Logo
Logo
×

টিউটোরিয়াল

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের গণিত

Icon

মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক, কে এইচ আইডিয়াল স্কুল, দক্ষিণ মুগদা, ঢাকা

প্রকাশ: ২৮ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অধ্যায় ৩ : চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৪৭. জহিরের বাবা ১২০০ টাকার পাট, ১৫০০ টাকার গম এবং ৫০০ টাকার ছোলা ক্রয় করল। তিনি মোট কত টাকার জিনিস ক্রয় করলেন?

ক) ৩২০০ টাকার খ) ২২০০ টাকার

গ) ৪২০০ টাকার ঘ) ৩০০০ টাকার

৪৮. চারটি সংখ্যার সমষ্টি ৩৮৫০। প্রথম তিনটি সংখ্যার সমষ্টি ২৯৭৫ হলে চতুর্থ সংখ্যাটি কত?

ক) ৮৭৫ খ) ৯৭৫

গ) ৯২৫ ঘ) ৮২৫

৪৯. একটি ঝুড়িতে ১৩৮টি হিমসাগর ও ১৬২টি ফজলি আম আছে। এরূপ ২৫০টি ঝুড়িতে মোট কতটি আম আছে?

ক) ৪৫০০০ খ) ২৫০০০

গ) ৬৫০০০ ঘ) ৭৫০০০

৫০. ৮ ডজন কলম ও ১০ ডজন পেন্সিলের মোট দাম ১৫৬০ টাকা। ৮ ডজন কলমের দাম ৯৬০ টাকা হলে ১ ডজন পেন্সিলের দাম কত?

ক) ৫০ টাকা খ) ৬০ টাকা

গ) ৭০ টাকা ঘ) ৮০ টাকা

উত্তর :

৪৭. ক) ৩২০০ টাকার ৪৮. ক) ৮৭৫ ৪৯. ঘ) ৭৫০০০ ৫০. খ) ৬০ টাকা।

গাণিতিক প্রতীক

১. সম্পর্ক প্রতীক কোনটি?

ক) + খ) x গ) = ঘ) ÷

২. ১৫+□<১০+১৫ গাণিতিক বাক্যটিকে সঠিক বাক্যে পরিণত করতে খালি ঘরে নিম্নের কোন সংখ্যাটি বসবে?

ক) ৫ খ) ১০ গ) ২০ ঘ) ২৫

৩. নিচের কোনটি খোলা বাক্যের উদাহরণ?

ক) ২x৪=১৬x৮ খ) ২xক=১৬x৮

গ) ১+২+৩+৪=১০ ঘ) ১০০÷২=৫০

৪. ‘ক’ সংখ্যক আম থেকে ২০টি আম নষ্ট হয়ে গেল এবং ২৫টি আম ভালো থাকল। সমস্যাটি নিচের কোন খোলা বাক্য প্রকাশ করে?

ক) ক-২০=২৫ খ) ২৫-ক=২০

গ) ক+২০=২৫ ঘ) ২০-ক=২৫

৫. সংখ্যা প্রতীক কয়টি?

ক) ৫টি খ) ৮টি গ) ৯টি ঘ) ১০টি

৬. সম্পর্ক প্রতীক কয়টি?

ক) ১০টি খ) ৮টি গ) ৬টি ঘ) ৪টি

৭. ৫+৩-২□৫+৫-২, খালি ঘরে সঠিক প্রতীক বসাও :

ক) < খ) > গ) ≠ ঘ) =

৮. (৭+ক)x৩=৩০ হলে ক-এর মান কত?

ক) ২৩ খ) ১০ গ) ৯ ঘ) ৩

৯. কোনটি বড় নয়?

ক) ≮ খ) ≯ গ) = ঘ) >

১০. ২৭০০ কেজি ত্ন ২ টন। খালিঘরে কোনটি বসবে?

ক) < খ) > গ) = ঘ) ≯

১১. কূ২=৪২ এখানে ‘ক’-এর কোন মানের জন্য গাণিতিক বাক্যটি সত্য?

ক) ২১ খ) ৪০ গ) ৪৪ ঘ) ৮৪

১২. ৯xখ<৭০ হলে খ-এর কোন মান গ্রহণযোগ্য নয়?

ক) ৬ খ) ৭ গ) ৮ ঘ) ৫

১৩. ৪৩০০ কেজি□৪৩ কুইন্টাল। খালিঘরে কোনটি বসবে?

ক) < খ) > গ) = ঘ) ≯

উত্তর : ১. গ) =, ২. ক) ৫, ৩. খ) ২xক=১৬x৮, ৪. ক) ক-২০=২৫, ৫. ঘ) ১০টি, ৬. গ) ৬টি, ৭. ক) <, ৮. ঘ) ৩, ৯. খ) ≯ ১০. খ) >, ১১. ক) ২১, ১২. গ) ৮, ১৩. গ) =

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম