Logo
Logo
×

টিউটোরিয়াল

৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৭৩)

বাংলা ভাষা ও সাহিত্য

Icon

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১. ‘খিড়কি’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. বাতায়ন খ. গুপ্তপথ

গ. চিলেকোঠা ঘ. সিংহদ্বার

২. মেঘনাদবধ কাব্যের কত নম্বর সর্গে মেঘনাদের মৃত্যু ঘটে?

ক. ষষ্ঠ খ. সপ্তম

গ. অষ্টম ঘ. নবম

৩. কোনটি বিষমীভবনের উদাহরণ?

ক. পদ্ম >পদ্দ খ. লাল >নাল

গ. দেশি > দিশি ঘ. পুথি >পুঁথি

৪. বাংলা সাহিত্যের ইতিহাসে কাকে ‘হাসির রাজার গান’ নামে আখ্যায়িত করা হয়?

ক. সিকান্দার আবু জাফর

খ. মানিক বন্দ্যোপাধ্যায়

গ. বসন্ত রঞ্জন রায়

ঘ. দ্বিজেন্দ্র লাল রায়

৫. কোন গ্রন্থটি আলাওল রচিত নয়?

ক. পদ্মাবতী খ. তোহফা

গ. ইউসুফ-জোলেখা ঘ. হপ্তপয়কর

৬. ‘প্রদোষে প্রাকৃতজন’ গ্রন্থটি রচনা করেন-

ক. শওকত আলী খ. সৈয়দ শামসুল হক

গ. শওকত ওসমান ঘ. সেলিম আল দীন

৭. মুনীর চৌধুরী কোন গ্রন্থ রচনার জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?

ক. কবর খ. পলাশী ব্যারাক ও অন্যান্য

গ. রক্তাক্ত প্রান্তর ঘ. চিঠি

৮. ‘পয়জার’ শব্দটির অর্থ কী?

ক. পাদুকা খ. পরাজয়

গ. পরিণয় ঘ. পর্যাপ্ত

৯. বাংলা ব্যঞ্জনবর্ণের প্রতিবর্গের পঞ্চম বর্ণের ধ্বনিটি-

ক. ঘোষধ্বনি খ. অঘোষধ্বনি

গ. মহাপ্রাণধ্বনি ঘ. নাসিক্য ধ্বনি

১০. বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ কোনটি?

ক. রাজাপ্রতাপাদিত্য চরিত্র খ. ইতিহাসমালা

গ. লিপিমালা ঘ. হিতোপদেশ

১১. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?

ক. মৃত্যুক্ষুধা খ. বাঁধনহারা

গ. কুহেলিকা ঘ. প্রহেলিকা

১২. ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. মুনীর চৌধুরী খ. শওকত ওসমান

গ. রাবেয়া খাতুন ঘ. সেলিনা হোসেন

১৩. ‘প্রত্যূষ’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. প্রতি + উষ খ. প্রতি + ঊষ

গ. প্রত্য + উষ ঘ. প্রত্য + ঊষ

১৪. ‘চন্দ্রাবতী’ কাব্যটির রচয়িতা কে?

ক. আলাওল খ. শামসের আলী

গ. কোরেশী মাগন ঠাকুর ঘ. দৌলত কাজী

১৫. কোন বাক্যটি শুদ্ধ?

ক. কেবলমাত্র তুমি যাবে

খ. এতে আশ্চর্য হলাম

গ. বিবিধ জিনিস কিনলাম

ঘ. এ সংবাদে সন্তোষ হলাম

১৬. ‘অনুর পাঠশালা’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. বুদ্ধদেব বসু খ. সমরেশ বসু

গ. আল মাহমুদ ঘ. মাহমুদুল হক

১৭. ‘একজন মুক্তিযোদ্ধার আত্মসমর্র্পণ’ কবিতাটি কার লেখা?

ক. রফিক আজাদ খ. আবু জাফর শামসুদ্দিন

গ. আখতারুজ্জামান ইলিয়াস ঘ.শামসুর রাহমান

১৮. ‘সহজে হয়ে গেল বলা’- এখানে ‘সহজে’ শব্দটি কীসের উদাহরণ?

ক. নির্ধারক বিশেষণ খ. ক্রিয়া বিশেষণ

গ. বিশেষণের বিশেষণ ঘ. বিশেষণের অতিশায়ন

১৯. ‘ঈগল হত্যা বার্ষিকী, একুশে’ কবিতাটি কার লেখা?

ক. জহির রায়হান খ. আজীজুল হক

গ. আহসান হাবীব ঘ. সৈয়দ শামসুল হক

২০. কাজী নজরুল ইসলামের পর সাহিত্যে সবচেয়ে বেশি আরবি-ফারসি শব্দ ব্যবহার করেন-

ক. আবু সায়ীদ আইউব খ. সৈয়দ মুজতবা আলী

গ. জসীমউদ্দীন ঘ. আহসান হাবীব

উত্তর : ১ঘ ২ক ৩খ ৪ঘ ৫গ ৬ক ৭গ ৮ক ৯ঘ ১০ক ১১খ ১২খ ১৩খ ১৪গ ১৫গ ১৬ঘ ১৭ক ১৮খ ১৯খ ২০খ।

গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম