবস্থা কোন ধরনের?
ক. সমাজতান্ত্রিক খ. ইসলামি গ. ধনতান্ত্রিক ঘ. মিশ্র
১৯. অর্থনৈতিক ব্যবস্থায় সম্পাদিত হয়-
i. উৎপাদন প্রক্রিয়া ii. ভোগ প্রক্রিয়া
iii. মূলধন প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. বৈজ্ঞানিক আবিষ্কার কোন ধরনের সম্পদ?
ক. আন্তর্জাতিক খ. ব্যক্তিগত গ. সমষ্টিগত ঘ. জাতীয়
২১. ব্রিটিশ শাসনামলে ভূস্বামীদের কী বলা হতো?
ক. প্রভু খ. রাজা গ. মালিক ঘ. জমিদার
২২. ইসলামি অর্থব্যবস্থায় উৎপাদন প্রক্রিয়া সমাজের জন্য-?
ক. ক্ষতিকর খ. ভালো
গ. শোষণহীন ও কল্যাণকর ঘ. কাম্য
২৩. ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য-
i. শ্রমিক শোষণ ii. অবাধ প্রতিযোগিতা
iii. সম্পদের মালিকানা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. অর্থনীতির ভাষায় সম্পদ কোনটি?
ক. কুয়ার পানি খ. বাতাস গ. জমি ঘ. কালিবিহীন কলম
২৫. বর্তমান বিশ্বে কত ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
২৬. ‘মহাসাগর-সাগর’ কোন ধরনের সম্পদ?
ক. ব্যক্তিগত খ. আন্তর্জাতিক
গ. সমষ্টিগত ঘ. জাতীয়
২৭. অর্থনীতির ভাষায় কোনটি সম্পদ নয়?
ক. কর্মদক্ষতা খ. নাট্যকারের প্রতিভা
গ. ফ্যানের বাতাস ঘ. সিটি করপোরেশনের পানি
২৮. উপযোগ কী?
ক. দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা খ. দ্রবসামগ্রী
গ. চাহিদা ঘ. দ্রব্যের মোট পরিমাণ
২৯. কোনো দেশের সমৃদ্ধি নির্ভর করে-
i. দেশের আর্থ-সামাজিক অবস্থার ওপর
ii. জাতীয় সম্পদের প্রকৃতির ওপর
iii. জাতীয় সম্পদের পরিমাণের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. উৎপাদনের ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই কোন অর্থব্যবস্থায়?
ক. সমাজতান্ত্রিক খ. ইসলামি গ. ধনতান্ত্রিক ঘ. মিশ্র
উত্তর: ১.ঘ ২.গ ৩.ঘ ৪.ঘ ৫.গ ৬.ঘ ৭.ঘ ৮.গ ৯.ক ১০.ক ১১.খ ১২.ঘ ১৩.খ ১৪.গ ১৫.ঘ ১৬.ঘ ১৭.খ ১৮.গ ১৯.ক ২০.ক ২১.ঘ ২২.গ ২৩.ঘ ২৪.গ ২৫.গ ২৬.খ ২৭.খ ২৮.ক ২৯.গ ৩০.গ।
এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের পুনর্বিন্যাসকৃত সিলেবাস
২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস
* বাংলা প্রথম পত্র : গদ্য-প্রত্যুপকার, সুভা বই পড়া, আম-আঁটির ভেঁপু, মানুষ মুহাম্মদ (স.), নিমগাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, একুশের গল্প। কবিতা-কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, উমর ফারুক, সেইদিন এই মাঠ, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য যে স্বাধীনতা, বোশেখ। উপন্যাস-১৯৭১ (হুমায়ূন আহমেদ)।
* বাংলা দ্বিতীয় পত্র : পরিচ্ছেদ-৫-৮ (১.১ ও ১.২), ৯-১২ (১.৫), ১৭-২২ (১.১০), ২৩ (১.১১), ২৪-৫ (১.১০), ৩১ (১.৬), ৩২-৩৩ (১.৯), ৩৪ (১.৬), ৩৯ (১.১৪), ৪০ (২.৪), ৪১-৪৩ (১.১৪)।
* গণিত : সেট ও ফাংশন, বীজগাণিতিক রাশি, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, ত্রিকোণমিতিক অনুপাত, অনুপাত ও সমানুপাত, পরিমিতি, পরিসংখ্যান।
* পদার্থবিজ্ঞান : অধ্যায়-১ম-৪র্থ, ৭ম, ৮ম, ১০ম।
* রসায়ন : অধ্যায়সমূহ-৩য়-৫ম (আংশিক), ৬ষ্ঠ, ৭ম, ১১শ (আংশিক)।
* জীববিজ্ঞান : অধ্যায়সমূহ-১ম-৪র্থ, ১১শ, ১২শ।
* উচ্চতর গণিত : অধ্যায়সমূহ-২য়, ৭ম, ১০ম, ৮ম (আংশিক) ১২তম, ৯ম, ১১তম, ১৪তম।
* English First : UI-1(1,3): U2-1(1, 2, 3, 4, 5): U3-1(1, 2, 3, 4, 5): U6-1(1, 2, 3, 4, 5) U10-1(1, 2, 3, 4); U11-1(1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11); U13-1(1, 2, 3); U16
* English Second : Articles, Determiners, Degree of Comparisons, Quantifiers, Regular & Irregular verbs, be verbs, finite verbs, Transitive
* Intransitive, Infinitive, Gerund, Participle, Modals, Adverbs & Adverbial, Prepositions, Types of Sentences (Affirmative, Negative, Exclamatory, Simple complex, compound).
WII Questions, Tag Questions, Connectors, Punctuation & Capitaliæation, Paragraph, CV with cover letter, Composition
* ইসলাম ধর্ম : অধ্যায় ১-পাঠ (২, ৬, ৭, ৮, ৯, ১৩, ১৪); অধ্যায় ২-পাঠ (১, ৫, ৮, ৯, ১০, ১২, ১৫, ১৯, ২১, ২২, ২৩, ২৪); অধ্যায় ৩-পাঠ (২, ৩, ৪, ৬, ৭, ৮, ১০, ১২, ১৩); অধ্যায় ৪-পাঠ (২, ৩, ১০, ১৫, ১৮, ২২); অধ্যায় ৫-পাঠ (১, ৪, ৫, ১০, ১১)।
* হিন্দুধর্ম শিক্ষা : অধ্যায় ১-পরিচ্ছেদ ১, ২। অধ্যায়- ৪, ৬, ৮, ৯, ১০।
* তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : অধ্যায়-২, ৪, ৫, ৬।
* বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অধ্যায় ২, ৩, ৬, ১০, ১১, ১৩।
* কৃষি শিক্ষা : অধ্যায়-১, ২, ৪ (আংশিক), ৫ (আংশিক)।
* হিসাববিজ্ঞান : অধ্যায়-১, ৩, ৪, ৬, ৭, ৯, ১০।
* ব্যবসায় উদ্যোগ : অধ্যায়-১, ২, ৪, ৬, ৮, ৯, ১১।
* ফিন্যান্স ও ব্যাংকিং : অধ্যায়-১, ৪, ৫, ৬, ৯, ১০, ১১।
* বিজ্ঞান : অধ্যায়-১, ২, ৩, ৭, ১০, ১১।
* অর্থনীতি : অধ্যায় ২, ৩, ৪, ৬, ৭, ১০, ১১।
* পৌরনীতি : অধ্যায় ১, ৩, ৪, ৬, ৭, ৮।
* ইতিহাস : অধ্যায় ২, ৪, ৬, ৮, ৯, ১০।
* ভূগোল : অধ্যায় ১, ২, ৩, ৪, ৫, ১০, ১৪।
