|
ফলো করুন |
|
|---|---|
ওপেন টু বাইস্কোপ বাংলাদেশের গ্রামীণ খেলাধুলার মধ্যে অন্যতম। বিশেষ করে মেয়েদের কাছে ওপেন টু বাইস্কোপ খেলাটি আজ পর্যন্ত জনপ্রিয়তা পেয়ে আসছে। ‘ওপেন টু বাইস্কোপ’ ছড়াটি আবৃত্তি করে খেলাটি খেলতে হয়। দু’জন দলপতি ফুল অথবা ফলের নামে নিজেদের দলের নাম নির্বাচন করে। তারা মুখোমুখি দাঁড়িয়ে দু’হাত দিয়ে একটি তোরণ নির্মাণ করে। খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা পরস্পরের কাঁধে হাত রেখে রেলগাড়ির মতো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছড়াটি বলতে বলতে এ তোরণের নিচ দিয়ে যাতায়াত করতে থাকে। ছড়া শেষ হওয়ার মুহূর্তে যে খেলোয়াড় তোরণের মধ্যে অবস্থান করে, তাকে দলপতিরা হাতের মধ্যে বন্দি করে। তারা তাকে জিজ্ঞাসা করে সে কোন দলে যোগ দেবে। তখন সে তার পছন্দের দলে যোগ দেয়। এভাবে প্রতিটি খেলোয়াড় দুই দলে বিভক্ত হয়।
