দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
সহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় বন্দর নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্ব সভ্যতা
১. মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে?- ২৪টি
২. মিশরীয়দের প্রিয় রং কী ছিল?- সাদা-কালো
৩. মিশর নীল নদীর দান- এটি কার কথা?- হেরোডোটাস
৪. ইতিহাসের জনক কে?- হেরোডোটাস
৫. সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে?- সিন্ধু নদ
৬. সিন্ধু সভ্যতার যুগে সমাজ কয়টি শ্রেণিতে বিভক্ত ছিল?-২টি
৭. মহেঞ্জোদারোর মিলনায়তন কত ফুট জায়গা জুড়ে ছিল?- ৮০ ফুট
৮. ইলিয়ড ও ওডিসি কাব্যটির লেখক কে?- হোমার
৯. প্রাচীন গ্রিসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় কোথায়?- এথেন্সে
১০. পেরিক্লিস কত বছর রাজত্ব করেন?- ৩০ বছর
১১. গ্রিকদের কয়জন দেব-দেবী ছিল?- ১২ জন
১২. সক্রেটিস কিভাবে মৃত্যুবরণ করেন?- বিষ পান করে
১৩. সক্রেটিসের শীর্ষ কে ছিলেন?- প্লেটো
১৪. অলিম্পিক খেলা প্রতি কয় বছর পর পর অনুষ্ঠিত হয়?- ৪ বছর
১৫. রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে?- টাইগার
১৬. রোমান সভ্যতা কত বছর স্থায়ী ছিল?- প্রায় ৬০০ বছর
১৭. কয়টি পর্বত শ্রেণির ওপর রোম অবস্থিত?- ৭টি
১৮. রোমের অর্থনীতি কাদের ওপর নির্ভরশীল ছিল?- দাসদের
১৯. প্যানথিয়ন কিসের নাম?- মন্দিরের
২০. কলোসিয়াম নাট্যশালায় একসঙ্গে কতজন দর্শক বসতে পারে? -৫৬০০ জন
২১. রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম কী ছিল?- জুপিটার
২২. রোমান আইনকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?- ৩টি
প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস
১. সোমপুর বিহার কোথায় অবস্থিত?- পাহাড়পুরে
২. কৈবর্ত বিদ্রোহ কার আমলে হয়?- মহিপাল
৩. বাংলায় সেন শাসনের অবসান ঘটে কখন?- লক্ষণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে
৪. পাল বংশের প্রতিষ্ঠাতা কে?- গোপাল
৫. দানসাগর গ্রন্থের রচয়িতা কে?- বল্লাল সেন
৬. গৌড়ের স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?- শশাংক
৭. মাৎস্যন্যায়-এর অবসান ঘটে কোন শতকে?- ৮ম শতকে
৮. কার মৃত্যুর পর বাংলার ইতিহাসে অন্ধকারময় যুগের সূচনা হয়? - শশাংক
৯. বিজয় সেন কোন ধর্মের অনুসারী ছিলেন?- শৈব
১০. গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে?- ৩২০
১১. প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম শাসকের নাম কী?- শশাংক
১২. শশাংকের রাজধানী কোথায় ছিল?- কর্ণ সুবর্ণ
১৩. অশোক কোন বংশের রাজা ছিলেন?- মৌর্য
১৪. ময়নামতি কোন জেলায় অবস্থিত?- কুমিল্লা
১৫. সেন বংশের শেষ রাজা কে ছিলেন?- লক্ষণ সেন
১৬. কার রাজত্বকালে বৌদ্ধ ধর্ম বাংলায় বেশ প্রসার লাভ করে?
- ধর্মপাল
১৭. পাল বংশের পতন ঘটে কার হাতে?- বিজয় সেন
১৮. বর্মদের রাজধানী কোথায় ছিল?- বিক্রমপুরে
১৯. কত খ্রিষ্টাব্দে ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?- ৩২০
২০. পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খলা পরিস্থিতিকে কী বলে?- মাৎস্যন্যায়
মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস
১. গৌড়ের নাম জান্নাতাবাদ কে রাখেন?- হুমায়ুন
২. কাদেরকে মামলুক বলা হয়?- তুর্কিদের
৩. কার সময়ে বারো ভূঁইয়াদের দমন করা হয়?
- সম্রাট জাহাঙ্গীরের সময়ে
৪. পরিবিবির সমাধি কোথায় অবস্থিত?- ঢাকায়
৫. বখতিয়ার খলজি কতজন সৈন্য নিয়ে নদীয়া আক্রমণ করেন? -১৭/১৮ জন
৬. বর্গীদের চূড়ান্তভাবে দেশত্যাগে বাধ্য করেন কোন নবাব?
- আলীবর্দী খাঁ
৭. বাংলার মুসলমান শাসন প্রতিষ্ঠা করেন কে?- বখতিয়ার খলজি
৮. বারোভূঁইয়া কারা?- জমিদাররা
৯. বখতিয়ার খলজি কত সালে নদীয়া জয় করেন?- ১২০৪ সালে
১০. বাংলা থেকে বর্গীদের বিতাড়িত করেন কে?- আলীবর্দি খান
১১. প্রাচীন বাংলায় প্রবেশের জন্য সুরক্ষিত গিরিপথ দুটির মধ্যে একটির নাম কী ছিল?- তেলিয়াগড়
১২. কোন শাসকের আমলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রির দাম খুব সস্তা ছিল?- শায়েস্তা খান
১৩. রাজস্ব সংস্কার কার সর্বাধিক স্মরণীয় কীর্তি?
- মুর্শিদকুলি খান
১৪. দুইশত বছরের সুলতানি শাসনের মধ্যে অন্য ধর্মের কোন শাসক কিছুদিন শাসন করেছেন?- রাজা গণেশ
১৫. বারো ভূঁইয়াদের দমন করার পরে বাংলায় কোন শাসন প্রতিষ্ঠিত হয়েছিল?- সুবাদারি
১৬. সুবাদার ইসলাম খান কত সালে বাংলার সুবাদার নিযুক্ত হন? -১৬০৮
১৭. ইউসুফ-জুলেখা কাব্যটি কে রচনা করেন?
- শাহ মুহম্মদ সগীর
১৮. বখতিয়ার খলজি কত সালে মৃত্যুবরণ করেন?- ১২০৬ সালে
১৯. কোনটি বাংলার দ্বিতীয় রাজধানী ছিল?- নদীয়া
২০. ফখরুদ্দিনের পুত্রের নাম কী?- গাজি শাহ
