Logo
Logo
×

টিউটোরিয়াল

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের গণিত প্রস্তুতি

Icon

মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক, কে এইচ আইডিয়াল স্কুল, দক্ষিণ মুগদা, ঢাকা

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অধ্যায় ৩ : চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১৫. পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৬০ বছর। পিতার বয়স কন্যার বয়সের ৩ গুণ হলে, কন্যার বয়স বের করতে কোন কোন প্রক্রিয়া ব্যবহার করতে হবে?

(ক) গুণ ও ভাগ (খ) বিয়োগ ও যোগ

(গ) যোগ ও ভাগ (ঘ) ভাগ ও গুণ

১৬. নিচের কোন সূত্রটি সঠিক ধারায় বিন্যাসকৃত?

(ক) ভাজকxভাজ্য+ভাগশেষ=ভাগফল

(খ) ভাজকxভাগফল+ভাগশেষ=ভাজ্য

(গ) ভাজকxভাগশেষ+ভাগফল=ভাজ্য

(ঘ) ভাজ্যxভাগফল+ভাগশেষ=ভাজক

১৭. পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে ১ বিয়োগ করলে কোন সংখ্যাটি পাওয়া যাবে?

(ক) ১০০০১ (খ) ১০০০০

(গ) ৯৯৯৯ (ঘ) ৯৯৯

১৮. ৮টি ডিমের দাম ৭২ টাকা। এরূপ ১৫টি ডিম ক্রয় করতে কত টাকার প্রয়োজন?

(ক) ১০৮ টাকা (খ) ১২০ টাকা

(গ) ২৩৫ টাকা (ঘ) ১৩৫ টাকা

১৯. ১ ডজন পেনসিলের দাম ৪৮ টাকা হলে, ৮টি পেনসিলের দাম কত?

(ক) ৩২ টাকা (খ) ১৬ টাকা

(গ) ২৪ টাকা (ঘ) ৬ টাকা

২০. নিচের কোন গাণিতিক বাক্যটি সঠিক?

(ক) (১০x৩) ÷ (৫x২)=৪০ (খ) (১০x৩)+(৫x২)=৪০

(গ) (১০x৩)-(৫x২)=৪০ (ঘ) (১০x৩)x(৫x২)=৪০

২১. নিচের কোনটি সঠিক?

(ক) ভাজ্য=ভাজকxভাগফল÷ভাগশেষ

(খ) ভাজক=(ভাজ্য-ভাগশেষ)÷ভাগফল

(গ) ভাগফল=(ভাজ্য-ভাগশেষ)xভাজক

(ঘ) ভাজ্য=(ভাজক÷ভাগফল)÷ভাগশেষ

২২. একটি কাজ ৩০০ জন লোক ২০ দিনে সম্পন্ন করতে পারে। কাজটি ৪০ দিনে সম্পন্ন করতে কতজন লোক লাগবে?

(ক) ১৫ জন (খ) ৬০ জন

(গ) ১৫০ জন (ঘ) ৬০০ জন

২৩. নিচের কোন রাশিমালাটি (৩৫÷৫)+১৪-এর সমান হবে?

(ক) ২x(৫+৩৪) (খ) (২x৫)+৩৪

(গ) ৩৪x(৫x২) (ঘ) ১১+(৫x২)

২৪. ৫টি কলমের মূল্য ৬০ টাকা হলে ১০টি কলমের মূল্য কত?

(ক) ১২০ টাকা (খ) ২২০ টাকা

(গ) ৩০০ টাকা (ঘ) ৬০০ টাকা

২৫. গাণিতিক বাক্যে বন্ধনী না থাকলে কোন প্রক্রিয়ার কাজটি আগে করতে হয়?

(ক) যোগ (খ) বিয়োগ (গ) গুণ (ঘ) ভাগ

২৬. ৮টি ডিমের দাম ৭২ টাকা। এরূপ ১৫টি ডিম ক্রয় করতে কত টাকা প্রয়োজন হবে? (প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২)

(ক) ১৫৬ টাকা (খ) ১৩৫ টাকা

(গ) ১২০ টাকা (ঘ) ৮৭ টাকা

২৭. হাবিবের কাছে ৩৪০ টাকা আছে। সে প্রতিদিন ২৫ টাকা করে খরচ করলে কততম দিনে তার টাকা শেষ হবে?

(ক) ১২ (খ) ১৩ (গ) ১৪ (ঘ) ১৫

২৮. মাতা ও কন্যার বয়সের সমষ্টি ৬০ বছর। মাতার বয়স কন্যার বয়সের ৪ গুণ হলে কন্যার বয়স কত?

(ক) ১৫ বছর (খ) ১২ বছর

(গ) ১৫ বছর (ঘ) ২০ বছর

১৫. (গ) যোগ ও ভাগ ১৬. (খ) ভাজকxভাগফল+ভাগশেষ=ভাজ্য ১৭. (গ) ৯৯৯৯ ১৮. (ঘ) ১৩৫ টাকা ১৯. (ক) ৩২ টাকা ২০. (খ) (১০x৩) + (৫x২) =৪০ ২১. (খ) ভাজক=(ভাজ্য-ভাগশেষ) ÷ ভাগফল ২২. (গ) ১৫০ জন ২৩. ১১+(৫x২) ২৪. (ক) ১২০ টাকা ২৫. (ঘ) ভাগ ২৬. (খ) ১৩৫ টাকা ২৭. (গ) ১৪ ২৮. (গ) ১৫ বছর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম