৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৭৪)
সাধারণ বিজ্ঞান
প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
১. ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থ কোনটি?
ক. সেলিনিয়াম খ. সোডিয়াম
গ. রুবিয়াম ঘ. মলিবডেনাম
২. গ্যাস মাস্কের প্রধান উপাদান কোনটি?
ক. কার্বন খ. কাঠকয়লা
গ. ফসফরাস পেন্টা-অক্সাইড ঘ. পিট কয়লা
৩. কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?
ক. অ খ. ঊ
গ. ঈ ঘ. উ
৪. নিচের কোনটি রক্তজমাট বাঁধতে সাহায্য করে?
ক. লোহিত রক্ত কণিকা খ. শ্বেত রক্ত কণিকা
গ. অনুচক্রিকা ঘ. গ্রানুলোসাইট
৫. মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
ক. ৩৬.৮৯° সেলসিয়াস
খ. ৯৮.৪° সেলসিয়াস
গ. ৪০° সেলসিয়াস
ঘ. ৪২° সেলসিয়াস
৬. কোনটি পরম শূন্য তাপমাত্রা?
ক. - ২৭৩° সেলসিয়াস
খ. ২৭৩° সেলসিয়াস
গ. ৩৪° সেলসিয়াস ঘ. ৪° সেলসিয়াস
৭. কোনটি তাপ অপরিবাহী?
ক. ফেল্ট খ. কাঁচ
গ. বায়ু ঘ. তামা
৮. পানির ঘনত্ব কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেশি থাকে?
ক. ৪° খ. ০°
গ. ১০০° ঘ. ২৭২°
৯. পাহাড়ি রাস্তার বাঁকে কোনটি ব্যবহার করা হয়?
ক. উত্তল লেন্স খ. অবতল লেন্স
গ. গোলীয় দর্পণ ঘ. সমতল দর্পণ
১০. কোনটি শক্তিশালী এসিড?
ক. নাইট্রিক খ. অ্যাসিটিক
গ. সাইট্রিক ঘ. অক্সালিক
১১. প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কোনটি?
ক. মিথেন খ. ইথেন
গ. প্রোপেন ঘ. বিউটেন
১২. তারের ব্যাস নির্ণয় করতে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
ক. স্ক্রু গজ খ. স্লাইড ক্যালিপার্স
গ. ভার্নিয়ার স্কেল ঘ. মিটার স্কেল
১৩. শক্তির সবচেয়ে সাধারণ রূপ নিচের কোনটি?
ক. তাপ শক্তি খ. শব্দ শক্তি
গ. তড়িৎ শক্তি ঘ. যান্ত্রিক শক্তি
১৪. কোনটি নিস্ক্রিয় ধাতু?
ক. প্লাটিনাম খ. কপার
গ. অ্যালুমিনিয়াম ঘ. ক্রোমিয়াম
১৫. জারণ বিক্রিয়ায় কোনটি ঘটে?
ক. ইলেকট্রন গ্রহণ
খ. ইলেকট্রন বর্জন
গ. ধনাত্মক যৌগমূলক যুক্ত হয়
ঘ. কোনটিই নয়
১৬. মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি?
ক. পেশিকোষ খ. নিউরন
গ. শুক্রাণু ঘ. অনুচক্রিকা
১৭. এনার্জি সেভিং বাল্বে কোন গ্যাস ব্যবহৃত হয়?
ক. হিলিয়াম খ. আর্গন
গ. সোডিয়াম ঘ. নিয়ন
১৮. কোনটি প্রাকৃতিক পলিমার?
ক. রাবার খ. পলিথিন
গ. রেজিন ঘ. বাকেলাইট
১৯. মরুভূমিতে সৃষ্ট মরীচিকায় আলোর কোন ঘটনাটি ঘটে?
ক. প্রতিফলন
খ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
গ. প্রতিসরণ
ঘ. বিচ্ছুরণ
২০. নিম্নলিখিত কোন ধর্মের জন্য পানি কৈশিক নল বেয়ে উঠে যায়?
ক. স্থিতিস্থাপকতা খ. সান্দ্রতা
গ. পৃষ্ঠটান ঘ. পানির ঘনত্ব
উত্তর : ১ক ২গ ৩গ ৪গ ৫ক ৬ক ৭ক ৮ক ৯গ ১০ক ১১ক ১২ক ১৩ঘ ১৪ক ১৫খ ১৬খ ১৭খ ১৮ক ১৯খ ২০গ।
গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
