Logo
Logo
×

টিউটোরিয়াল

দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

পদার্থবিজ্ঞান * পৌরনীতি ও নাগরিকতা

পদার্থবিজ্ঞান

Icon

মো. বদরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও, ঢাকা

প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভৌত রাশি এবং পরিমাপ

১। পদার্থবিজ্ঞান কাকে বলে?

- বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে পদার্থবিজ্ঞান বলে।

২। পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য কী?

- পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য হলো পর্যবেক্ষণ, পরীক্ষণ ও বিশ্লেষণের আলোকে বস্তু ও শক্তির রূপান্তর ও সম্পর্ক উদ্ঘাটন এবং পরিমাপগতভাবে তা প্রকাশ করা।

৩। ইউরোপের শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোন আবিষ্কারটি?

- জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন ইউরোপের শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৪। পরমাণু ফিশনযোগ্য এ কথা প্রথম কে বা কারা আবিষ্কার করেন?

- ১৯৩৮ সালে সর্বপ্রথম অটোহান ও স্ট্রেসম্যান আবিষ্কার করেন পরমাণু ফিশনযোগ্য।

৫। পরিমাপ কাকে বলে?

- কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে।

৬। পরিমাপের একক কী?

- যার সঙ্গে তুলনা করে কোনো কিছু পরিমাপ করা হয় তাই পরিমাপের একক।

৭। এসআই একক কী?

- এককের আন্তর্জাতিক পদ্ধতিকে এসআই একক বলে।

৮। মৌলিক রাশি কাকে বলে?

- যেসব রাশি স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলো অন্য রাশির ওপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের ওপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে।

৯। দৈর্ঘ্যরে একক কী?- মিটার।

১০। বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘুরালে স্ক্রুটি যতটুকু সরে আসে তাকে কি বলা হয়?

- লঘিষ্ঠ গণন।

১১। দৈর্ঘ্যরে মাত্রা কী?- L

১২। ভার্নিয়ার স্কেল কে আবিষ্কার করেন?

- পিয়েরে ভার্নিয়ার

১৩। বেগের মাত্রা কী?- LT¯¹

১৪। ত্বরণের মাত্রা কী?- LT¯²

১৫। সরণের মাত্রা কী?- S

১৬। ভরের মাত্রা কী?- M

১৭। সময়ের মাত্রা কী?- T

১৮। তাপমাত্রার মাত্রা কী?- θ

১৯। তড়িৎ প্রবাহের মাত্রা কী?- I

২০। দীপন তীব্রতার মাত্রা কী?- J

২১। আয়তনের মাত্রা কী?- L³

২২। পিচ কাকে বলে?- স্ক্রু গজের স্ক্রুকে একবার ঘুরালে এর যতটুকু সরণ হয় এবং রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে পিচ বলে।

২৩। ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?

- প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট- তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক।

২৪। ভার্নিয়ার স্কেল কী?

- মূল বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য প্রধান স্কেলের পাশে আর একটি সচল স্কেল ব্যবহার করা হয়। একে ভার্নিয়ার স্কেল বলে।

২৫। স্টপওয়াচ কখন ব্যবহার করা হয়?- ক্ষুদ্র সময়ের ব্যবধান পরিমাপের জন্য স্টপওয়াচ ব্যবহার করা হয়।

২৬। বৈজ্ঞানিক প্রতীক কাকে বলে?

- কোনো সংখ্যাকে ১০-এর যে কোনো ঘাত এবং ১ থেকে ১০-এর মধ্যে অপর সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করা হলে তাকে বৈজ্ঞানিক প্রতীক বলে।

২৭। একটি স্ক্রু গজে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ১০০ এবং পিচ ১ মিমি এটির লঘিষ্ঠ গণন কত?- ০.০১ মিমি।

২৮। ১ মিটারে কত সেন্টিমিটার?- ১০০ সেন্টিমিটার।

২৯। মিটার স্কেল ব্যবহার করে কত পর্যন্ত সঠিকভাবে মাপা যায়?- মিলিমিটার পর্যন্ত।

৩০। পিয়েরে ভার্নিয়ারের পেশা কী ছিল?- গণিতবিদ।

৩১। লঘিষ্ঠ গণনকে কী দ্বারা প্রকাশ করা হয়?- LC

৩২। লঘিষ্ট গণন কাকে বলে?- বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রুটি যতটুকু সরে আসে তাকে বলা হয় যন্ত্রের লঘিষ্ট গণন।

৩৩। ভার্নিয়ারের কোনো দাগ যদি প্রধান স্কেলের কোনো দাগের সঙ্গে মিলে যায় বা দাগের সবচেয়ে কাছাকাছি থাকে তবে ওই দাগকে কী বলে?- ভার্নিয়ার সমপাতন।

পৌরনীতি ও নাগরিকতা

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

পৌরনীতি ও নাগরিকতা

সৃজনশীল নৈর্ব্যক্তিক

১। কোনটিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়?

ক. পৌরনীতিকে খ. অর্থনীতিকে

গ. সমাজনীতিকে ঘ. ধর্মনীতিকে

২। পৌরনীতিতে কোন সব বিষয় আলোচনা করা হয়?

ক. অর্থনীতির সঙ্গে জড়িত সব বিষয়

খ. ধর্মের সঙ্গে জড়িত সব বিষয়

গ. নাগরিকতার সঙ্গে জড়িত সব বিষয়

ঘ. সমাজের সঙ্গে জড়িত সব বিষয়

৩। সিভিক্স শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে?

ক. ইংরেজি খ. ল্যাটিন গ. বাংলা ঘ. ফার্সি

৪। সিভিস শব্দের অর্থ কী?

ক. নগর খ. পৌরনীতি গ. নাগরিকতা ঘ. নাগরিক

৫। কোনটির অর্থ নগর রাষ্ট্র?

ক. সিভিক্স খ. সিভিস গ. সিভিটাস ঘ. মিলিটাস

৬। প্রাচীন কোন অঞ্চলে নাগরিক ও নগর-রাষ্ট্র অবিচ্ছেদ্য ছিল?

ক. মিশর খ. গ্রিস গ. চীন ঘ. ভারত

৭। বাংলাদেশের লোকসংখ্যা কত?

ক. প্রায় ১৫ কোটি খ. প্রায় ১৩ কোটি

গ. প্রায় ১৮ কোটি ঘ. প্রায় ১৪ কোটি

৮। বিষয়বস্তুর দৃষ্টিতে পৌরনীতিতে কয়টি অর্থে আলোচনা করা যায়?

ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি

৯। নাগরিকরা রাষ্ট্র প্রদত্ত কী ধরনের অধিকার ভোগ করে?

i. সামাজিক ii. রাজনৈতিক iii. অর্থনৈতিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০। কমনওয়েলথ কী ধরনের প্রতিষ্ঠান?

ক. স্থানীয় খ. জাতীয় গ. আন্তর্জাতিক ঘ. সামাজিক

১১। পৌরনীতি ও নাগরিকতার আলোচ্য বিষয় হলো-

i. সামাজিক মূল্যবোধ ii. স্বাধীনতা ও সাম্য iii. সংবিধান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২। সন্তান জন্মদান ও লালন-পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে- কার সংজ্ঞা?

ক. ম্যাকাইভার খ. টমাস হবস্

গ. জনলক ঘ. জ্যাক রুশো

১৩। বংশ গণনা ও নেতৃত্বের নীতির ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ

১৪। মাতৃতান্ত্রিক পরিবার কার নেতৃত্বে পরিচালিত হয়?

ক. বাবা’র খ. মা’র গ. ভাই’র ঘ. বোন’র

১৫। আমাদের দেশে কাদের মধ্যে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়?

ক. চাকমা খ. মুরং গ. গারো ঘ. সাওতাল

১৬। কোন পরিবারগুলো সাধারণত বড় পরিবার?

ক. মাতৃতান্ত্রিক পরিবার খ. যৌথ পরিবার

গ. একক পরিবার ঘ. পিতৃতান্ত্রিক পরিবার

১৭। পারিবারিক গঠন কাঠামোর ভিত্তিতে পরিবারকে কয়ভাগে ভাগ করা যায়?

ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ

১৮। বাংলাদেশে কোন ধরনের পরিবার রয়েছে?

ক. একক পরিবার খ. যৌথ পরিবার

গ. একক ও যৌথ পরিবার ঘ. মাতৃতান্ত্রিক পরিবার

১৯। বৈবাহিক সূত্রের ভিত্তিতে কয় ধরনের পরিবার দেখা যায়?

ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ

২০। একপত্নীক পরিবারে একজন স্বামীর কয়জন স্ত্রী থাকে?

ক. একজন খ. দুইজন গ. তিনজন ঘ. চারজন

২১। একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে কোন ধরনের পরিবারে?

ক. একপত্নীক খ. দ্বিপত্নীক

গ. বহুপতি ঘ. বহুপত্নীক

২২। বাংলাদেশে কোন ধরনের পরিবার দেখা যায় না?

ক. একপত্নীক খ. বহুপত্নীক

গ. একপতি ঘ. বহুপতি

২৩। পরিবার সাধারণত যেসব কাজ সম্পাদন করে-

i. জৈবিক কাজ ii. অর্থনৈতিক কাজ

iii. মনস্তাত্ত্বিক কাজ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪। সন্তান জন্মদান, লালন পালন পরিবারের কী ধরনের কাজ?

ক. জৈবিক কাজ খ. অর্থনৈতিক কাজ

গ. শিক্ষামূলক কাজ ঘ. রাজনৈতিক কাজ

২৫। শিশুর জীবনের প্রথম পাঠশালা কোনটি?

ক. প্রাথমিক বিদ্যালয় খ. কিন্ডারগার্টেন

গ. পরিবার ঘ. খেলার মাঠ

উত্তর : ১.ক ২.গ ৩.খ ৪.ঘ ৫.গ ৬.খ ৭.ক ৮.খ ৯.ঘ ১০.গ ১১.ঘ ১২.ক ১৩.ক ১৪.খ ১৫.গ ১৬.খ ১৭.ক ১৮.গ ১৯.খ ২০.ক ২১.ঘ ২২.ঘ ২৩.ঘ ২৪.ক ২৫.গ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম