৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৭২)
সাধারণ বিজ্ঞান
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
১. হ্যান্ড স্যানিটাইজারে সাধারণত কোন উপাদানটি ব্যবহার করা হয়?
ক. অ্যালডিহাইড খ. অ্যাসিটিক অ্যাসিড
গ. অ্যালকোহল ঘ. ফরমালিন
২. আয়োডিনের অভাবে কোন গ্রন্থি ফুলে যায়?
ক. পিটুইটারি খ. থাইরয়েড
গ. থাইমাস ঘ. অ্যাডরেনাল
৩. নিচের কোনটিতে মুক্ত ইলেকট্রন থাকে না?
ক. পরিবাহী খ. অপরিবাহী
গ. অর্ধ পরিবাহী ঘ. সুপরিবাহী
৪. যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে কী বলে?
ক. জেনারেটর খ. তড়িৎ মোটর
গ. ট্রান্সফর্মার ঘ. রেগুলেটর
৫. কোনটির আবিষ্কারের মধ্য দিয়ে ইলেকট্রনিক্সের প্রকৃত যাত্রা শুরু হয়?
ক. এডিসন ক্রিয়া
খ. গতির সূত্রাবলি
গ. থমসন ক্রিয়া
ঘ. হল ক্রিয়া
৬. কোনটি ফল পাকাতে সাহায্য করে?
ক. অক্সিন খ. ইথিলিন
গ. সাইটোকাইনিন ঘ. জিবেরেলিন
৭. চর্বি এবং তেল গঠিত হয় কোনটির সাহায্যে?
ক. কার্বন, হাইড্রোজেন ও নাইট্রোজেন
খ. কার্বন, অক্সিজেন ও নাইট্রোজেন
গ. কার্বন, অক্সিজেন ও ক্লোরিন
ঘ. কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন
৮. কোন কোষে একার্ধিক নিউক্লিয়াস থাকে?
ক. জনন কোষ খ. পেশি কোষ
গ. স্নায়ু কোষ ঘ. কোনটিই নয়
৯. নিচের কোনটি DNA-এর নাইট্রোজেন বেস?
ক. গোয়ানিন খ. ইউরাসিল
গ. পাইরিডক্সিন ঘ. অ্যাসপারজিন
১০. সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল কোনটি?
ক. আমলকী খ. কামরাঙ্গা
গ. লিচু ঘ. পেয়ারা
১১. নিচের কোনটিতে সর্বাধিক সংখ্যক স্থিতিশীল (Stable) আইসোটোপ রয়েছে?
ক. অক্সিজেন খ. কার্বন
গ. টিন ঘ. ক্লোরিন
১২. বিদ্যুৎ প্রবাহের একক কোনটি?
ক. কেলভিন খ. অ্যাম্পিয়ার
গ. ক্যান্ডেলা ঘ. মোল
১৩. চাঁদে g-এর মান পৃথিবীর-
ক. ভাগ খ. ভাগ
গ. ভাগ ঘ. ভাগ
১৪. হাইড্রোজেনের আইসোটোপ নয় কোনটি?
ক. হাইড্রোজেন খ. ডিউটেরিয়াম
গ. টিউটেরিয়াম ঘ. প্লাটিনাম
১৫. যে তাপমাত্রায় চুম্বক তার চুম্বকত্ব হারায়, তাকে কী বলে?
ক. কুরি তাপমাত্রা
খ. আপেক্ষিক তাপমাত্রা
গ. সর্বোচ্চ তাপমাত্রা
ঘ. পরম শূন্য তাপমাত্রা
১৬. মানুষের শব্দানুভূতির স্থায়িত্বকাল কত?
ক. ০.১ সেকেন্ড খ. ১ সেকেন্ড
গ. ১০ সেকেন্ড ঘ. ০.০০১ সেকেন্ড
১৭. প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের পৃষ্ঠের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হতে হবে?
ক. ১৬ মিটার খ. ১৬.৬ মিটার
গ. ২ মিটার ঘ. ১০ মিটার
১৮. মরিচার সংকেত কোনটি?
ক. Fe₂O₃. 3H₂O খ. Fe₂O₂. 2H₂O
গ. Fe₂O₂. 3H₂O ঘ. Fe₂O₃
১৯. রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়?
ক. O+ খ. A+
গ. B+ ঘ. AB+
২০. কোন ভিটামিনটি পানিতে দ্রবণীয়?
ক. A খ. B
গ. D ঘ. K
উত্তর : ১গ ২খ ৩খ ৪ক ৫ক ৬খ ৭ঘ ৮খ ৯ক ১০ঘ ১১গ ১২খ ১৩ক ১৪ঘ ১৫ক ১৬ক ১৭খ ১৮ক ১৯ক ২০খ।
গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
