দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
বাংলা দ্বিতীয়পত্র * জীববিজ্ঞান
বাংলা দ্বিতীয়পত্র
উজ্জ্বল কুমার সাহা, প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বহুনির্বাচনি প্রস্তুতি
১. সন্ধ্যা অবধি অপেক্ষা করব- অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
ক. সাথে খ. নিমিত্তে গ. নিকট √ঘ. পর্যন্ত
২. তা, পাটি প্রভৃতি কী অর্থে যুক্ত হয়?
ক. নিরর্থকভাবে খ. অনির্দিষ্টতা জ্ঞাপনে
√গ. নির্দিষ্টতা জ্ঞাপনে ঘ. দ্ব্যর্থকতা জ্ঞাপনে
৩. বাবাকে বড্ড ভয় পাই- নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
ক. কর্মে ২য়া √খ. অপাদানে ২য়া
গ. কর্মে চতুর্থী ঘ. অপাদানে ৫মী
৪. ‘‘কানে কানে যে কথা= কানাকানি’’- এ উদাহরণ কোন সমাসের?
√ক. ব্যতিহার বহুব্রীহি খ. অলুক বহুব্রীহি
গ. অব্যয়ীভাব ঘ. সপ্তমী তৎপুরুষ
৫. ‘বিজ্ঞান’ শব্দে ‘বি’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
√ক. বিশেষ খ. অভাব গ. গতি ঘ. সাধারণ
৬. ‘দোলনা’-এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. দোল্ + না √খ. দুল্ + অনা
গ. দিল্ + না ঘ. দীল্ + অনা
৭. ‘ধাতুর গণ’ নির্ণয় করতে কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়?
ক. ৪টি খ. ৩টি √গ. ২টি ঘ. ৫টি
৮. “আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইল।”-বাক্যটিতে কোন দোষ আছে?
ক. বাগ্ধারার খ. গুরুচণ্ডালী
গ . বাহুল্য √ঘ. উপমার ভুল প্রয়োগ
৯. অর্থসংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়?
ক. কালের খ. সর্বনাম পদের
গ. অর্থের √ঘ. ক্রিয়া
১০. প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিতে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াকে কী অনুসারে পরিবর্তন করতে হয়?
ক. অর্থ অনুসারে খ. বাচ্য অনুসারে
√গ. ভাব অনুসারে ঘ. উক্তি অনুসারে
১১. ‘ঘুরা’- এর আদিগণ কোনটি?
ক. ঝিমা খ. খোঁচা √গ. উঁচা ঘ. দৌড়া
১২. ‘পাপে বিরত হও।’ ‘পাপে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে ৭মী খ. কর্মে ৭মী
√গ. অপাদানে ৭মী ঘ. কর্তায় ৭মী
১৩. ‘শরতের পরে আসে বসন্ত’- বাক্যটিতে ‘পরে’ অনুসর্গটি যে অর্থ প্রকাশ করছে-
ক. বিরতি খ. অবধি
গ. স্বল্প বিরতি √ঘ. দীর্ঘ বিরতি
১৪. “সীমার মাঝে অসীম তুমি”- বাক্যে অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. ব্যাপ্তি অর্থে খ. একদেশিক অর্থে
√গ. মধ্য অর্থে ঘ. নিকট অর্থে
১৫. “যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে’- এটি কোন বাক্য?
ক. সরল বাক্য √খ. মিশ্র বাক্য
গ. যৌগিক বাক্য ঘ. খণ্ড বাক্য
১৬. ‘আবির্ভাব’-এর সঠিক বিপরীত শব্দ কোনটি?
ক. অভাব √খ. তিরোভাব গ. স্বভাব ঘ. অনুভব
১৭. ‘তিমির’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. সমুদয় খ. অপচয়
গ. অন্ধকার √ঘ. আলোক
১৮. ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার?
ক. এক প্রকার খ. দশ প্রকার
√গ. তিন প্রকার ঘ. পাঁচ প্রকার
১৯. কোনটি পুরাঘটিত অতীত কালের উদাহরণ?
√ক. সেবার তাকে সুস্থই দেখেছিলাম
খ. কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল
গ. এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি
ঘ. কে জানতে আমার ভাগ্য এমন হবে
২০. “ঈশ্বর আপনার মঙ্গল করুন”- কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. আদেশ খ. উপদেশ
√গ. প্রার্থনা ঘ. অনুরোধ
জীববিজ্ঞান
মো. বদরুল ইসলাম
সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
জীবন পাঠ
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
১। জীববিজ্ঞানের জনক কে?- অ্যারিস্টটল
২। অ্যারিস্টটল কোন দেশের অধিবাসী ছিলেন?- গ্রিস
৩। জীববিজ্ঞানের প্রধান শাখা কয়টি?- ২টি
৪। অ্যারিস্টটল খ্রিষ্টপূর্ব কত সালে জন্মগ্রহণ করেন?
- ৩৮৪ সালে
৫। প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখার নাম কী?
- জীববিজ্ঞান
৬। জীববিজ্ঞানের কোন শাখায় ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়?- ইভোলিউশন
৭। জীবদেহের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়?
- মরফোলজি
৮। জীববিজ্ঞানের কোন শাখায় জিন ও বংশগতি সম্পর্কে আলোচনা করা হয়?- জেনেটিক্স
৯। দ্বিপদ নামকরণের প্রবর্তক কে?
- ক্যারোলাস লিনিয়াস।
১০। ক্যারোলাস লিনিয়াসের জীবনকাল লিখ।
- ১৭০৭ - ১৭৭৮
১১। ক্যারোলাস লিনিয়াস কত সালে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভ করেন?- ১৭৩৫ সালে
১২। ক্যারোলাস লিনিয়াস কোন বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমি বিষয়ের অধ্যাপক ছিলেন?- উপসালা বিশ্ববিদ্যালয়ে
১৩। ইস্ট কীসের সাহায্যে বংশবৃদ্ধি করে?
- স্পোরের সাহায্যে
১৪। মাশরুমের কোষপ্রাচীর কী দিয়ে গঠিত?- কাইটিন
১৫। ক্যারোলাস লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন?- ১৭৫৩ সালে
১৬। ধানের বৈজ্ঞানিক নাম কী?- Oryza sativa
১৭। জীবজগৎকে ছয়টি রাজ্যে ভাগ করেন কে?
- কেলভিয়ার স্মিথ
১৮। মারগুলিস কত সালে হুইটেকারের শ্রেণিবিন্যাসকে বিস্তারিত রূপ দেন?- ১৯৭৪ সালে
১৯। নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের জীব?- মনেরা
২০। দ্বিপদ নামকরণের সবচেয়ে নিচের ধাপের নাম কী?
- প্রজাতি
২১। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা কোন অক্ষরে লিখতে হয়?- ইটালিক
২২। পেঁয়াজের বৈজ্ঞানিক নাম লিখ।- Alium cepa
২৩। গোল আলুর বৈজ্ঞানিক নাম লিখ।
- Solanum tuberosum
২৪। আমাদের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম লিখ।
- Nympheanouchali
২৫। কলেরা জীবাণুর বৈজ্ঞানিক নাম লিখ।
- Vibrio cholerae
২৬। আমাদের জাতীয় ফলের বৈজ্ঞানিক নাম লিখ।
- Artocarpus hetarophyllus
২৭। আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম লিখ।
- Copsychus saularis
২৮। ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম লিখ।
- Plasmodium vivax
২৯। জীবের বৈজ্ঞানিক নামের দ্বিতীয় পদকে কী বলে?
- প্রজাতি
৩০। ক্যারোলাস লিনিয়াস কোন গ্রন্থে জীবের দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন?
- Systema Naturae
৩১। কোন রাজ্যের জীবকোষে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পদার্থ অনুপস্থিত?- মনেরা
৩২। একটি জীবকে প্রজাতি পর্যন্ত বিন্যাসের ক্ষেত্রে মূলত ধাপ কয়টি?- ৭টি
৩৩। কেমোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে কোন রাজ্যের সদস্য?- মনেরা
৩৪। ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত?- মনেরা
৩৫। কোন রাজ্যের জীবে কনজুগেশনের মাধ্যমে যৌন জনন ঘটে?- প্রোটিস্টা
৩৬। উদ্ভিদজগতের শ্রেণিবিন্যাসের সুনির্দিষ্ট ধাপগুলোকে কী বলে?- ট্যাক্সা
৩৭। জীববিজ্ঞানের কোন শাখায় জীবদেহে হরমোন বিষয়ক জ্ঞান আলোচিত হয়?- এন্ডোক্রাইনোলজি
৩৮। কোন শাখার মাধ্যমে উদ্ভিদের শর্করা তৈরির পদ্ধতি সম্পর্কে জানা যায়?- ফিজিওলজি
৩৯। কোন রাজ্যে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান?
- প্লান্টি
৪০। লিনিয়াসের যুগ থেকে বিংশ শতাব্দীর মাঝ পর্যন্ত জীবজগৎকে কয়টি রাজ্যে শ্রেণিবিন্যাস করা হতো?
- ২টি
