দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
ভূগোল ও পরিবেশ * পদার্থবিজ্ঞান
ভূগোল ও পরিবেশ
দেওয়ান সামছুর রহমান, সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভূগোল ও পরিবেশ
সৃজনশীল নৈর্ব্যক্তিক
১। Geography শব্দটির অর্থ কী?
ক. পৃথিবীর বর্ণনা খ. গোলাকার পৃথিবী
গ. পৃথিবীর রূপ ঘ. পৃথিবীর লেখচিত্র
২। Geography শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
ক. অধ্যাপক ম্যাকনি খ. অ্যাকারমেন
গ. ইরাটস থেনিস ঘ. সি.সি. পার্ক
৩। ইরাটসথেনিস কোন দেশের ভূগোলবিদ ছিলেন?
ক. আমেরিকা খ. ফ্রান্স
গ. স্পেন ঘ. গ্রিস
৪। Geo শব্দের অর্থ হলো-
i. পৃথিবী ii. বর্ণনা iii. ভূ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কোন ভূগোলবিদ?
ক. অধ্যাপক ম্যাকনি
খ. অধ্যাপক ডাডলি স্ট্যাম্প
গ. অধ্যাপক কার্ল রিটার
ঘ. রিচার্ড হার্টশোন
৬। ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড ও জীবন ধারা নিয়ে যে বিষয় আলোচনা করে তাই ভূগোল- কার মতে?
ক. অধ্যাপক ম্যাকনি
খ. অধ্যাপক ডাডলি স্ট্যাম্প
গ. অধ্যাপক কার্ল রিটার
ঘ. ভূগোলবিদ অ্যাকারমেন
৭। জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। কার দেওয়া সংজ্ঞা এটি?
ক. সি.সি. পার্ক খ. পরিবেশ বিজ্ঞানী আর্মস
গ. ম্যাকনি ঘ. কার্ল রিটার
৮। পরিবেশের উপাদান কয় প্রকার?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৯। কোনটি পরিবেশের জীব উপাদান?
i. গাছপালা ii. নদী-সাগর iii. মানুষ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। কোনটি পরিবেশের জড় উপাদান?
i. পাহাড়-পর্বত ii. মাটি-পানি
iii. কীট-পতঙ্গ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। পরিবেশ সাধারণত কয় প্রকার?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
১২। প্রকৃতির জীব ও জড় উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে বলে-
ক. সামাজিক পরিবেশ
খ. কৃত্রিম পরিবেশ
গ. ভৌগোলিক পরিবেশ
ঘ. প্রাকৃতিক পরিবেশ
১৩। পূর্বে ভূগোলকে প্রধানত কয় ভাগে ভাগ করা হতো?
ক. দুই ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
১৪। পৃথিবীর ভূমিরূপ ও এর গঠন প্রক্রিয়া কোন ভূগোলের আলোচ্য বিষয়?
ক. সামাজিক ভূগোল খ. মানব ভূগোল গ. প্রাকৃতিক ভূগোল ঘ. শিল্প ভূগোল
১৫। পশু-পালন, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য পরিচালনা করা কোন ভূগোলের আলোচনার বিষয়?
ক. রাজনৈতিক ভূগোল খ. গাণিতিক ভূগোল
গ. মানব ভূগোল ঘ. অর্থনৈতিক ভূগোল
উত্তর : ১.ক ২.গ ৩.ঘ ৪.খ ৫.গ ৬.ক ৭.খ ৮.ক ৯.গ ১০.ঘ ১১.ক ১২.ঘ ১৩.ক ১৪.ঘ ১৫.ঘ।
পদার্থবিজ্ঞান
মো. বদরুল ইসলাম
সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
ভৌত রাশি এবং পরিমাপ
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৩৪। তুলা যন্ত্রে কয়টি পাল্লা থাকে?- দুটি।
৩৫। সময় কী রাশি?- মৌলিক।
৩৬। দীপন তীব্রতা কি মৌলিক রাশি?- হ্যাঁ।
৩৭। যেসব রাশি স্বাধীন অর্থাৎ অন্য রাশির ওপর নির্ভর করে না তাকে কী বলে?- মৌলিক রাশি।
৩৮। পরিমাপের ক্ষেত্রে কয় ধরনের ক্রুটি থাকতে পারে?
- তিন।
৩৯। কোন স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ৫০ এবং পিচ যদি আধা মিমি. হয় তবে উক্ত যন্ত্রের লঘিষ্ঠ গণন কত হবে?- ০.০১ মি.মি.
৪০। দৈব ত্রুটির প্রত্যাশিত মান কত?- 0
৪১। পর্যবেক্ষকের কারণে পাঠে যে ক্রুটি আসে তাকে কী বলে?- যান্ত্রিক ত্রুটি।
৪২। স্থান কাকে বলে?
- ইউক্লিডের মতে ‘আমাদের চারপাশে যা আছে সবই স্থান’। নিউটনের মতে ‘স্থান হচ্ছে ত্রিমাত্রিক এক বিস্তৃতি’।
৪৩। কাল কাকে বলে?
- যা নিজস্ব ধারায় প্রবাহিত হয়। কোনো বস্তু বা ঘটনার দ্বারা প্রবাহিত হয় না, যার কোনো শুরু বা শেষ নেই তাই হচ্ছে কাল বা সময়।
৪৪। ভৌত রাশি কাকে বলে?
- এ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে ভৌত রাশি বলে।
৪৫। মাত্রা কাকে বলে?
- কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোকে সূচককে রাশিটির মাত্রা বলে।
৪৬। একক কাকে বলে?
- যে আদর্শ পরিমাপের সঙ্গে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলে।
৪৭। যান্ত্রিক ত্রুটি কাকে বলে?
- পরীক্ষার জন্য যেসব যন্ত্র ব্যবহার করা হয় তাতে কিছু ত্রুটি থাকে। এসব ত্রুটিকে যান্ত্রিক ত্রুটি বলে।
৪৮। যান্ত্রিক ত্রুটি কত প্রকার ও কী কী?
- যান্ত্রিক ত্রুটি তিন প্রকার। যথা- i) শূন্য ত্রুটি ii) পিছট ত্রুটি iii) লেভেল ত্রুটি বা অনুভূমিক রেখা ত্রুটি।
৪৯। কত সালে আবিষ্কৃত হয় নিউক্লিয়াস ফিশনযোগ্য?
- 1938 সালে।
৫০। ভরের একক কী?- কেজি।
৫১। তাপমাত্রার একক কী?- কেলভিন।
৫২। তড়িৎ প্রবাহের একক কী?- অ্যাম্পিয়ার।
৫৩। আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন?
- জার্মান বিজ্ঞানী স্নেল।
৫৪। দীপন তীব্রতার একক কী?- ক্যান্ডেলা (cd)
৫৫। তড়িৎ শক্তি উৎপাদনে কোন শক্তি ব্যবহার করা হয়?
- নিউক্লিয় শক্তি।
৫৬। সময়ের একক কী?- সেকেন্ড (s)
৫৭। আয়তনের একক কী?
- ঘনমিটার।
৫৮। সত্যেন্দ্রনাথ বসু পেশায় কী ছিলেন?- অধ্যাপক
৫৯। বৃত্তের ব্যাস বৃত্তকে সমদ্বিখণ্ডিত করে- এ উক্তিটি কার?- থেলিসের।
৬০। কিসের সাহায্যে চালিত যোগাযোগ ব্যবস্থা দূরকে নিকট করে দিচ্ছে?- কৃত্রিম উপগ্রহের।
৬১। “সূর্যই যে সৌর জগতের কেন্দ্র এবং পৃথিবী ও অন্যান্য গ্রহগুলো তার চারদিকে ঘুরছে” সর্বপ্রথম উক্তিটি করেন কে?
- অ্যারিস্টার্কাস।
৬২। বিজ্ঞানকে সাধারণত কয়টি প্রধান ভাগে ভাগ করা হয়? - দুটি।
৬৩। বিজ্ঞানকে কোন দুটি ভাগে ভাগ করা হয়-
- ক) ভৌত বিজ্ঞান খ) জীব বিজ্ঞান।
৬৪। ভৌত বিজ্ঞান কাকে বলে?
- যাদের জীবন নেই, তাদের সম্পর্কিত বিজ্ঞান হলো জড় বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান।
৬৫। প্রধান কয়েকটি ভৌত বিজ্ঞানের শাখার নাম লিখ।
- পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, আবহবিদ্যা, ভূ-বিদ্যা ইত্যাদি।
৬৬। পদার্থ অবিভাজ্য এ ধারণা কার?
- গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস।
৬৭। Sublimation শব্দের অর্থ কী?- ঊর্ধ্ব পাতন।
৬৮। গোলীয় দর্পণের সাহায্য সূর্যের রশ্মি কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল জানতেন কে?
- গণিতবিদ আর্কিমিডিস।
৬৯। “আলকেমির” উন্নতি সাধন করেন কে বা কারা?
- জাবির ইবনে হাইয়ান ও ইবনে সিনা।
৭০। রসায়ন নামের উদ্ভব কোথা থেকে?
- আলকেমি থেকে।
