দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
বাংলা দ্বিতীয়পত্র * বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বাংলা দ্বিতীয়পত্র
উজ্জ্বল কুমার সাহা, প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বহুনির্বাচনি প্রস্তুতি
১. স্বরভক্তির অপর এক নাম কী?
√ক. বিপ্রকর্ষ খ. অভিশ্রুতি
গ. অন্ত্যস্বরাগম ঘ. অপিনিহিতি
২. বাংলা ভাষার মূল উৎস কী?
ক. হিন্দি ভাষা √খ. বৈদিক ভাষা
গ. কানাড়ি ভাষা ঘ. অনার্য ভাষা
৩. কোন স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয়?
ক. প্রসারিত আকারে
খ. অর্ধপ্রসারিত আকারে
√গ. সংক্ষিপ্ত আকারে
ঘ. অর্ধসংক্ষিপ্ত আকারে
৪. কোন্ মৌলিক স্বরধ্বনিটির কোনো লিখিত রূপ নেই?
ক. আ খ. অ
গ. ই √ঘ. এ্যা
৫. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ‘নিমিত্ত’ অর্থ প্রকাশ করছে?
ক. এখন আমি যেতে চাই
খ. এখন ট্রেন ধরতে হবে
গ. পদ্মফুল দেখতে সুন্দর
√ঘ. মেলা দেখতে ঢাকা যাব
৬. কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
ক. গৃহী খ. বিধাতা √গ. সপত্নী ঘ. কাঙ্গালিনী
৭. ‘আনী’ স্ত্রী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. বাঘিনী √খ. চাকরানী
গ. ভাগনী ঘ. জেলেনী
৮. ‘লগ্ন>লগ্গ’ কোন সমীভবন?
√ক. প্রগত খ. পরাগত
গ. মধ্যগত ঘ. অন্যান্য
৯. কোন প্রকারে সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম?
√ক. তৎসম সন্ধি খ. বাংলা সন্ধি
গ. স্বরসন্ধি ঘ. ব্যঞ্জনসন্ধি
১০. পাতিসনে শিলাতনে পদ্মপাতা-বাক্যটিতে কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. আদেশ √খ. উপদেশ গ. অনুরোধ ঘ. অভিশাপ
১১. ‘মস্যাধার’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. মৎস+আধার খ. মৎস্য+আধার
√গ. মসী+আধার ঘ. মসি+আধার
১২. ‘শশাঙ্ক’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. খরগোশ খ. সমুদ্র গ. সূর্য √ঘ. চাঁদ
১৩. “কোনোভাবেই যা নিবারণ করা যায় না”-এক কথায় কী হবে?
ক. দুনির্বার খ. দুর্দমনীয়
গ. অদম্য √ঘ. অনিবার্য
১৪. ‘‘কলকলিয়ে উঠ সেথায় নারীর প্রতিবাদ’’- এখানে ধ্বন্যাত্মক দ্বিরুক্তিটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
ক. বিশেষ্য খ. বিশেষণ
√গ. ক্রিয়া ঘ. ক্রিয়া বিশেষণ
১৫. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন?
ক. বড় বড় মাঠ
√খ. এটাই করিমদের বাড়ি
গ. সিংহ বনে থাকে
ঘ. হস্তিযূথ মাঠে ফসল নষ্ট করেছে
১৬. ক্রিয়াপদকে ‘কী’ বা ‘কাকে’ দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে কী বলে?
√ক. কর্মপদ খ. অব্যয় পদ
গ. সর্বনাম পদ ঘ. ক্রিয়া বিশেষণ
১৭. ‘রাজপুত’ কোন শব্দের উদাহরণ?
√ক. যোগরূঢ় শব্দ খ. মৌলিক শব্দ
গ. রূঢ়ি শব্দ ঘ. যৌগিক শব্দ
১৮. কোনটি ‘আদর’ অর্থে তদ্ধিত প্রত্যয় ব্যবহার হয়েছে?
ক. ঢাক+আই=ঢাকাই
√খ. কানু+আই=কানাই
গ. বাহাদুর+ই=বাহাদুরি
ঘ. লাজ+উক=লাজুক
১৯. সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে কোন ক্রিয়ায় রূপান্তরিত করে?
ক. সমাপিকা ক্রিয়ায় খ. দ্বিকর্মক ক্রিয়ায়
√গ. সকর্মক ক্রিয়ায় ঘ. অসমাপিকা ক্রিয়ায়
২০. কোনটি ভাববাচক বিশেষ্য?
ক. মাইকেল খ. লণ্ঠন
গ. তারল্য √ঘ. দর্শন
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সাধন সরকার
শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয় মুন্সীগঞ্জ
সৌরজগৎ ও ভূমণ্ডল
বহুনির্বাচনি প্রশ্ন
১. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
ক) শুক্র খ) বুধ গ) পৃথিবী ঘ) শনি
২. সূর্যের শতকরা কতভাগ হিলিয়াম গ্যাস রয়েছে?
ক) ৪৩ খ) ৪৪ গ) ৪৯ ঘ) ৫৬
৩. পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ কত ডিগ্রি?
ক) ৯০ ডিগ্রি খ) ১৮০ ডিগ্রি
গ) ২৭০ ডিগ্রি গ) ৩৬০ ডিগ্রি
৪. সূর্য কী দ্বারা গঠিত?
ক) গ্যাসীয় পদার্থ খ) কঠিন পদার্থ
গ) মিশ্র পদার্থ ঘ) তরল পদার্থ
৫. শনির উপগ্রহ কয়টি?
ক) ৫৯ খ) ৬২ গ) ৬০ ঘ) ৭১
৬. গুরুমণ্ডল গঠিত-
i. অক্সিজেন দ্বারা ii. ম্যাগনেসিয়াম দ্বারা
iii. সিলিকন দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii গ) i ও ii ঘ) i, ii ও iii
৭. দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে বেষ্টনকারী রেখা-
i. বিষুবরেখা ii. নিরক্ষবৃত্ত iii. নিরক্ষরেখা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii গ) i ও ii ঘ) i, ii ও iii
৮. পাঁচটি প্রমাণ সময় রয়েছে কোন দেশের?
ক) যুক্তরাষ্ট্র খ) জাপান গ) কানাডা ঘ) চীন
৯. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
ক) বুধ খ) শুক্র গ) পৃথিবী ঘ) মঙ্গল
১০. মঙ্গল গ্রহের উপগ্রহ কোনটি?
ক) ডিমোস খ) এরাকাস গ) চাঁদ ঘ) ফেবোস
নিচের উদ্দীপক পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:
রুমি বই পড়ে জানতে পারল, উজ্জ্বল একটি নক্ষত্র অন্যান্য গ্রহ ও উপগ্রহকে নিয়ন্ত্রণ করছে। আর আমাদের পৃথিবীর সঙ্গে ওই নক্ষত্রটির ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।
১১. উদ্দীপকে উজ্জ্বল নক্ষত্রটির নাম কী?
ক) মঙ্গল খ) পৃথিবী গ) সূর্য ঘ) ধূমকেতু
১২. উক্ত নক্ষত্রের ফলে-
i. পৃথিবী আলোকিত হয়
ii. পৃথিবীতে প্রাণের স্পন্দন জাগে
iii. পৃথিবীতে ভূমিকম্পন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii গ) i ও ii ঘ) i, ii ও iii
১৩. বাংলাদেশের দীর্ঘতম দিন কোনটি?
ক) ২১ জুন খ) ২২ ডিসেম্বর
গ) ২১ মার্চ ঘ) ২২ জানুয়ারি
১৪. চট্টগ্রাম বন্দরে কখন জাহাজ ভিড়ে?
ক) ভাটার সময় খ) মরা কটালে
গ) জোয়ার হলে ঘ) তেজ কটালে
১৫. সূর্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?
ক) হাইড্রোজেন খ) হিলিয়াম
গ) নাইট্রোজেন ঘ) সালফার
১৬. সর্বোচ্চ অক্ষাংশ কত ডিগ্রি?
ক) ১৮০ খ) ৯০ গ) ৩৬০ ঘ) ২৭০
নিচের উদ্দীপক পড়ে ১৭, ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:
১৭. চিত্রে C চিহ্নিত গ্রহের সঙ্গে B চিহ্নিত গ্রহের পার্থক্য-
i. C চিহ্নিত গ্রহে তাপমাত্রা কম
ii. B চিহ্নিত গ্রহে তাপমাত্রা বেশি
iii. দুই গ্রহের দূরত্ব সমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii গ) i ও ii ঘ) i, ii ও iii
১৮. উদ্দীপকে অ চিহ্নিত গ্রহের নাম কী?
ক) বুধ খ) শুক্র গ) পৃথিবী ঘ) মঙ্গল
১৯. উদ্দীপকে ই চিহ্নিত গ্রহের নাম কী?
ক) বুধ খ) মঙ্গল গ) পৃথিবী ঘ) শনি
২০. জোয়ার-ভাটার প্রভাবে-
i. নদীর মোহনায় পলি জমা হয়
ii. নদী খাত গভীর হয়
iii. নদীর তীর পরিষ্কার থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii গ) i ও ii ঘ) i, ii ও iii
২১. পৃথিবীর দিন-রাত্রি সমান হওয়ার মাস-
i. সেপ্টেম্বর ii. জুন iii. মার্চ
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii গ) i ও ii ঘ) i, ii ও iii
উত্তর : ১খ ২খ ৩ঘ ৪ক ৫খ ৬খ ৭ঘ ৮গ ৯খ ১০ঘ ১১গ ১২গ ১৩ক ১৪গ ১৫ক ১৬খ ১৭গ ১৮ক ১৯গ ২০ঘ ২১ক।
