অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সাধারণ বিজ্ঞান
মো. কামরুজ্জামান, সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
নিচের ছকটি লক্ষ কর এবং ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও
m প্রাণীর ডানা এবং হিমোসিল নামক দেহগহ্বর থাকে
n প্রাণীর পালক এবং ফুসফুসের সঙ্গে বায়ুথলি থাকে
o প্রাণী ডিম পাড়ে এবং শীতল রক্তবিশিষ্ট
p প্রাণীর আঁইশ এবং যুগ্ম পাখনা থাকে
১। ছকের কোন প্রাণীটি অমেরুদণ্ডী?
√ক) m খ) n গ) o ঘ) p
২। উড়তে পারে-
i. m ও n প্রাণী ii. n ও o প্রাণী iii. m ও p প্রাণী
নিচের কোনটি সঠিক?
√ক) i খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩। প্রাণীর বিভিন্নতা নির্ভর করে কীসের ওপর?
ক) প্রাণীর গঠন √খ) পরিবেশের বৈচিত্র্য
গ) খাদ্যাভ্যাস ঘ) আয়ুষ্কাল
৪। শ্রেণিবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন-
i. জন রে ii. অ্যারিস্টটল iii. ক্যারোলাস লিনিয়াস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii √ঘ) i, ii ও iii
৫। প্রাণিজগতের শ্রেণিবিন্যাসের ভিত্তি হলো-
i. প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য
ii. বিভিন্ন প্রাণীর পারস্পরিক সম্পর্ক
iii. বিভিন্ন প্রাণীর মধ্যকার মিল-অমিল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii √ঘ) i, ii ও iii
৬। নিচের কোন প্রাণীর দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত?
√ক) স্কাইফা খ) হাইড্রা গ) ওবেলিয়া ঘ) তারামাছ
৭। কোন পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার-আকৃতির হয়?
ক) পরিফেরা √খ) নিডারিয়া গ) অ্যানিলিডা ঘ) মলাস্কা
৮। দেহ কিউটিকেল দ্বারা আবৃত কোন পর্বের প্রাণীর?
ক) নিডারিয়া খ) পরিফেরা
√গ) প্লাটিহেলমিনথিস ঘ) অ্যানিলিডা
৯। রেচন অঙ্গ শিখা কোন প্রাণীর বিশেষ বৈশিষ্ট্য?
√ক) যকৃত কৃমি খ) তারামাছ গ) ওবেলিয়া ঘ) জেলিফিশ
১০। নিচের কোনটির দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত?
ক) ফিতা কৃমি খ) যকৃত কৃমি √গ) গোল কৃমি ঘ) তারা মাছ
১১। প্রাণিজগতের বৃহত্তম পর্ব কোনটি?
ক) কর্ডাটা খ) মলাস্কা √গ) আর্থ্রোপোডা ঘ) পরিফেরা
১২। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কোনটি?
ক) দেহ শক্ত খোলস দ্বারা আবৃত খ) পেশিবহুল পা থাকে
√গ) দেহ খণ্ডায়িত ও সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে ঘ) চলন অঙ্গ
১৩। কোন প্রাণীর দেহে হিমোসিল থাকে না?
√ক) প্রজাপতি খ) কেঁচো গ) জোঁক ঘ) তারামাছ
১৪। মলাস্কা পর্বের প্রাণীদের শনাক্ত করার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?
√ক) এদের দেহ নরম খ) দেহ নরম খোলসে আবৃত
গ) দেহ খণ্ডায়িত ঘ) দেহে হিমোসিল বিদ্যমান
১৫। প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের-
i. পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ ii. সবাই উভলিঙ্গিক
iii. রেচন অঙ্গ নেফ্রিডিয়া
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের-
i. দেহ কাইটিন সমৃদ্ধ নরম আবরণী দ্বারা আবৃত
ii. দেহ খণ্ডায়িত iii. মাথায় অ্যান্টেনা থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii √গ) ii ও iii ঘ) i, ii ও iii
