Logo
Logo
×

টিউটোরিয়াল

৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৭৫)

সাধারণ বিজ্ঞান

Icon

প্রকাশ: ২৮ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১. নিচের কোন গ্যাসটি ‘লাফিং গ্যাস’ নামে পরিচিত?

ক. N₂O খ. NO

গ. NO₂ ঘ. NO₃

২. পারমাণবিক বিকিরণ থেকে রক্ষা পেতে কোনটি ব্যবহার করা হয়?

ক. তামা খ. প্লাটিনাম

গ. লোহা ঘ. সিসা

৩. মহাবিশ্বের সবচেয়ে প্রাচুর্য উপাদান হচ্ছে-

ক. অক্সিজেন খ. হাইড্রোজেন

গ. কার্বনডাইঅক্সাইড ঘ. সিলিকন

৪. নিচের কোন ধাতুটি একটি সাধারণ ছুরি দ্বারা সহজেই কাটা যায়?

ক. সোডিয়াম খ. সিসা

গ. টিন ঘ. কপার

৫. শব্দ কোন ধরনের তরঙ্গ?

ক. তির্যক তরঙ্গ খ. তাড়িতচৌম্বক তরঙ্গ

গ. অনুদৈর্ঘ্য তরঙ্গ ঘ. বেতার তরঙ্গ

৬. তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে যে বিটারশ্মি নির্গত হয় তা আসলে কী?

ক. ঋণাত্মক ইলেকট্রনের স্রোত

খ. একটি তড়িৎ নিরপেক্ষ কণা

গ. একটি ধনাত্মক নিউক্লিয়াস

ঘ. ধনাত্মক প্রোটনের স্রোত

৭. উদ্ভিদের ক্ষেত্রে নিচের কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে কাজ করে?

ক. নাইট্রোজেন খ. ক্যালসিয়াম

গ. ক্লোরিন ঘ. অক্সিজেন

৮. কিডনি বিকল হলে রক্তে কোনটির পরিমাণ বৃদ্ধি পায়?

ক. অ্যামাইনো এসিড খ. ইউরিক এসিড

গ. বিভিন্ন ধরনের লবণ ঘ. ক্রিয়েটিনিন

৯. সর্বনিম্ন তাপমাত্রায় নিচের কোনটি সবার শেষে বরফে পরিণত হবে?

ক. নদীর পানি খ. খালের পানি

গ. সমুদ্রের পানি ঘ. হ্রদের পানি

১০. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার নির্গত অক্সিজেনের উৎস কোনটি?

ক. পানি খ. গ্লুকোজ

গ. লবণ ঘ. খনিজ পদার্থ

১১. কোনটি RNA ভাইরাস?

ক. RNP খ. DNA

গ. TMV ঘ. CNA

১২. জীবের সব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক কোনটি?

ক. জিন খ. মাইটোকন্ড্রিয়া

গ. কোষ ঘ. আরএনএ

১৩. বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কী?

ক. থার্মোমিটার খ. ব্যারোমিটার

গ. ম্যানোমিটার ঘ. সিসমোমিটার

১৪. শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি?

ক. কঠিন খ. তরল

গ. গ্যাসীয় ঘ. প্লাজমা

১৫. মাইটোকন্ড্রিয়ার কাজ কোনটি?

ক. কোষকে রক্ষা করা

খ. শক্তি উৎপাদন করা

গ. বংশ বৃদ্ধি করা

ঘ. খাদ্য তৈরি করা

১৬. সালোকসংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে কোনটি উৎপন্ন হয়?

ক. শর্করা খ. কার্বন ডাই-অক্সাইড

গ. এটিপি ঘ. ফসফোগ্লিসারিক এসিড

১৭. আধান নিরপেক্ষ কণা কোনটি?

ক. ইলেকট্রন খ. প্রোটন

গ. নিউট্রন ঘ. আলফা কণা

১৮. রেডিয়াম ধাতু তেজস্ক্রিয় ভাঙনের ফলে কোন মৌলে পরিণত হয়?

ক. তামা খ. সিসা গ. দস্তা ঘ. বোরন

১৯. কোন রশ্মির ভেদন ক্ষমতা বেশি?

ক. আলফা রশ্মির খ. বিটা রশ্মির

গ. গামা রশ্মির ঘ. X-ray

২০. ড্রাইসেলে কোনটি বিজারিত হয়?

ক. H₂O খ. MnO₂

গ. ZnCl₂ ঘ. Al₂O₃

উত্তর : ১ক ২ঘ ৩খ ৪ক ৫গ ৬ক ৭গ ৮ঘ ৯গ ১০ক ১১গ ১২ক ১৩খ ১৪ক ১৫খ ১৬গ ১৭গ ১৮খ ১৯গ ২০খ।

গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম