Logo
Logo
×

টিউটোরিয়াল

দশম শ্রেণির শিক্ষার্থীদের কৃষিশিক্ষা

Icon

দেওয়ান সামছুর রহমান, সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১ম অধ্যায় : কৃষি প্রযুক্তি

১। ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম কোনটি?

ক) মাটি খ) সার গ) কৃষক ঘ) প্রযুক্তি

২। ধান গাছ কোন মাটি পছন্দ করে?

ক) বেলেমাটি খ) কাদা দোআঁশ মাটি গ) বেলে দোআঁশ মাটি ঘ) পলি মাটি

৩। বেলে দোআঁশ মাটির পছন্দকৃত ফসল কোনটি?

ক) ধান খ) আখ গ) পাট ঘ) বাদাম

৪। কৃষকের ভাষায় ভূ-পৃষ্ঠের কতটুকু গভীর স্তরকে মাটি বলা হয়?

ক) ১০ - ১২ সে.মি. খ) ১২ - ১৫ সে. মি. গ) ১৫ - ১৮ সে. মি. ঘ) ১৮ - ২০ সে. মি.

৫। বাংলাদেশের মাটি কোন নদীর পলি দ্বারা গঠিত?

i) গঙ্গা ii) ব্রহ্মপুত্র iii) মেঘনা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

৬। বাংলাদেশের প্রধান ফসল হলো -

ক) গম খ) ভুট্টা গ) ধান ঘ) আলু

৭। গম উৎপাদনের ক্ষেত্রে মাটির PH কত হলে ভালো হয়?

ক) ৪.০ থেকে ৫.০ খ) ৪.০ থেকে ৭.০ গ) ৫.০ থেকে ৮.০ ঘ) ৬.০ থেকে ৭.০

৮। ধান উৎপাদনের জন্য উপযোগী নয় যে মাটি?

ক) কংকর ও বেলেমাটি খ) এঁটেল দোআঁশ মাটি গ) এঁটেল মাটি ঘ) দোআঁশ মাটি

৯। গম চাষের জন্য উপযুক্ত জেলা কোনটি?

i) রংপুর ii) সুনামগঞ্জ iii) টাঙ্গাইল

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

১০। মাটির PH মাত্রা নিরপেক্ষ মাত্রার কাছাকাছি থাকলে কোন ফসলটি ভালো হয়?

ক) গোল আলু খ) টমেটো গ) গম ঘ) ধান

১১। মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে?

ক) ৩০টি খ) ২৫টি গ) ২০টি ঘ) ১০টি

১২। মাটির গঠন ও প্রকৃতি অনুসারে কৃষি পরিবেশ অঞ্চলগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?

ক) ৩ ভাগে খ) ৪ ভাগে গ) ৫ ভাগে ঘ) ৬ ভাগে

১৩। কোন মাটিতে প্রায় সব রকম ফসল ফলে?

ক) বেলে মাটি খ) দোআঁশ মাটি গ) এটেল মাটি ঘ) কাদামাটি

১৪। কোনটি বৃষ্টিনির্ভর রবি মৌসুমের ফসল?

ক) রোপা আউশ খ) মুগ গ) ভুট্টা ঘ) মরিচ

১৫। পাহাড়ি ও পাদভূমি অঞ্চলের কত শতাংশ ভূমি উঁচু?

ক) ৬০ শতাংশ খ) ৭৫ শতাংশ গ) ৯০ শতাংশ ঘ) ১০০ শতাংশ

১৬। কোন অঞ্চলের মাটিতে পটাশ জাত খনিজ পদার্থ রয়েছে?

ক) মধুপুর অঞ্চল খ) পাহড়ি অঞ্চল গ) উপকূলীয় অঞ্চল ঘ) পাদভূমি অঞ্চল

১৭। কোন এলাকাটি উপকূলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত?

i) দিনাজপুর ii) ভোলা iii) বরিশাল

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৮। উপকূলীয় অঞ্চলের খরিপ-১ এর উল্লেখযোগ্য ফসল কোনটি?

ক) সরিষা খ) কাঁকরোল গ) শিম ঘ) ভুট্টা

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :

সুলতান মিয়ার বাড়ি কক্সবাজার। এ অঞ্চলের মাটি দোআঁশ হওয়াতে তিনি সারা বছরই কৃষিপণ্য উৎপাদন করতে পারেন এবং এলাকাতে তিনি সফল কৃষক হিসাবে গণ্য।

১৯। সুলতান মিয়া কোন মৃত্তিকা অঞ্চলের কৃষক?

ক) বরেন্দ্র ও মধুপুর অঞ্চল

খ) পাহাড়ি ও পাদভূমি অঞ্চল

গ) উপকূলীয় অঞ্চল

ঘ) সমভূমি অঞ্চল

২০। কক্সবাজার অঞ্চলের খরিপ-২ মৌসুমের ফসল কোনটি?

ক) রোপা আমন খ) বোনা আউশ গ) আখ ঘ) গম

২১। কৃষির যত কাজ আছে তম্মধ্যে গুরুত্বপূর্ণ কোনটি?

ক) জমি চাষ খ) জমি প্রস্তুত

গ) সেচ কাজ ঘ) ফসল বিক্রি

২২। কোন ফসলটি বাংলাদেশে সারা বছর চাষ করা হয়?

ক) গম খ) সরিষা গ) ধান ঘ) পাট

২৩। গম কোন মৌসুমের ফসল?

ক) খরিপ-১ খ) খরিপ-২ গ) বর্ষা মৌসুম ঘ) রবিশস্য

২৪। গম চাষের জন্য জমিকে কয়বার আড়াআড়ি চাষ দিতে হয়?

ক) ২ - ৩ বার খ) ৩ - ৪ বার

গ) ৪ - ৫ বার ঘ) ৫ - ৬ বার

২৫। বাংলাদেশে কোন জাতীয় শস্যের জন্য জমি চাষ করা হয় না?

ক) ডাল খ) গম গ) সরিষা ঘ) ধান

উত্তর : ১.ক ২.খ ৩.ঘ ৪.গ ৫.ঘ ৬.গ ৭.ঘ ৮.ক ৯.খ ১০.খ ১১.ক ১২.গ ১৩.খ ১৪.ঘ ১৫.গ ১৬.ক ১৭.গ ১৮.খ ১৯.খ ২০.ক ২১.খ ২২.গ ২৩.ঘ ২৪.খ ২৫.ক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম