Logo
Logo
×

টিউটোরিয়াল

৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৭৬)

বাংলা ভাষা ও সাহিত্য

Icon

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১. ‘অপরাজিত’ উপন্যাসের লেখক-

ক. নারায়ণ গঙ্গোপাধ্যায়

খ. মানিক বন্দ্যোপাধ্যায়

গ. শহীদুল্লা কায়সার

ঘ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

২. ‘জীবন থেকে নেয়া’, ‘স্টপ জেনোসাইড’, ‘লেট দেয়ার বি লাইট’- কার লেখা?

ক. জহির রায়হান

খ. শামসুর রাহমান

গ. সৈয়দ মুজতবা আলী

ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ

৩. ‘বারান্দা’ কোন ভাষার শব্দ?

ক. পর্তুগিজ খ. তুর্কি

গ. আরবি ঘ. ফারসি

৪. ‘কলুর বলদ’ বাগ্ধারাটির অর্থ কী?

ক. অপদার্থ খ. ভাগ্যের নিষ্ঠুরতা

গ. একটানা খাটুনি ঘ. নির্বুদ্ধিতার দণ্ড

৫. ‘গেরিলা’ কবিতাটি কার লেখা?

ক. নির্মলেন্দু গুণ খ. শামসুর রাহমান

গ. দাউদ হায়দার ঘ. হাসান হাফিজুর রহমান

৬. ‘ঐকতান’ শব্দটির অর্থ কী?

ক. সমম্বর খ. ঐক্যবদ্ধ

গ. সক্ষমতা ঘ. আত্মতুষ্টি

৭. ‘মিথ্যা শুনিনি ভাই,

এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির-কাবা নাই’- কোন কবিতার পঙ্ক্তি?

ক. কুলি-মজুর খ. মানুষ

গ. সাম্যবাদী ঘ. সব্যসাচী

৮. ‘অম্বু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. আগুন খ. নদী গ. সূর্য ঘ. পানি

৯. ‘বাঙালির আত্মপরিচয়’ গ্রন্থটি কার লেখা?

ক. ওয়াকিল আহমদ খ. মুনতাসীর মামুন

গ. জিল্লুর রহমান সিদ্দিকী

ঘ. মোতাহের হোসেন চৌধুরী

১০. মনীষা : বুদ্ধি :: বিদ্যুৎ :?

ক. অনুভা খ. আলো গ. প্রতিভা ঘ. গতি

১১. কোনটি সঠিক?

ক. জাতিস্মর- পূর্বের জন্মের কথা স্মরণ আছে যার

খ. দুর্দমনীয়- যা দমন করা কষ্টকর

গ. কষ্টার্জিত- যা কষ্টে অর্জন করা যায়

ঘ. সবগুলো সঠিক

১২. উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে ‘আ’কে কী ধ্বনি বলে?

ক. হ্রস্বধ্বনি খ. বিবৃত স্বরধ্বনি

গ. সম্মুখ স্বরধ্বনি ঘ. পশ্চাৎ স্বরধ্বনি

১৩. ‘কাজলকালো’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক. কাজল রূপ কালো খ. কাজলের ন্যায় কালো

গ. কাজল ও কালো ঘ. কালো যে কাজল

১৪. ‘বটতলার উপন্যাস’ এর রচয়িতা কে?

ক. সেলিনা হোসেন খ. রাবেয়া খাতুন

গ. রাজিয়া খান ঘ. মাহমুদা খাতুন সিদ্দিকা

১৫. ‘মরদনের’ কাব্যের নাম কী?

ক. নসীরাবিবি খ. নসীরানামা

গ. নমীরা আলী ঘ. নাসীর খান

১৬. ‘মনীষা’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. মন + ঈষা খ. মনস + ঈষা

গ. মনঃ + ইষা ঘ. মনো + ঈষা

১৭. রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ উপাধি প্রদান করেন কে?

ক. মহাত্মা গান্ধী

খ. ক্ষীরেদে প্রসাদ বিদ্যাবিনোদ

গ. ক্ষিতিমোহন সেন ঘ. ব্রহ্মবান্ধব উপাধ্যায়

১৮. ঝম + ঝম > ঝমাঝম- এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন?

ক. অসমীকরণ খ. বিষমীকরণ

গ. সমীভবন ঘ. অপিনিহিত

১৯. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য কোন ছন্দে রচিত?

ক. স্বরবৃত্ত খ. অক্ষরবৃত্ত

গ. মাত্রাবৃত্ত ঘ. পয়ার

২০. ‘আবদুল্লাহ’ উপন্যাসটি কার লেখা?

ক. কাজী ইমদাদুল হক খ. সৈয়দ ওয়ালীউল্লাহ

গ. হুমায়ূন কবির ঘ. শহীদুল্লা কায়সার

উত্তর : ১ঘ ২ক ৩ক ৪গ ৫খ ৬ক ৭গ ৮ঘ ৯গ ১০খ ১১ঘ ১২খ ১৩খ ১৪গ ১৫খ ১৬খ ১৭ঘ ১৮ক ১৯ঘ ২০ক।

গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম